ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী নাম PDF | 29 টি রাজ‍্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী | Indian States And Capitals Name ।

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী নাম PDF

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী নাম PDF | Indian States And Capitals Name : ভারত হল পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়। ভারত দক্ষিণ এশিয়ার অবস্থিত একটি দেশ। একটা জায়গা থেকে একটি বড় দেশ পরিচালনা করা খুবই কঠিন উত্তর ভারতীয় সংবিধান কেন্দ্র সরকারকে রাজ্যগুলিকে উপযুক্ত মনে করার অধিকার দেন। ভারতবর্ষে বর্তমানে 29 টি রাজ্য এবং 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই পর্বটিতে আমরা ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীকেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী গুলি সম্পর্কে আজ জানবো।

Table of Contents

ভারতের 29 টি রাজ‍্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

ভারতবর্ষ ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মর্যাদা অর্জন করেছিল। ব্রিটিশ প্রশাসন থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার পর, ভারতে বসবাসকারী নাগরিকদের হাতে চূড়ান্ত ক্ষমতা ছিল। ভারত বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। ভারতের ২৯ টি রাজ্যে ও  রাজধানী সম্পর্কে জানতে এই পর্বটির সাথে জুড়ে থাকুন। নিম্নে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী তালিকা প্রকাশ করা হল।

প্রতিটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী নিযুক্ত থাকেন যিনি রাজ্যটিকে পরিচালনা করেন। এখানে আমরা ভারতের 29 টি  রাজ্যের নাম সহ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির রাজধানীর তালিকা প্রদান করছি। 2000 সালে মধ্যপ্রদেশ বিহার এবং উত্তর প্রদেশ থেকে ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং উত্তরাঞ্চল নামে 3 টি নতুন রাজ্য গঠিত হয়েছিল। একইভাবে 2014 সালে তেলেঙ্গানা রাজ‍্যটি গঠিত হয় অন্ধ্রপ্রদেশ থেকে। তেলেঙ্গানা হল ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য। চলুন দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী গুলি।

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী

  রাজ‍্য নাম রাজধানী নাম
1 অন্ধ্রপ্রদেশ অমরাবতী
2 অরুনাচল প্রদেশ ইটানগর
3 আসাম দিসপুর
4 বিহার পাটনা
5 ছত্রিশগড় রায়পুর
6 গোয়া পানাজি
7 গুজরাট গান্ধীনগর
8 পাঞ্জাব চন্ডীগড়
9 হরিয়ানা চন্ডীগড়
10 হিমাচল প্রদেশ শিমলা
11 ত্রিপুরা আগরতলা
12 ঝাড়খণ্ড রাঁচি
13 মণিপুর ইম্ফল
14 রাজস্থান জয়পুর
15 তামিলনাড়ু চেন্নাই
16 কেরালা তিরুবন্তপুরম
17 মিজোরাম আইজল
18 কর্ণাটক বেঙ্গালুরু
19 তেলেঙ্গানা হায়দ্রাবাদ
20 উত্তরপ্রদেশ লখনউ
21 উড়িষ্যা ভুবনেশ্বর
 22 জম্মু ও কাশ্মীর গ্ৰীষ্মকালীন- শ্রীনগর,
শীতকালীন-জম্মু
23 মধ‍্যপ্রদেশ ভোপাল
24 মেঘালয় শিলং
25 নাগাল‍্যান্ড কোহিমা
26 সিকিম গ‍্যাংটক
27 ত্রিপুরা আগরতলা
28 উত্তরাখন্ড গ্ৰীষ্মকালীন-গাইরসান,
শীতকালীন-দেরাদুন
29 পশ্চিমবঙ্গ কলকাতা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী 

  কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী
1 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার
2 লাক্ষাদ্বীপ কাভারাত্রি
3 দাদরা ও নগর হাভেলি সিলভাসা
4 দমন এবং দিউ দমন
5 জম্মু ও কাশ্মীর গ্ৰীষ্মকালীন-শ্রীনগর, শীতকালীন-জম্মু
6 পদুচেরি পদুচেরি
7 চন্ডীগড় চন্ডীগড়
8 দিল্লি নিউ দিল্লি
9 লাদাখ লেহ

আরও পড়ুন :

 ভারতের বিভিন্ন রাজ‍্যের সরকরি ভাষা

● ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু

ভারতের বিভিন্ন রাজ‍্যের চিত্রকলা

 ভারতের বিভিন্ন হ্রদের তালিকা

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের 29 টি রাজ‍্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী
Language : বাংলা
Size: 129 KB
Clik Here To Download

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী সম্পর্কিত প্রশ্ন উত্তর :

1. ভারতে বর্তমানে কটি রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ?

উ: 29 টি রাজ‍্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

2.ভারতের বৃহত্তম রাজ‍্য কোনটি জনসংখ্যা হিসাবে ?

উ: উত্তর প্রদেশ (UP)

3.ভারতের নতুন রাজ‍্য কোনটি ?

উ: তেলেঙ্গানা যেটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

4. আসামের রাজধানীর নাম কি ?

উ: দিসপুর

5. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উ: লাক্ষাদ্বীপ

6. ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ?

উ: উত্তর প্রদেশ

7. সিকিমের রাজধানীর নাম কি ?

উ: গ‍্যাংটক

8.জম্মু ও কাশ্মীর রাজ‍্যের গ্ৰীষ্মকালীন রাজধানীর নাম কি ?

উ:শ্রীনগর

9. ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি ?

উ: সিকিম

10. আয়তনের ভারতের ক্ষুদ্রতম রাজ‍্য কোনটি ?

উ: গোয়া

11. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ‍্য কোনটি ?

উ: রাজস্থান

12. জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উ: দিল্লি

13. তেলেঙ্গানা রাজ‍্যের রাজধানীর নাম কি ?

উ: হায়দ্রাবাদ

14. দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ?

উ: সিলভাসা

4 thoughts on “ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী নাম PDF | 29 টি রাজ‍্য ও 9 টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী | Indian States And Capitals Name ।”

Leave a Comment