ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | List Of Biosphere Reserves In India

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা : ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ গুলি বিভিন্ন রকম প্রাকৃতিক আবাসস্থল রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ গুলি স্থল বা উপকূলীয়/সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যা জাতীয় উদ্যানের চেয়েও বৃহৎ। United Nations Educational Scientific And Cultural Organization (UNESCO) এর MBA প্রোগ্রামের মাধ্যমে 1971 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠার প্রক্রিয়াটি শুরু হয়।

বায়োস্ফিয়ার রিজার্ভ গুলি প্রকৃতির সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক মূল্যবোধের রক্ষণাবেক্ষণের ভারসাম্য রক্ষা করে। ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হল 18 টি এর মধ‍্যে 12 টি    UNESCO স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে।  ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা থেকে প্রায়শয় বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে।

 ভারতের রামসার সাইট তালিকা PDF

বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতিপূর্ণ প্রার্থীদের এই তালিকাটি সম্পর্কে জানা খুবই প্রয়োজন। তোমরা যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন করছো তারা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF টি একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে।

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

বায়োস্ফিয়ার রিজার্ভ রাজ‍্য বছর/সাল
নীলগিরি তামিলনাড়ু,কর্ণাটক, কেরালা 1986
নন্দাদেবী উত্তরাখন্ড 1988
নকরেক মেঘালয় 1988
মান্নার উপসাগর তামিলনাড়ু 1989
মানস আসাম 1989
সুন্দরবন পশ্চিমবঙ্গ 1989
গ্ৰেট নিকোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1989
সিমলিপাল উড়িষ্যা 1994
ডিব্রু সাইখোয়া আসাম 1997
ডিহং ডিবং অরুনাচলপ্রদেশ 1998
পাঁচমারি মধ‍্যপ্রদেশ 1999
কাঞ্চনজঙ্ঘা সিকিম 2000
আগস্তমালাই তামিলনাড়ু, কেরালা 2001
আচানকমার অমরকন্টক ছত্রিশগড়,মধ‍্যপ্রদেশ 2005
কচ্ছের রণ গুজরাট 2008
কোল্ড ডেসার্ট হিমাচলপ্রদেশ 2009
সেশাচলম হিল অন্ধ্রপ্রদেশ 2010
পান্না মধ‍্যপ্রদেশ 2011

আরও পড়ুন :

ভারতের পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র সমূহ

বিভিন্ন অভয়ারণ্যর অবস্থান

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা 

        PDF Details

File Name : ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা
Language :বাংলা
Size:
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উ: নীলগিরি

2. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উ: কচ্ছর রণ যেটি গুজরাটে অবস্থিত।

3. ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা মোট কয়টি ?

উ: 18 টি এর মধ‍্যে 12 টি UNESCO দ্বারা স্বীকৃত।

4. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উ: তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা

5. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উ:ডিব্রু সাইখোয়া

6. নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উ: উত্তরাখণ্ড

7. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উ মধ্যপ্রদেশ

8. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত

উ: সিকিম

9. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উ: মধ‍্যপ্রদেশ

10. পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ?

উ: বর্তমানে 1 টি