পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা PDF | National Park In West Bengal

টেলিগ্ৰামে জয়েন করুন

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা PDF | National Park In West Bengal

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান-National Park In west bengal : ভারত জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। এখানে উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য রয়েছে। একটি জাতীয় উদ্যান হল এমন একটি এলাকা যা বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের উন্নতির লক্ষ্যে কঠিনভাবে সংরক্ষিত। জাতীয় উদ্যান গুলিতে চোরাশিকার, শিকার এর মত বিভিন্ন কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। ভারত সরকার এমন একটি এলাকাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে যেখানে পর্যাপ্ত পরিবেশগত ভূতাত্বিক এবং প্রাকৃতিক তাৎপর্য রয়েছে। নীচে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকাটি দেওয়া হল।

পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন

কোন একটি নির্দিষ্ট বনাঞ্চলকে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দ্বারা জাতীয় পার্ক হিসেবে ঘোষণা করা হয়ে থাকে। এটি একটি অভায়ারণ‍্য এর আকারের থেকে বৃহৎ হয়ে থাকে। এখানে বিভিন্ন অবলুপ্ত উদ্ভিদ ও প্রাণীদের জীবন টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়। এখানে বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি থাকে এবং পর্যটকদের প্রবেশাধিকার দিয়ে জাতীয় উদ্যান-এর আয় বৃদ্ধি ঘটানো হয়।

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ১০০টিরও বেশি বিশ্ব স্বীকৃত জাতীয় উদ্যান রয়েছে। এই সমস্ত ভারতের জাতীয় উদ‍্যান গুলিকে (IUCN) ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দা কনজারভেশন অফ নেচার দ্বারা স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রতিটি রাজ‍্যে কমপক্ষে দুই একটি করে জাতীয় উদ্যান রয়েছে যা সেখানকার উদ্ভিদ এবং প্রাণী জগতকে রক্ষা করে। আমরা একটি জাতীয় উদ্যান তালিকা প্রদান করছি এটি স্ট্র্যাটিক জিকে এর একটি অংশ যা যে কোনো পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ।চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা টি ।

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা :

সুন্দরবন জাতীয় উদ্যান

স্থাপিত : 1984 সালে 4 মে

জেলা : দঃ চব্বিশ পরগনা

সংরক্ষিত প্রাণী : রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মেছো বিড়াল, লোনা জলের কুমির, কচ্ছপ, বন শূকর প্রভৃতি।

জলদাপাড়া জাতীয় উদ্যান

স্থাপিত : 2012 সালে 10 মে

জেলা : আলিপুরদুয়ার

সংরক্ষিত প্রাণী : একশৃঙ্গ গন্ডার, বাঘ, হাতি, সম্বর হরিণ, চিতল হরিণ, বুনো শুয়োর, মায়া হরিণ প্রভৃতি।

গরুমারা জাতীয় উদ‍্যান 

স্থাপিত : 1976 সাল

জেলা : জলপাইগুড়ি

সংরক্ষিত প্রাণী : বাঘ, গন্ডার, হাতি, হরিণ, বুনো শুয়োর, ময়ূর,গউর প্রভৃতি।

বক্সা জাতীয় উদ্যান

স্থাপিত : 1983 সাল

জেলা : আলিপুরদুয়ার

সংরক্ষিত প্রাণী : বাঘ, এশীয় হাতি, চিতল, বুনো শুয়োর, গউর, ভালুক প্রভৃতি।

নেওরা উপত্যকা জাতীয় উদ্যান

স্থাপিত : 1986 সাল

জেলা : কালিম্পং

সংরক্ষিত প্রাণী : বাঘ, হাতি, কালো ভালুক, লাল পাণ্ডা, বন বিড়াল, কাঠবিড়ালি প্রভৃতি।

সীঙ্গালিলা জাতীয় উদ্যান 

স্থাপিত : 1986 সাল

জেলা: দার্জিলিং

সংরক্ষিত প্রাণী : রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, সোনালী বিড়াল, বন বিড়াল, প্রভৃতি।

আরও পড়ুন : 

ভারতের জাতীয় উদ্যান তালিকা

ভারতের অভয়ারণ্য তালিকা

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

PDF DOWNLOAD ZONE

File Name : পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান
Language : বাংলা
Size: 53 KB
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি ?

উ: সুন্দরবন জাতীয় উদ্যান

2. পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি ?

উ: সীঙ্গালীলা জাতীয় উদ্যান

3. বক্সা জাতীয় উদ্যান টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উ: আলিপুরদুয়ার

4. নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটি কোন জেলায় অবস্থিত ?

উ: কালিম্পং

5. সীঙ্গালীলা জাতীয় উদ্যানটি কোন জেলায় অবস্থিত ?

উ: দার্জিলিং

2 thoughts on “পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা PDF | National Park In West Bengal”

Leave a Comment