ভারতের বন্দর তালিকা PDF | List Of Ports In India

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বন্দর তালিকা PDF | List Of Ports In India

ভারতের বন্দর তালিকা : বন্দরগুলিকে একটি অঞ্চল বা পোতাশ্রয় হিসাবে চিহ্নিত করা যেতে পারে যা আন্তর্জাতিক স্তরে যাত্রী ও বিভিন্ন পন‍্যবাহী লোড এর সুবিধা প্রদান করে।বিভিন্ন বাণিজ্য করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের বিভিন্ন বন্দর গুলি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভারত প্রায় 7517 কিলোমিটার  দৈর্ঘ্যের একটি উপকূলবর্তী দেশ। চলুন দেখে নেওয়া যাক ভারতের গুরুত্বপূর্ণ বন্দর গুলি।

ভারতের বন্দর তালিকা :

বন্দরসমূহ                        রাজ্য

1.  কলকাতা বন্দর  =>  পশ্চিমবঙ্গ
2.  হলদিয়া বন্দর    =>‌ ‌ পশ্চিমবঙ্গ
3.  প্যারাদ্বীপ বন্দর =>   উড়িষ্যা
4.  কান্দালা বন্দর   =>  গুজরাট
5.  মর্মাগাও বন্দর   =>  গোয়া
6.‌ কোচি বন্দর       =>  কেরল
7. জ‌ওহরলাল নেহেরু বন্দর =>মহারাষ্ট্র
8. তুতিকোরিন বন্দর => তামিললাড়ু
9. পোর্ট ব্লেয়ার  => আন্দামান
10.বিশাখাপত্তনম=> অন্ধ্রপ্রদেশ                11. এন্নোর বন্দর => তামিলনাড়ু
12. চেন্নাই বন্দর => তামিলনাড়ু
13. নিউ ম্যাঙ্গালোর বন্দর => কর্ণাটক
14. মুম্বাই বন্দর =>   মহারাষ্ট্র

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের বিভিন্ন বন্দর
Language : বাংলা
Size : 48 KB
Clik Here To Download

 আরও পড়ুন :

ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্র

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা 

ভারতের জাতীয় উদ‍্যান তালিকা

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারতের প্রাচীনতম বন্দরের নাম কি ?

উ: লোথাল যেটি বর্তমানে গুজরাটে অবস্থিত।

2. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

উ: বিশাখাপত্তনম বন্দর এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত।

3. ভারতের একমাত্র করমুক্ত বন্দরের নাম কি ?

উ: কান্ডলা বন্দর

4. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?

উ: মুম্বাই

5. ভারতের নবীনতম বন্দর কোনটি ?

উ: পোর্ট ব্লেয়ার বন্দর। যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।

Leave a Comment