WBCS GK In Bengali | WBCS পরীক্ষার প্রশ্ন

টেলিগ্ৰামে জয়েন করুন

WBCS GK In Bengali | WBCS পরীক্ষার প্রশ্ন

WBCS GK In Bengali | WBCS পরীক্ষার প্রশ্ন

West Bengal Civil Service ( WBCS ) হল ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি গুলির মধ্যে অন্যতম চাহিদাপূর্ণ একটি চাকরি । তাই তোমাদের জন‍্য  কিছু গুরুত্বপূর্ণ WBCS Gk in Bengali এর প্রশ্ন ও উত্তর দেওয়া হল । তোমরা এই WBCS Gk In Bengali এর প্রশ্নগুলি অধ্যায়নের মাধ্যমে তোমাদের প্রস্তুতি আরও উন্নত করতে পারবে ।

সুতরাং, আর দেরি না করে চলুন আজকের এই wbcs gk in bengali এর প্রশ্নগুলি দেখে নেওয়া যাক ।

WBCS GK In Bengali :

1. নিচের অ্যাসিড গুলির মধ্যে কোনটি
আঙুরে রয়েছে ?
(a) অ্যাসেটিক অ্যাসিড
(b) সাইট্রিক অ্যাসি
(c) নাইট্রাস আসিড
(d) কার্বোক্সিলিক অ্যাসিড

Ans: B

2. প্রায় সব দীর্ঘ হিমবাহ গুলি  কোন পর্বতমালা ?
থেকে নামে?
(a) কারাকোরাম
(b) জান্দকার
(c) শিবালিক
(d) হিন্দুকুশ

Ans: A

3. একই পরিমাণ এ্যালুমিনিয়ামকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাতের পরিমাণ কত হবে ?

(a) 1:1
(b) 1:2
(c) 9:4
(d) 2:1

Ans: A

4. নিচের কোন কারনে সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব‍্যবহৃত হয় ?

(a) বিজ্ঞারণ ধর্ম আছে
(b) আর ধর্ম আছে
(c) জটিল লবণ গঠনের ধর্ম আছে
(d) আলোকের সাথে বিক্রিয়া আছে

Ans: C

5. একটি ফিউজ তারের কিরূপ বৈশিষ্ট্য থাকে ?

(a) রোধ বেশী ও গলনাঙ্ক বেশী
(b) রোগ বেশী, গলনাঙ্ক কম
(c) রোধ কম, গলনাঙ্ক বেশী
(d) রোধ কম, গলনাঙ্ক কম

Ans: D

6. নীচের জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির ?
স্ফুটনাঙ্ক সবথেকে বেশি ?

(a) 0.1 মোলার গ্লুকোজ
(b) 0.1 মোলার সুক্রোজ
(c) 0.1 মোলার সাধারণ লবণ
(d) 0.1 মোলার ইউরিয়া

Ans: C

7. রেফ্রিজারেটরে কোন গ্যাস বর্তমান ?

(a) CFC
(b) HFC
(c) মিথেন
(d) কার্বন ডাই অন্তত
Ans:A

8. ব্রক কষলে গাড়ির থেমে যাবার একান্ত কারণ কি ?

(a) অন্তর্মুখী শক্তি
(b) বর্ধিমুখী শক্তি
(c) জাড‍্য
(d) ঘর্ষণজনিত শক্তি

Ans:D

9. কোষের শক্তিঘর নামে পরিচিত ?

(a) নিউক্লিয়াস
(b) গলগি বডি
(c) মাইট্রোকন্ডিয়া
(d) রাইবোজোম

Ans: C

WBCS GK In Bengali | WBCS পরীক্ষার প্রশ্ন

10. নিচে দেওয়া কোনটি রূপান্তরশীল প্রস্তরের উদাহরণ নয়?

a) জিনিইস
(b) মার্বেল
(c) কোয়ালাইট
(d) লাইমস্টোন

Ans: D

11. একটি উপাদানের মিশ্রনে তৈরি একমাত্র ?
রত্নপাথর হল।

(a) ডায়মন্ড
(b) টোপাজ
(c) এমারেল্ড
(d) জেড

Ans: A

12. Taxonomy কথাটি কার সঙ্গে সম্বন্ধিত ?

(a) ইভোলিউশন
(b) ক্লাসিফিকেশন
(c) ট্যাক্সি
(d) ইনহেরিটেন্স

Ans: B

13. বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়াকে বলে ?

(a) হিউমিডিফিকেশন
(b) ডিহিউমিডিফিকেশন
(c) অ্যারিয়েশন
(d) ফিলট্রেশন,

Ans: D

14. বাতাসকে কখন সম্পৃক্ত বলা হয়. ?      

(a)বায়ুর চাপ সবচেয়ে কম                         
(b) ঘনত্ব সবচেয়ে বেশি                             
(c) এটি অনুর্বর জমির উপর দিয়ে যখন বয়      (d) যখন এতে সর্বাধিক পরিমাণে জলীয় বাস্প থাকে                                             

 Ans: D

15. দুধের পাস্তুরাইজেশন কোন কারণে ?

(a) জীবাণুমুক্ত করতে
(b) দুধে কোন ছত্রাক থাকলে তা দূর করতে
(c) ব‍্যাটেরিয়া বিনষ্ট করতে
(d) ছানার জন‍্য

Ans: C

6. ‘ডিওডিনাম’ মানবদেহের কোন অঙ্গর একটি অংশ ?

