পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা PDF | List Of Governors Of West Bengal

টেলিগ্ৰামে জয়েন করুন

পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা PDF | List Of Governors Of West Bengal

পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা PDF | List Of Governors Of West Bengal : রাজ‍্যপাল হলেন প্রতিটি রাজ‍্যের সাংবিধানিক প্রধান। কোন রাজ‍্যের রাজ‍্যপাল ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছরের মেয়াদের নিযুক্ত হন। ভারতে বর্তমানে (2022) 29 টি রাজ‍্য এবং 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আমরা এখানে পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা প্রদান করছি। পশ্চিমবঙ্গের যে কোন রকম সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য পশ্চিমবঙ্গের রাজ‍্যপালগনের তালিকাটি  জানা অবশ্যই প্রয়োজন।

পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা :

  রাজ‍্যপাল সময়কাল
  চক্রবর্তী রাজা গোপালাচারী 1946 – 1948
  কৈলাশনাথ কাটজু 1948 -1951
  হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় 1951 – 1956
  ফণিভূষণ চক্রবর্তী 1956 – 1956
  পদ্মজা নাইডু 1956 – 1967
  ধর্মবীর 1967- 1969
  দীপনারায়ন সিনহা 1969 – 1969
  শান্তিস্বরূপ ধাওয়ান 1969 – 1971
  অ্যান্টনি ল‍্যান্সলট ডায়াস 1971 – 1979
  ত্রিভুবন নারায়ন সিং 1979 – 1981
  ভৈরব দত্ত পান্ডে 1981 – 1983
  অনন্ত প্রসাদ শর্মা 1983 – 1984
  সতীশ চন্দ্র 1984 – 1984
  উমাশংকর দীক্ষিত 1984 – 1986
  নুরুল হাসান 1986 – 1989
  টি ভি রাম্জেশ্বর 1989 – 1990
  নুরুল হাসান 1990 – 1993
  বি সত‍্যনারায়ণ রেড্ডি 1993 – 1993
  কে ভি রঘুনাথ রেড্ডি 1993 – 1998
  এ আর কিদোয়াই 1998 -1999
  শ‍্যামলকুমার সেন 1999 – 1999
  বীরেন জে শাহ 1999 – 2004
  গোপালকৃষ্ণ গান্ধি 2004 – 2009
  দেবানন্দ কুঁয়ার 2009 – 2010
  মায়ানকোটে কেলাথ নারায়ণন 2010 – 2014
  কেশরীনাথ ত্রিপাঠী 2014 – 2019
  জগদীপ ধনগড় 2019 – 2022
  লা গনেশন 2022- বর্তমান
PDF DOWNLOAD ZONE

File Name : পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা
Language : বাংলা
Size: 109 KB
Clik Here To Download

আরও পড়ুন :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প

পশ্চিমবঙ্গের জাতীয় উদ‍্যান তালিকা

প্রশ্ন :

1. পশ্চিমবঙ্গের প্রথম রাজ‍্যপালের নাম কি ?

উ: চক্রবর্তী রাজা গোপালাচারী

2.পশ্চিমবঙ্গের বর্তমান রাজ‍্যপাল কে ?

উ: লা গনেশন
যিনি 2022 সালে রাজ‍্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন।

3. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ‍্যপাল কে ?

উ: পদ্মজা নাইডু , যার সময়কাল ছিল 1956 – 1967 সাল পর্যন্ত।

4.পশ্চিমবঙ্গের রাজ‍্যপালের মাসিক বেতন কত টাকা ?

উ: 3 লক্ষ 50 হাজার টাকা

5.2.কোন রাজ‍্যের রাজ‍্যপালকে কে নিয়োগ করেন ?

উ: রাষ্ট্রপতি

1 thought on “পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা PDF | List Of Governors Of West Bengal”

Leave a Comment