বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা

টেলিগ্ৰামে জয়েন করুন
বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা
        বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা

সুপ্রিয় বন্ধুরা,                                      আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা কে ছিলেন তা নিয়ে যেমন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ? বিশ্বের প্রথম মুসলিম দেশের প্রধানমন্ত্রীর নাম কি ? বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম ? বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম ? প্রভৃতি সম্পর্কে ।

Read: প্রবন্ধ কাকে বলে এবং কত প্রকার

বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা : 

মহিলা:

1. বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উ: সিরিমাভ বন্দরনায়েক

2. বিশ্বের প্রথম মুসলিম দেশের প্রধানমন্ত্রীর নাম কি ?

উ: বেনজির ভুট্টো

3. ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উ: মার্গারেট থ‍্যাচার  ( আইরন লেডি )

4. বিশ্বের প্রথম  মাউন্ট এভারেস্ট আরোহনকারী মহিলা কে ছিলেন ?

উ: জুনকো তাবেই ( জাপান )

5. বিশ্বের প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন ?

উ: ভ্যালেন্টিনা তেরেস্কোভা

6. প্রথম আন্টার্কটিকা বিজয়ী মহিলা হল ?

উ: ক‍্যারোলিন মাইকেলসন

7. প্রথম উত্তর মেরু বিজয়ী মহিলা হল ?

উ:ফ্রান ফিলিন্স

8. পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?

উ: মারিয়া এস্তেলা পেরন

9. কোন মহিলা সর্বপ্রথম নোবেল পুরস্কার প্রাপক ?

উ: মেরি কুরি

10. প্রথম ম্যান বুকার পুরস্কার প্রাপক মহিলার নাম কি ?

উ: বার্ণিস রুবেন্স

11. কোন মহিলা অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ?

উ:অ্যালিসন হারগ্ৰিভস

12. প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি ?

উ: আলেকজান্দ্রিয়া কালান্তাই

13. বিশ্বের প্রথম মিস ইউনিভার্স এর নাম কি ?

উ: আরামি কুসেলা

14. বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ডের নাম কি ?

উ:কিকি হ‍্যাকন্সন

পুরুষ :

15. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের নাম কি ?

উ: মোহাম্মদ আলি জিন্নাহ

16. বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট আরহনকারীর নাম কি?

উ:শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলিরি । 29 may 1953 

17. চাঁদের মাটিতে প্রথম পা কে রেখেছিলেন ?

উ: নীল আর্মস্ট্রং । 21 জুলাই 1969 সালে 

18. প্রথম উত্তর মেরু বিজয়ী পুরুষের নাম কি ?

উ: ফ্রেডরিক কুক । 1908 সালে 

19. দক্ষিণ মেরু বিজয়ী প্রথম পুরুষ কে ছিলেন ?

উ: রোয়াল্ড আমন্ডসন

20. আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উ: জর্জ ওয়াশিংটন

21. গ্রেট ব্রিটেনের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী কোন ব্যক্তি ছিলেন ?

উ: রবার্ট ওয়ালপোল

22. রাষ্ট্রসঙ্ঘের প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কি ছিল ?

উ: ট্রিগভিলি

23. চীনে ভ্রমণকারী প্রথম ইউরোপিনের কোন ব্যক্তি ছিল ?

উ: মার্কো পোলো

24. প্রথম এরোপ্লেন আকাশে উড়িয়ে ছিলেন ছিলেন কোন ব্যক্তি ?

উ: রাইট ভ্রাতৃদ্বয় নামে উইলবার এবং অলিভার দুই ভাই । 

25. জলপথে বিশ্ব ভ্রমণ করেছিলেন প্রথম কোন ব্যক্তি ?

উ: ফার্দনান্দ ম‍্যাগেলান

26. বিশ্বের প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি ?

উ: ইউরি গ্যাগারিন

27. মহাকাশ পর্যটক প্রথম কে ছিলেন ?

উ: ডেনিশ টিটো 

28. চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল ?

উ: সান ইয়াৎ সেন

আরও পড়ুন বিভিন্ন বিষয়ের জনক 

2 thoughts on “বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা”

Leave a Comment