(a) ফুসফুস
(b) মস্তিষ্ক
(c)অন্ত্র
(d) যকৃৎ

Ans: C

17. হিমোগ্লোবিনের মূখ্য উপাদান কোনটি?
(a) ক্লোরিন
(b) লোহা
(c) ক্যালশিয়াম
(d) কোনটিই না

Ans: B

18. টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ ?
a. ছোঁয়াচে রোগ
b. বায়ুবাহিত রোগ
c. জলবাহিত রোগ
d. কোনোটিই নয়

Ans: C

19. কোন রোগের  জন্য ওয়াইডাল পরীক্ষা হয় ?
A. ম্যালেরিয়া
b. কলেরা
c. টাইফয়েড
d. পীতজ্বর

Ans: C

WBCS GK In Bengali :

20. টিটেনাস বা ধনুষ্টংকার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি ?

a. প্যাসচুরেল্লা পেস্টিস
b. ক্লসটিডিয়াম টিটেনি
c. ট্রিপোনেমা প্যালিডাম
d.করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি

Ans: B

21. নিচের কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়?
a. টাইফয়েড
b. কলেরা
c. ইনফ্লুয়েঞ্জা
d. ডিপথেরিয়া

Ans: B

22. পাতার সবুজ বর্ণের জন্য দায়ী নিম্নের কে ?
a. ধাতব আয়ন
b লোহা
c. হিমোস্লোবিন
d. ক্লোরোফিল

Ans: D

23. BCG টীকা কোন রোগের জন‍্য দেওয়া হয় ?
a. এমফিসিমা
b. পোলিও
c.যক্ষ্মা
d নিউমোনিয়া

Ans: C

24.কোন কারনের জন‍্য ‘হার্ট অ্যাটাক’হয়?
a  রক্তে শর্করা
b. রক্তে কোলেস্টেরল
c.  রক্তে প্রোটিন
d. রক্তে ইউরিয়া

Ans: B

26. ‘জিন’ হল একপ্রকার
a. নিদ্রা বৃদ্ধিকারক ওষুধ
b. বংশগতির একক
c. এক ধরনের ভিটামিন
d. এক ধরনের রক্তকণিকা

Ans: B

27. নিচের কোনটি হল গোবর গ্যাসের মুখ্য উপাদান ?
a. মিথেন
b. ইথেন
c. প্রোপেন
d. ক্লোরিন

Ans: A

28. রিকেট রোগটি কোন অঙ্গের সঙ্গে জড়িত ?
a. পেশি
b. রক্ত
c. হাড়
d. যকৃৎ

Ans: A

29. মানবদেহের বৃহৎ পেশিটির অবস্থান কোথায় ?
a.  হাতে
b. কোমরে
c. ঘাড়ে
d.  পা-এ

Ans: B

WBCS GK In Bengali :

30. কুন্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি ?
a. মনোসিসটিস
b. টি এম ভি
c. সালমোনেল্লা
d. মাইকোব্যাকটেরিয়াম

Ans: D

31. লীলাবতির ফার্সি অনুবাদ কে করেন ? 

 (A) ফৈজি                                             

 (B) আবুল ফজল                                   

 (C) দারা                                               

 (D) আবু তালিব কালিম                         

   Ans: A

32. ‘কিতাব উল রাহেলা’ এর লেখক কে ?
A. আবুল ফজল
(B) অলবিরুনী
(C) ইবন বতুতা
(D) হাসান নিজামী

Ans: C

33. নিচের কোন ব‍্যাক্তি ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন?
(A) টিপু সুলতান
(B) হায়দার আলি
(C) সফদর জঙ্গ
(D) মীর কাশিম

Ans: A

34. মুণ্ডা বিদ্রোহ (উলগুলান)-এর নেতৃত্ব দিয়েছিলেন কে ?
(A) সিধো
(B) বিরসা
(C) বাপট
(D) মাল্লা

Ans: B

35. সিধু ও কানু এই দুটি নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত?
(A) সাঁওতাল
(B) চাক্‌মা
(C) খাসি
(D) নীল

Ans: A

36. ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগানটির বক্তা কে ?
(A) মহঃ ইকবাল
(B) ভগৎ সিং
(C) সুভাষচন্দ্র বসু
(D) লালা লাজপৎ রাই

Ans: B

37. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী নিয়ে যান কোথায় ?
(A) মুঙ্গের
(B) মুর্শিদাবাদ
(D) পাণ্ডুয়া
(C) গৌড়

Ans: B

38. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?
(A) মহীশূর
(B) শ্রীরঙ্গপট্টম
(C) শৃঙ্গেরী
(D) কলকাতা

Ans: B

39. সলবাই-এর সন্ধি কত খ্রীস্টাব্দে সম্পন্ন হয়েছিল?
(A) 1781
(B) 1772
(C) 1782
(D) 1780

Ans: C

40. পলাশীর যুদ্ধের সময়কাল হল               

A.  1657                                                   

B. 1757                                                   

C. 1857                                                

D. 1755                                                 

Ans: B

আরও পড়ুন : 

রসায়নের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর

গুরুত্বপূর্ণ ১০০ টি জিকে প্রশ্ন উত্তর 

1. কোন দেশকে কেকের দেশ বলা হয় ?

উ: স্কটল্যান্ড

2. ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় ?

উ: কলকাতাকে

3. ভারতের হাইটেক বন্দর কোনটি ?

উ: নবসেবা

4. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী ?

উ: শিউলি

5. কোল বিদ্রোহ কত সালে হয় ?

উ: 1831 সালে

1 thought on “WBCS GK In Bengali | WBCS পরীক্ষার প্রশ্ন”

Leave a Comment