দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা PDF | List Of Dadasaheb Phalke Award Winners

টেলিগ্ৰামে জয়েন করুন

দাদাসাহেব ফালকে পুরস্কার

দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে-এর নাম অনুসারে এই পুরস্কার প্রদান করা হয়।ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে এর নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ হয়েছে।এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণ কমল পদক এবং একটি শাল সহ পুরস্কার প্রাপকে নগত দশ লক্ষ টাকা দেওয়া হয়।

দাদাসাহেব ফালকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার, সিনেমায় অসামান্য অবদানের জন‍্য এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিবছর ন‍্যাশনাল চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার-এ সম্মানিত প্রথম ব‍্যাক্তি ছিলেন অভিনেত্রী দেবিকা রানী 1969 সালে।

2021 সালের লক্ষ্মী ও ছপাক ছবির সেরা অভিনেতা-অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিয়েছিলেন বলি তারকা অক্ষয় কুমার ও দীপিকা পাড়ুকন।

তেমনি দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২২-এ মিমি ছবির সেরা অভিনেত্রী  কৃতি স‍্যানন এবং রনবীর সিং তার “83”  ছবিতে অভিনয়ের জন‍্য দাদাসাহেব ফালকে পুরস্কার 2022 এর খেতাব জিতে নিয়েছে।

দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীদের তালিকা :

সালপ্রাপকযে ভাষার শিল্পী
1969দেবিকা রানীহিন্দি
1970বীরেন্দ্রনাথ সরকারবাংলা
1971পৃথ্বীরাজ কাপুরহিন্দি
1972পঙ্কজ কুমার মল্লিকবাংলা/ হিন্দি
1973রুবি মায়ের্সহিন্দি
1974বি এন রেড্ডিতেলেগু
1975ধীরেন্দ্রনাথ গাঙ্গুলীবাংলা
1976কানন দেবীবাংলা
1977নীতিন বোসবাংলা/হিন্দি
1978রায়চাঁদ বোড়ালবাংলা/হিন্দি
1979সোহরাব মোদীহিন্দি
1980পাইদি জয়রাজহিন্দি/তেলেগু
1981নৌসাদহিন্দি
1982এল ভি প্রসাদতেলেগু/তামিল/হিন্দি
1983দুর্গা খোটেহিন্দি/মারাঠি
1984সত্যজিৎ রায়বাংলা
1985ভি শান্তারামহিন্দি/মারাঠি
1986বি নাগি রেড্ডিতেলেগু
1987রাজ কাপুরহিন্দি
1988অশোক কুমারহিন্দি
1989লতা মঙ্গেশকরহিন্দি/মারাঠি
1990আক্কিনেনি নাগেশ্বর রাওতেলেগু
1991ভালজি পেনধারকরমারাঠি
1992ভূপেন হাজারিকাআসামি
1993মাজরূহ সুলতানপুরীহিন্দি
1994দিলীপ কুমারহিন্দি
1995রাজকুমারকানাড়া
1996শিবাজী গনেশানতামিল
1997কবি প্রদীপহিন্দি
1998বি আর চোপড়াহিন্দি
1999হৃষিকেশ মুখার্জিহিন্দি
2000আশা ভোঁসলেহিন্দি/মারাঠি
2001ষশ চোপড়াহিন্দি
2002দেব আনন্দহিন্দি
2003মৃনাল সেনবাংলা/হিন্দি
2004অদূর গোপালকৃষ্ণণমালায়ালম
2005শ‍্যাম বেনেগালহিন্দি
2006তপন সিনহাবাংলা/হিন্দি
2007মান্না দেবাংলা/হিন্দি
2008ভি কে মূর্তিহিন্দি
2009ডি রামানাইডুতেলেগু
2010কে বালাচানদেরতামিল/তেলেগু
2011সৌমিত্র চ্যাটার্জীবাংলা
2012প্রাণহিন্দি
2013গুলজারহিন্দি
2014শশী কাপুরহিন্দি
2015মনোজ কুমারহিন্দি
2016কে বিশ্বনাথতেলেগু
2017বিনোদ খান্নাহিন্দি
2018অমিতাভহিন্দি
2019রজনীকান্ততামিল

 

আরও পড়ুন :

পৃথিবীর বিভিন্ন মরুভূমি তালিকা 

বিভিন্ন অভয়ারণ‍্যের অবস্থান

বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম

বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. কে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে ছিলেন ?

উ: 1969 সালে দেবিকা রানী। তিনি একজন হিন্দি ভাষার শিল্পী ছিলেন।

2. কোন ভারতীয় সিনেমা প্রথম অস্কার জিতেছিল ?

উ: 1982 সালে গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া।

3. রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন ?

উ: ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে বা দাদাসাহেব ফালকে

4. ভারতের প্রথম সবাক চলচিত্রের নাম কি ?

উ: আলম আরা

5.বাংলা চলচ্চিত্রের জনক কে ?

উ:হীরালাল সেন

6. ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?

উ: দাদাসাহেব ফালকে

7. প্রথম কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয় ?

উ: 1969 সালে

 

File Details 

PDF Name : দাদাসাহেব ফালকে পুরস্কার Language: বাংলা।                                  Size : 0.15 MB.                                      Clik Here To Download