বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF | Highest Mountain Peaks in World

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF

বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF | Highest Mountain Peaks in World : শৃঙ্গ গুলি দীর্ঘকাল ধরে বিস্ময় এবং অনুপ্রেরণায় উচ্চস্থান হয়ে এসেছে। প্রাচীনকালে এই শৃঙ্গ গুলিকে দেবতাদের আশ্রয়স্থান বলে মনে করা হত। এখনকার দিনে পার্বতারোহিরা পৃথিবী অতিক্রম করে একটি বেস ক্যাম্প খোঁজে ‌যেখান থেকে পৃথিবীর সর্বোচ্চ পয়েন্ট গুলি তারা অতিক্রম করতে পারে।

বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার অধিকাংশই তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের কাছে হিমালয় পর্বতমালা অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত এবং মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নামেও পরিচিত। মাউন্ট এভারেস্ট তিব্বতে ‘চোমোলাংমা’ এবং নেপালে ‘সাগরমাথা’ নামে পরিচিত। 1853 সালে মাউন্ট এভারেস্টে প্রথম উঠেছিলেন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। আমরা নীচে একটি পৃথিবীর  বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা প্রদান করলাম।

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ‘K2’ যেটি কাকাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। এশিয়ায় অবস্থিত এই দুটি পর্বত শ্রেণী যার সর্বোচ্চ চূড়াগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 মিটারের বেশি। আজকে আমরা বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ গুলি সম্পর্কে জানবো।এই পার্টটি থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এসে থাকে।

পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ

দেশউচ্চতাসর্বোচ্চ শৃঙ্গ
ভারত8586 মিকাঞ্চনজঙ্ঘা
পাকিস্তান8611 মিK2
বাংলাদেশ1280 মিতাজিংডং
ইরাক3611 মিCheekha Dar
ইরান5610 মিDamavand
নেপাল8849 মিমাউন্ট এভারেস্ট
ভুটান7570 মিGangkhar Puensum
চিন8849 মিমাউন্ট এভারেস্ট
মায়ানমার5811 মিHkakabo Razi
শ্রীলঙ্কা2524 মিমাউন্ট পেড্র
আফগানিস্তান7492 মিNoshaq
ব্রাজিল2995 মিPico Da Neblina
সুইজারল্যান্ড4634 মিDufourspitze
ইজরায়েল1208 মিমাউন্ট মেরন
ফিলিপাইন2954 মিMount Apo
জার্মানি2962 মিZugspitze
ইতালি4810 মিMonte bianco
তুর্কি5137 মিমাউন্ট আরারাত
মালদ্বীপ5 মিমাউন্ট ভিল্লিল্গিলি
কুয়েত306 মিMutla Ridge
সিঙ্গাপুর164 মিBukit Timah Hill
অষ্ট্রেলিয়া2228 মিMount Kosciuszko
নাইজেরিয়া2419 মিChappal Waddi
আর্জেন্টিনা6960 মিঅ্যাকান কাগুয়া
কানাডা5959 মিমাউন্ট লোগান
থাইল্যান্ড2565 মিDoi lnthanon
ইজিপ্ট2629 মিMount Catherine
সৌদি আরব3000 মিযাবাল সাওদা
দক্ষিণ আফ্রিকা3450 মিমাফাদি
নিউজিল্যান্ড3724 মিAoraki / Mount cook
জাপান3776 মিমাউন্ট ফুজি
রাশিয়া5642 মিমাউন্ট এলব্রুস
ফ্রান্স4810 মিMont Blanc
ইন্দোনেশিয়া4884 মিPuncak Jaya
অষ্ট্রিয়া3798 মিGrossglockner
নরওয়ে2469 মিGaldhopiggen
উগান্ডা5109 মিমাউন্ট স্ট‍্যানলি
মরক্কো4165 মিJbel Toubkal
সুইডেন2097 মিKebnekaise
ইউক্রেন2061 মিHoverla
যুক্তরাষ্ট্র6191 মিডিনালি

আরও পড়ুন :

 বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা

বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম

বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠতা

পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি তালিকা

PDF DOWNLOAD ZONE

File Name : বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ
Language : বাংলা
Size: 64 KB
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: কাঞ্চনজঙ্ঘা উচ্চতা 8586 মিটার।

2.পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8849 মিটার।

3.বাংলাদেশর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: তাজিংডং যার উচ্চতা 1280 মিটার।

4. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: K2 যার উচ্চতা 8611 মিটার।

5.মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: Hkakabo Razi যার উচ্চতা 5811 মিটার।

6. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ:Gangkhar Puensum যার উচ্চতা 7570 মিটার।