West Bengal Geography Gk PDF | পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

 West Bengal Geography Gk PDF | পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর

Top West Bengal Geography Gk PDF | পশ্চিমবঙ্গের ভূগোল

west bengal geography gk mcq

সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমরা পড়তে চলেছি Top West Bengal Geography gk  PDF | পশ্চিমবঙ্গের ভূগোল  এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলি পশ্চিমবঙ্গের নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন west bengal Geography gk For WBCS, Geography Of West Bengal For WBCS  পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ।

Mcq On West Bengal Geography gk

1. পশ্চিমবঙ্গের কোন জেলায় কৃষিকাজের জমির পরিমাণ সবথেকে বেশি শতাংশ হিসাব

উ উত্তর দিনাজপুর ( 89 শতাংশ )

2. পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে

উ বর্ধমান জেলা কে

3. ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি

উ পশ্চিমবঙ্গ

4. সুন্দরবন বনভূমি কি নামে পরিচিত

উ ম্যানগ্রোভ অরণ্য

5. ভারতের গ্লাসগো বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে

উ হাওড়া

6. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়

উ ক্যানিং কে

7. হাওড়া সেতুর বর্তমান নাম কি

উ রবীন্দ্র সেতু

8. পশ্চিমবঙ্গের মৃৎশিল্পের জন্য বিখ্যাত কোন স্থান

উ কৃষ্ণনগর

9. বাংলার আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত

উ মালদহ

10. পশ্চিমবঙ্গের চা উৎপাদনে প্রথম কোন জেলা

উ দার্জিলিং

11. চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত

উ জলপাইগুড়ি

12. কলকাতা শহরটি নদীর তীরে অবস্থিত

উ হুগলি নদীর তীরে

13. নদীয়া জেলার কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ জলঙ্গি

14. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক খনিজ সম্পদ রয়েছে

উ পুরুলিয়া জেলা

15. পশ্চিমবঙ্গের রাবার শিল্পের জন্য বিখ্যাত কোন স্থান

উ হুগলির সাহাগঞ্জ

16. কত সালে ক‍্যালকাটা এর  নাম পরিবর্তন করে  কলকাতা করা হয়

উ 2001 সালে, 1 জানুয়ারি

17. নদী তীরবর্তী প্রাচীন পলিমাটি কে কি বলা হয়

উ ভাঙ্গর

18. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি

উ 23 টি

19. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের

উ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

20. পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম জায়গা কোনটি

উ দার্জিলিং

21. আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি

উ কলকাতা

22. ইস্পাত নগরী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলা

উ দুর্গাপুর

23 বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহর

উ নবদ্বীপ

24. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি

উ সান্দকফু

25. পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সবথেকে বেশি রয়েছে

উ ঝাড়খন্ড

26. পশ্চিমবঙ্গের রাজ্যের জাতীয় পাখির নাম কি

উ মাছরাঙা

27 পশ্চিমবঙ্গের কোন স্থান উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত

উ শিলিগুড়ি

28. পশ্চিমবঙ্গে কটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে

উ 4 টি

29. পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রতিবেশী দেশের নাম. কি

উ বাংলাদেশ

30. পশ্চিমবঙ্গের সবথেকে ছোট প্রতিবেশী দেশ কোনটি

উ ভুটান

31. “সিটি অফ জয়” বলা হয় কোন শহরকে

উ কলকাতা

32. পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত

উ বাঁকুড়া জেলায়

33. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি

উ গঙ্গা

34. পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্রের নাম

উ দিঘা ও জুনপুট

35 পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডিপোকার চাষ করা হয়

উ কোচবিহার

36. পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে

উ কোচবিহার

37. সুন্দরবনের দ্বীপ গুলির মধ্যে বৃহত্তম দ্বীপ কোনটি

উ সাগরদ্বীপ

38. বর্গভীমা মন্দির পশ্চিমবঙ্গের কোথায়  অবস্থিত

উ তমলুকে

39. পশ্চিমবঙ্গের কোন জেলার ছৌ নাচের জন্য বিখ্যাত

উ পুরুলিয়া

40. পশ্চিমবঙ্গের কোন স্থান রেল কারখানার জন্য বিখ্যাত

উ কাঁচরাপাড়া

8 thoughts on “West Bengal Geography Gk PDF | পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর”

Leave a Comment