ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্র তালিকা PDF | List Of Research Centers in india

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্র তালিকা PDF | List Of Research Centers in india

একটি দেশের উন্নয়ন নির্ভরশীল করে সেই দেশের বিভিন্ন গবেষণাগার কেন্দ্রের প্রাপ‍্যতার উপর। নানান বৈচিত্র্যময় ক্ষেত্রে ভারতে বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে। ভারতের গবেষণাগার গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা ভারতের বিভিন্ন গবেষণাগার গুলির তালিকা প্রকাশ করলাম।

ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা :

1. কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার-দেরাদুন ।

2. ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার-দেরাদুন ।

3. কৃষি গবেষণাগার-নিউ দিল্লি ।

4. কেন্দ্রীয় সড়ক গবেষণাগার-নিউ দিল্লি

5. সর্বভারতীয় ম্যালেরিয়া গবেষণাগার-নিউ দিল্লি ‌।

6. কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার -দিল্লি ।

7. ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ গবেষণাগার-পুনে ও দিল্লী ।

8. বস্ত্র গবেষণাগার- পুনে ।

9. জাতীয় বিমান গবেষণাগার -বেঙ্গালুরু ।

10. জাতীয় যক্ষা গবেষণাগার-বেঙ্গালুরু।

11. জাতীয় মহাকাশ গবেষণাগার -বেঙ্গালুরু ।

12. জাতীয় উদ্ভিদ গবেষণাগার-লখন‌উ ।

13. উচ্চতা বিষয়ক গবেষণাগার- গুলমার্গ ।

14. বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার-চন্ডীগড় ।

15. ভারতীয় ক্যান্সার গবেষণাগার-মুম্বাই ।

16. পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার-হরিনঘাটা ।

17. কেন্দ্রীয় চামড়া গবেষণাগার-চেন্নাই ‌।

18. জাহাজ গবেষণাগার-চেন্নাই ।

19. কেন্দ্রীয় গম গবেষণাগার-পুসা ।

20. কেন্দ্রীয় পাট গবেষণাগার-ব্যারাকপুর ।

21. কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার-জুনপুট ।

22. কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার-মহীশূর ।

23. জাতীয় পুষ্টি গবেষণাগার-হায়দ্রাবাদ ।

24. কেন্দ্রীয় ধান গবেষণাগার-কটক ।

25. মৃত্তিকার গবেষণাগার-দেরাদুন ,চন্ডিগড়, কোটা ,আগ্রা, যোধপুর ।

26. কেন্দ্রীয় নারকেল গবেষণাগার-কাসারগড় ।

27. কফি গবেষণাগার -কাসারগড় ।

28. কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার-নাগপুর ।

29. কেন্দ্রীয় চিনি গবেষণাগার-কার্নাল ।

30. কেন্দ্রীয় আখ গবেষণাগার -কোয়েম্বাটুর ।

31. কেন্দ্রীয় আলু গবেষণাগার-সিমলা ।

32. কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার -ধানবাদ ।

33. চা গবেষণাগার- টোকলাই, জোরহাট

আরও পড়ুন :

ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু 

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা 

ভারতের সমস্ত রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

ভারতের বিভিন্ন রাজ‍্যের চিত্রকলা 

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের বিভিন্ন গবেষণাগার
Language : বাংলা
Size : 56 KB
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে ?

উ: পুসা ( দিল্লী )

2. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: নাগপুর ( মহারাষ্ট্র )

3. ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: কাসারগড়

4. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: দেরাদুন , চন্ডিগড়, কোটা , আগ্ৰা , যোধপুর

5. ভারতের আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: কোয়েম্বাটুর

6. ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: টোকলাই, জোরহাট

1 thought on “ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্র তালিকা PDF | List Of Research Centers in india”

Leave a Comment