ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা PDF | List Of Lakes In India

টেলিগ্ৰামে জয়েন করুন

ভূমি দ্বারা বেষ্টিত একটি বিশাল জলাশয়কে হ্রদ বলে। বেশিরভাগ হ্রদ স্থায়ী, আবার কিছুতে শুধুমাত্র বর্ষাকালে পানি থাকে। হ্রদগুলি হিমবাহ এবং বরফের শীটগুলির ক্রিয়া দ্বারা, বায়ু, নদীর ক্রিয়া এবং মানুষের কার্যকলাপ দ্বারা গঠিত হয়। পৃথিবীতে প্রায় 500,000 হ্রদ রয়েছে, যেখানে জলের পরিমাণ 103,000 ঘন কিলোমিটার সমান। বিশ্বের বেশিরভাগ জলের হ্রদ উত্তর আমেরিকা (25%), আফ্রিকা (30%) এবং এশিয়ায় (20%) পাওয়া যায়

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা PDF

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা🙁List Of Lakes In India)

ভারত বৈচিত্র্যমত প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত। এমন বহু সম্পদ রয়েছে যার মধ্যে জলাশয় গুলি আমাদের দেশের নৈসর্গিক সৌন্দর্যের উপর একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। একটি হ্রদ হল বিশাল জলাশয়ের অংশ, হ্রদগুলি ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস এবং প্রায় প্রতিটি রাজ্যেই কয়েকটি করে হ্রদ রয়েছে।

এই বিষয়টি WBP, KP, PSC, RAIL, এবং বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলি বিভিন্ন পরীক্ষার স্ট্যাটিক জিকে-র একটি অংশ।

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা 

ভারতে অনেকগুলি হ্রদ রয়েছে। তা দৈনন্দিন জীবনে বিশেষ তাৎপর্য রাখে। একটি হ্রদের জলের প্রকৃতির ওপর নির্ভর করে আমরা সহজেই হ্রদ গুলিকে বিভিন্ন পর্যায়ে শ্রেণীবদ্ধ করতে পারি। ভারতে যে ধরনের হ্রদের উপস্থিতি লক্ষ্য করা যায় নীচে তারই কিছু নমুনা দেয়া হল।

1. লবণাক্ত জলের হ্রদ

2. মিষ্টি জলের হ্রদ

3. মনুষ্য সৃষ্ট হ্রদ

4.ক্রেটার হ্রদ

5.প্রাকৃতিক হ্রদ

ভারতের 10 টি  বৃহত্তম হ্রদ (Top 10 Largest Lakes In India) :

বৃহত্তম হ্রদঅবস্থান
ভেম্বানাদ হ্রদকেরালা
চিল্কা হ্রদউড়িষ্যা
শিবাজী সাগর হ্রদমহারাষ্ট্র
ইন্দিরা সাগর হ্রদমধ্যপ্রদেশ
প‍্যাংগং হ্রদলাডাক
পুলিকট হ্রদঅন্ধ্রপ্রদেশ
সর্দার সরোবর হ্রদগুজরাট
নাগার্জুনা সাগর হ্রদতেলেঙ্গানা
লোকটাক হ্রদমনিপুর
উলার হ্রদজম্মু ও কাশ্মীর

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা

হ্রদের নামঅবস্থান
কল্লেরু হ্রদঅন্ধ্রপ্রদেশ
সম্বর হ্রদরাজস্থান
ডাল হ্রদশ্রীনগর
রূপ কুন্ডউত্তরাখন্ড
নারায়ণ সরোবরগুজরাট
মহারানা প্রতাপ সাগরহিমাচল প্রদেশ
হুসেন সাগর হ্রদতেলেঙ্গানা
চন্দ্র তাল হ্রদহিমাচল প্রদেশ
অষ্টমুদি কয়ালকেরালা
রেনুকা হ্রদহিমাচল প্রদেশ
ভিমতালউত্তরাখন্ড
ভোজতালমধ্যপ্রদেশ
পুষ্কর হ্রদরাজস্থান
সাংপো হ্রদসিকিম
চানডুবিঅসম
তাওয়া জলাশয়মধ্যপ্রদেশ
সুখনা হ্রদচন্ডিগড়
হিমায়ুত সাগরহায়দ্রাবাদ
ওসমান সাগরহায়দ্রাবাদ
গোবিন্দ বল্লভ সাগরউত্তর প্রদেশ
কাঞ্জিয়াউড়িষ্যা
কুট্টননাদ হ্রদকেরালা
বেলাসাগরউত্তর প্রদেশ
হারিকে জলাশয়পাঞ্জাব
ব্রক্ষ সরোবরহরিয়ানা

 

আরও পড়ুন :

ভারতের বিভিন্ন পারমাণবিক কেন্দ্র সমূহ

ভারতের বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান

ভারতের রামসার সাইট তালিকা

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি ?

উ: রাজস্থানের সম্বর

2. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ?

উ: কাশ্মীরের উলার হ্রদ

3.ভারতের হ্রদের জেলা কাকে বলে ?

উ: নৈনিতাল

4.ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি ?

উ: ভেম্বনাদ

5. ভারতের সর্বোচ্চ উচ্চতম হ্রদের নাম কি ?

উ: চোলামু হ্রদ

6.ভারতের গোলাপি হ্রদ কাকে বলা হয় ?

উ: মহারাষ্ট্রের লোনার হ্রদ

7. ভারতের গভীরতম হ্রদের নাম কি ?

উ: বৈকাল

8. ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি ?

উ: ধেবর হ্রদ

9. পুলিকট হ্রদ কোন রাজ‍্যে অবস্থিত ?

উ: অন্ধ্রপ্রদেশ

10. প‍্যাংগং হ্রদ কোথায় অবস্থিত ?

উ: লাডাক

 

PDF Details

File Name : ভারতের বিভিন্ন হ্রদ তালিকা  Language : বাংলা                                Size : 240 KB                                        Clik Here To Download