বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Buddhism And Gautama Buddha

টেলিগ্ৰামে জয়েন করুন

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর : পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে যদিও তার সঠিক পরিসংখ্যান বলা যায় না। তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় পৃথিবীতে ৪ হাজারেরও বেশি ধর্ম রয়েছে। এই ধর্ম গুলির মধ্যে অন্যতম ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। আমাদের আজকের আলোচনার পর্ব বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর নিয়ে।

জনসংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্ম (Buddhism) পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ ধর্ম। বৌদ্ধ ধর্ম মূলত গৌতম বুদ্ধ প্রচারিত একটি ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধের জন্ম। গৌতম বুদ্ধের আসল নাম সিদ্ধার্থ।চলুন দেখে নেওয়া যাক বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি।

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

1. গৌতম বুদ্ধে জন্মগ্রহণ করে কবে ?

উ: 563 খ্রিস্টপূর্বাব্দে )সিংহলি মতে 566 খ্রিস্টপূর্বাব্দে)

2. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ?

উ: নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন।

3. গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি ?

উ: পিতা শুদ্ধোধন এবং মাতা মায়া দেবী 

4. গৌতম বুদ্ধের সৎ মায়ের নাম কি ?

উ: মহাপ্রজাপতি গৌতমী

5. গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কি.  ছিল ?

উ: সিদ্ধার্থ

6. গৌতম বুদ্ধের পূর্বজন্মের নাম কি ছিল ?

উ: বোধিসত্ত্ব

7. গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ?

উ: 16 বছর বয়সে

8. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল ?

উ: যশোধরা

9. বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ?

উ: কন্টক

10. বুদ্ধের সারথির নাম কি ছিল ?

উ: ছন্ন

11. বোধগয়ার পূর্ব নাম কি ছিল ?

উ: উরুবিল্ব

12. গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধি বা দিব‍্যজ্ঞান লাভ করেন ?

উ: 35 বছর বয়সে

13. গৌতম বুদ্ধ যে স্থানে বুদ্ধত্ব লাভ করেন তার নাম কি ?

উ: বোধগয়া বা বুদ্ধগয়া

14. বুদ্ধ কথার অর্থ কি ?

উ:জ্ঞান

15. গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম কি ছিল ?

উ: অসিত

17. গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের মাধ্যম কি ছিল ?

উ: মাগধী

18. প্রথম অঙ্গুলিমালের সাথে গৌতম বুদ্ধের সাক্ষাৎ কোথায় হয় ?

উ: জেতবন

19.অঙ্গুলিমালের কণ্ঠহারে কি ঝোলানো থাকতো ?

উ: কাটা আঙুল

20. গৌতম বুদ্ধের শিষ্যরা কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল ?

উ: দুটি উপাসক এবং ভিক্ষু

21. বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি ?

উ: বৌদ্ধ, ধর্ম, সংঘ

22. বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী জানা যায় কোন গ্রন্থ থেকে ?

উ: জাতক 

23. গৌতম বুদ্ধের গৃহত্যার কি নামে পরিচিত ?

উ: মহাভিনিস্ক্রমন

23. গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বোধী জ্ঞান অর্জন করেছিল ?

উ:নিরঞ্জনা

24. গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন মগধের কোন শাসক ?

উ: বিম্বিসার

25. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উ: রাজগৃহে

26. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল ?

উ: বৈশালীতে, সম্রাট কালাশোকের আমলে।

27. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল ?

উ: পাটলিপুত্র, সম্রাট অশোকের আমলে।

28. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?

উ: কাশ্মীর, রাজা কনিষ্কের আমলে।

29. বৌদ্ধ ধর্ম গ্রন্থ কোন ভাষায় রচিত ?

উ: পালি 

30. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি ?

উ: ত্রিপিটক

31. এশিয়ার আলো বা Light Of Asia  কাকে বলা হয় ?

উ: গৌতম বুদ্ধকে

32. গৌতম বুদ্ধের মৃত্যু হয় কোথায় ?

উ: কুশিনগর

33. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি নামে অভিহিত করা হয় ?

উ: মহাপরিনির্বাণ

34. বুদ্ধদেব তার বাণী প্রথম কোথায় প্রচার করেন ?

উ: সারনাথ

35. কোশলের কোন রাজা বুদ্ধদেবের শিষ‍্যত্ব গ্রহণ করছিল ?

উ: প্রসেনজিৎ

36. কোন পিটক বুক অফ ডিসিপ্লিন নামে পরিচিত ?

উ: বিনয় পিটক

37. গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কি ছিল ?

উ: স্তুপ

38. গৌতম বুদ্ধ কোন গাছের তলায় জ্ঞান লাভ করেন ?

উ: পিপল

39. গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন ?

উ: শাক‍্য

40. গৌতম বুদ্ধের মা কোন বংশের ছিল ?

উ: কোশল

আরও পড়ুন :

জৈন ধর্ম ও মহাবীর সংক্রান্ত প্রশ্ন

PDF Details 

File Name : বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কে MCQ প্রশ্ন
Language : বাংলা
Size: 177 KB
Clik Here To Download

4 thoughts on “বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Buddhism And Gautama Buddha”

Leave a Comment