পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ

টেলিগ্ৰামে জয়েন করুন
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প

 

সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করলাম পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির নাম এবং উদ্বোধন সাল সম্পর্কে । 

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প গুলি হল কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত‍্যাদি। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলি।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প :

কন‍্যাশ্রী প্রকল্প : 

কন‍্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ‍্যোপাধ‍্যায়ের অন্যতম অগ্রনী প্রকল্পর শুভ উদ্বোধন হয় 8 মার্চ 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিতা ছাত্রীরা যাদের বাৎসরিক পারিবারিক আয় অনধিক 1,20, 000/- টাকা তারা নিম্নলিখিত দুই প্রকারের স্কলারশীপ পেয়ে থাকেন—

13 থেকে 18 বছর বয়সি ছাত্রীদের বছরে 750/- টাকা এবং 18 থেকে 19 বছর বয়সি অবিবাহিত ছাত্রীদের এককালীন 25000/- টাকা দিয়ে আর্থিক সহযোগীতা করা হয় ।

খাদ‍্যসাথী প্রকল্প :

পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন 27 জানুয়ারি 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে AAY, SPH, PHH বিভিন্ন প্রকারের খাদ্যসাথী কার্ড দেয়া হয় ।

স্বাস্থ‍্যসাথী প্রকল্প :

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প।রাজ্যস্তরে রূপায়ণকারী কমিটি (State Level Implementing Committee) মাধ্যমে এই প্রকল্পে কাজ পরিচালিত করা হয়। স্বাস্থ্যসাথী সমিতি এই প্রকল্পের কার্য নিরীক্ষণ করে।30 শে ডিসেম্বর, 2016, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

নির্বাচিত গ্রামপঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং পঞ্চায়েত কার্যের সাথে যুক্ত অস্থায়ী কর্মচারী এই প্রকল্পের আওতাভুক্ত হবে। সাধারণ প্রকৃতির চিকিৎসার জন্য এককালীন 1,50,000/- টাকা এবং দুরূহ রোগ, যেমন—ক্যানসার, নার্ভসংক্রান্ত, হার্ট, যকৃত ও রক্ত সংক্রান্ত রোগের জন‍্য 5 লক্ষ টাকা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সবুজশ্রী প্রকল্প :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা 2017 সালের 27 মে এই প্রকল্পের উদ্বোধন করা হয় ।প্রত‍্যেক নবজাতক শিশুর পরিবার যাতে 20 বৎসর পর ওই শিশুটির বিকাশের জন‍্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা ।

সবুজসাথী প্রকল্প :

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুলগুলির নবম ও দশম শ্রেণি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটি করে বাই-সাইকেল দেওয়া হয়। যা ‘সবুজসাথী’ নামে পরিচিত। 2015 সালে এই প্রকল্প প্রচলন করা হয়।

সমব‍্যথী প্রকল্প :

কোনো গরিব পরিবারের কোনো ব‍্যক্তি মৃত্যু বরন করলে, শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করার সমতুল্য স্থানে শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন গরিব পরিবারের কছের সদস্যকে এককালীন অনুদান হিসাবে 2000/- টাকা দিয়ে থাকে । 2016  চালু হয় ।

উৎকর্ষ প্রকল্প :

স্কুল থেকে পালানো ও কর্ম শিক্ষিত সম্প্রদায়কে প্রতিভা বিকাশের জন্য উৎকর্ষ মূলক শিক্ষা পদ্ধতি চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সর্বোচ্চ 400 থেকে 1200 ঘন্টার সম্পূর্ণ বিনাখরচে উন্নত প্রশিক্ষনের মাধ্যমে ট্রেলার, ড্রাইভিং, কারিগরি, পার্লার ইত্যাদি হাতে কলমে শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্প 2016 সালে চালু হয় ।

সমর্থন প্রকল্প :

2016 সালের নোটবন্দির জন্য যেসব কর্মী যারা রাজ্যের বাইরে তাদের কাজ হারিয়েছেন বা পুনরায় এই রাজ্যে চলে এসেছেন তাদের আর্থক পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000/- টাকা এককালীন প্রদান করা হয় যাতে সে নতুন ব্যবসা/বাণিজ্য করে প্রতিষ্ঠা লাভ করেন।

মাতৃযান প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের উদ্দেশ্যে ২০১১ সালে এই প্রকল্প প্রচলন করেন ।

শিক্ষাশ্রী প্রকল্প :পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে এই প্রকল্প প্রচলন করেন ।

গতিধারা প্রকল্প : 2014 সালে চালু হয় ।

রূপশ্রী প্রকল্প : 2018 সালে প্রচলন হয় । ছাত্রীদের বিয়ের পর 25 হাজার টাকা দেওয়া হয়।

যুবশ্রী প্রকল্প : 2013 সালে চালু হয় । বেকারদের জন্য 1500 টাকা দেওয়া হয় ।

কর্মসাথী প্রকল্প : 2020 সালে চালু হয় । ব্যবসার উদ্দেশ্যে ঋণ ।

ঐকশ্রী প্রকল্প : 2014 সালে চালু হয় । সংখ্যালঘু স্কলারশিপ ।

দুয়ারে সরকার : 2020 সালে চালু হয় । গ্রাম এবং অন্যান্য বিষয়ের উন্নয়নে।

লক্ষ্মী ভান্ডার প্রকল্প : 2021 সালে চালু হয় । মহিলাদের স্বনির্ভরতার জন্য ।

কৃষক বন্ধু প্রকল্প : 2019 সালে চালু হয় । কৃষকদের বার্ষিক ৫০০০ টাকা অনুদান ।

 

আরও পড়ুন : west Bengal Geography Gk In Bengali 

 

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ প্রশ্ন : 

 

1. কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2013 সালে

2. রূপশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2018 সালে

3. সবুজ সাথী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2015 সালে

4. যুবশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2013 সালে ।

5. শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2014 সালে ।

2 thoughts on “পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ”

Leave a Comment