WBPSC Food Si Mock Test in Bengali | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

WBPSC Food Si Mock Test in Bengali – ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম WBPSC Food Si Mock Test পর্বটি নিয়ে। এই WBPSC Food Si Mock Test পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 

WBPSC Food Si Mock Test : আমাদের দেওয়া এই WBPSC Food Si Mock Test গুলিতে অংশগ্রহণের মাধ‍্যমে তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারবে। সুতরাং আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক WBPSC Food Si Mock Test পর্বটি।

WBPSC Food Si Mock Test in Bengali | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

WBPSC Food Si Mock Test in Bengali :

1. নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ?

A. হিরাকুদ নদী পরিকল্পনা
B. ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা
C. দামোদর নদী পরিকল্পনা
D. কোনোটিই নয়

উত্তর : B

2. ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ?

A. ১৯৩৫
B. ১৯৪৫
C. ১৯৭৮
D. ১৯৪৯

উত্তর : A

3. ভারতে কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল ?

A. 1951
B. 1955
C. 1961
D. 1965

উত্তর : A

4. নিম্নের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতের সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় ?

A. সেলাই কাঠ
B. সাবাই ঘাস
C. তুলো
D. বাঁশ

উত্তর : B

5. কোন দেশের সহায়তায় বোকারো ইস্পাত কারখানাটি নির্মিত হয়েছিল ?

A. আমেরিকা
B. ব্রিটেন
C. ফ্রান্স
D. রাশিয়া

উত্তর : D

6. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

A. বহুলাল লোদী
B. নাসির উদ্দিন মাহমুদ
C. খিজির খাঁ
D. তারিখ ই মোবারক শাহী

উত্তর : C

7. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ?

A. ১৪৯২ সালে
B. ১১৯২ সালে
C. ১২৯২ সালে
D. ১১২৯ সালে

উত্তর : B

8. ভারতে কবে নতুন অর্থনৈতিক নীতি চালু হয়েছিল ?

A. ১৯৮৯
B. ১৯৯৫
C. ১৯৯১
D. ১৯৯৭

উত্তর : C

9. সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ?

A. ১৯৭৫
B. ১৯৭৮
C. ১৯৮২
D. ১৯৯০

উত্তর : A

10. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম এবং ভূখণ্ড
সংজ্ঞায়িত করা হয়েছে ?

A. আর্টিকেল 1
B. আর্টিকেল ২
C. আর্টিকেল 3
D. আর্টিকেল 4

উত্তর : A

11. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলোই মৌলিক কর্তব্য আছে ?

A. ২১
B. ১১
C. ১৩
D. ১০

উত্তর : B

12. রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে হয়ে থাকেন ?

A. মুখ্যমন্ত্ৰী
B. প্রধানমন্ত্রী
C. রাষ্ট্রপতি
D. রাজ্যপাল

উত্তর : D

13. রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হলো –

A. আদালতে বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য
B. আদালতে বিচারের যোগ্য নয়
C. কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য
D. উপরের কোনোটিই নয়

উত্তর : B

14. দয়াশঙ্কর জগন্নাথ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

A. সানাই
B. সরোদ
C. তবলা
D. বাঁশি

উত্তর : A

15. নিম্নের কোনটি হল বিশ্বের বৃহত্তম ফুল –

A. পদ্ম
B. রেফ্লেশিয়া
C. জায়ান্ট ক্যাকটাস
D. উপরের কোনোটিই নয়

উত্তর : B

16. সোয়াইন ফ্লু হল –

A. ভাইরাস
B. ব্যাকটেরিয়া
C. এন্টিবায়োটি
D. প্রোটিন

উত্তর : A

17. নিম্নের কোনটি হলো জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ ?

A. সিলাকান্ত
B. ইকুইজিটাম
C. নিটাম
D. গিংক বাইলবা

উত্তর : A

18. স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?

A.  নিউটন
B. আর্কিমিডিস
C. বয়েল
D. পাস্কাল

উত্তর : D

19. যখন কোন জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন

A. আরও বেশি জ্বলে ডুবে
B. ভেসে ওঠে
C. কোনো পরিবর্তন হয় না
D.একই থাকে

উত্তর : B

20. “সাগু” কোন রাজ্যের আদিবাসী লোক নৃত্য ?

A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. কেরালা
D. তামিলনাডু

উত্তর : B

21. জাপানের পার্লামেন্ট কে কি বলা হয় ?

A. কুরাল
B. কংগ্রেস
C. সোরা
D. ডায়েট

উত্তর : D

22. কোন শহরকে Space City বলা হয় ?

A. চেন্নাই
B. মুম্বাই
C. হায়দরাবাদ
D. ব্যাঙ্গালোর

উত্তর : D

23. স্বাধীন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে হয়েছিল ?

A. ওম বিড়লা
B. সর্বপল্লী রাধাকৃষ্ণন
C. জি ভি মাভলংকার
D. সুকুমার সেন

উত্তর : C

24. “হিকত” কোন রাজ্যের একটি লোক নৃত্যের নাম ?

A. হিমাচল প্রদেশ
B. জম্মু এবং কাশ্মীর
C. হরিয়ানা
D. গুজরাট

উত্তর : B

25. নিঞ্জার মেলা কোন রাজ্যের একটি আঞ্চলিক উৎসবের নাম ?

A. হিমাচল প্রদেশ
B. উত্তর প্রদেশ
C. উত্তোরাখন্ড
D. বিহার

উত্তর : A

আরও পড়ুন :

WBPSC Food Si Syllabus 2023 

WBPSC Food Si Previous Year Question Paper

Food Si Reasoning Question And Answer 

Food Si Math Practice Set 

MTS Mock Test Bengali 

2 thoughts on “WBPSC Food Si Mock Test in Bengali | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট”

Leave a Comment