অর্ধতৎসম শব্দ কাকে বলে ? এবং মনে রাখার কৌশল

টেলিগ্ৰামে জয়েন করুন

প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো অর্ধতৎসম শব্দ কাকে বলে ? এবং অর্ধতৎসম শব্দ মনে রাখার কৌশল সম্পর্কে আশাকরি তোমাদের অবশ্যই এই পার্টটি ভালো লাগবে।

অর্ধতৎসম শব্দ কাকে বলে

অর্ধতৎসম শব্দ কাকে বলে :

যে সকল তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরও উচ্চারণ বিকৃতির কারণে রূপের পরিবর্তন ঘটেছে সেই শব্দগুলিকে অর্ধতৎসম শব্দ বা ভগ্নতৎসম শব্দ বলে

অপর ভাবে অর্ধতৎসম শব্দ কাকে বলে বলতে গেলে, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এলেও পরবর্তীকালে লোকমুখে কিঞ্চিৎ পরিবর্তিত ও ও বিকৃতি লাভ করেছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে।

যেমন:  কৃষ্ণ > কেষ্ট, রাত্রি > রাত্তির,   কীর্তন > কেত্তন, নিমন্ত্রণ > নেমন্তন্ন,       ঘৃণা > ঘেন্না ।

অর্ধতৎসম শব্দ মনে রাখার কৌশল :

গিন্নী, জৈস্না, কুৎসিত, গতর, নেমন্তন্ন, কেষ্ট, পুরুত, আদা এই শব্দগুলি থাকলে সেটি অর্ধতৎসম শব্দ হবে।

তৎসম শব্দ থেকে অর্ধতৎসম শব্দে রূপান্তর :

তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ
প্রীতি পিরীত
মহাশয় মশায়
গাত্র গতর
গ্ৰাম গেরাম
স্পর্শ পরশ
মন্ত্র মন্তর
গৃহস্থ গেরস্থ
স্বাদ সোয়াদ
বিশ্রী বিচ্ছিরি

 

আরও পড়ুন :

তৎসম শব্দ কাকে বলে কয় প্রকার কি কি এবং চেনার উপায় ?

Leave a Comment