ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম | Mountains And Their Highest Peaks in India

টেলিগ্ৰামে জয়েন করুন

 

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম | Mountains And Their Highest Peaks in Indiaভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ : ভারতের তার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। কিন্তু ভারত প্রাকৃতিক ভূখণ্ডের ক্ষেত্রেও বৈচিত্র্যময় যার মধ্যে রয়েছে নদী, উপত্যকা, পর্বত, উদ্ভিদ এবং প্রাণী জগৎ। ভারত বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ গুলির জন্য পরিচিত। এবং বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে।

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা :

1. হিমালয় ‌ => মাউন্ট এভারেস্ট
2. গারো => নকরেক ***
3. আরাবল্লী => গুরু শিখর ***
4. পূর্বঘাট (মলয়াদ্রী) => মহেন্দ্রগিরি
5. পশ্চিমঘাট (সহাদ্রী)=> আনাইমুদি ***
6. নীলগিরি => দোদাবেতা ***
7.দাক্ষিণাত্য/আনাইমালাই => আনাইমুদি
8. কারাকোরাম => গডউইন অস্টিন(K2)
9. সাতপুরা => ধূপগড় ***
10. মহাদেব => পাঁচমারী
11. মহাকাল => অমরকন্টক ***
12. ছোটনাগপুর => পরেশনাথ ***
13. অযোধ্যা => গোর্গাবুরু
14. বাবাবুদান => মুলানগিরি
15. পূর্বাচল পাহাড় => দাফাবুম
16. নাগা পাহাড় => সারামতি
17. কোহিমা => ফাফডো
18. মিকির পাহাড় => ডামবুকচো

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
Language : বাংলা
Size : 50 KB
Clik Here To Download

আরও পড়ুন :

পৃথিবীর বিভিন্ন দেশে সর্বোচ্চ শৃঙ্গ তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ বন্দরের তালিকা

ভারতের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল

ভারতের বিভিন্ন গবেষণাগার

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: মহেন্দ্রগিরি

2. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: আনাইমুদি

3. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: গুরু শিখর

4. মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: পাঁচমারী

5. হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: মাউন্ট এভারেস্ট

6. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: দোদাবেতা

7. কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: গডউইন অস্টিন (K2)

Leave a Comment