Food Si GK Practice Set-11 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-11 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে Food Si GK Practice Set-11 সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-11 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-11 :

1. মুঘল যুগে একটি বিখ্যাত সুতিবস্ত্রের নাম কি?

A. গুজরাট
B. মসলিন
C. মুর্শিদাবাদ
D. কোনোটিই নয়

উত্তর : B

2. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটি কি ?

A. গ্রাম পঞ্চায়েত
B. গ্রাম সভা
C. পঞ্চায়েত সমিতি
D. গ্রাম পঞ্চায়েত

উত্তর : A

3. সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

A. কেশবচন্দ্র সেন
B. শিবনাথ শাস্ত্রী
C. বিবেকানন্দ
D. দেবেন্দ্র নাথ ঠাকুর

উত্তর : B

4. মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে কত সালে ?

A. 1940
B. 1942
C. 1947
D. 1943

উত্তর : A

5. বৃক্ক যে পাতলা আবরণ দ্বারা আবৃত তার নাম কি ?

A. পেরিটোরিয়াম
B. পেরিকার্ডিয়াম
C. প্লুরা
D. ক্যাপসুল

উত্তর : D

6. জলীয় বায়ুকে জলকনায় রূপান্তরিত করতে সাহায্য করে কি ?

A. ধূলিকনা
B. হিলিয়াম
C. কার্বন
D. নাইট্রোজেন

উত্তর : A

7. গঙ্গানদীর বামতটের উপনদী কি ?

A. যমুনা
B. শোন
C. মাহী
D. কোশী

উত্তর : D

8. বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে ?

A. দামোদর নদকে
B. অজয় নদকে
C. কোশী নদীকে
D. ময়ূরাক্ষী নদীকে

উত্তর : C

9. গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

A. ব্ৰহ্মপুত্ৰ
B. সিন্ধু
C. সরাবতী
D. গঙ্গা

উত্তর : C

10. নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হল ―

A. পালঘাট
B. ভোরঘাট
C. থলঘাট
D. মালনাদ

উত্তর : A

11. যে জীবেরা তাদের নিজেদের মধ্যেই জননকার্য সম্পাদন করে তাদের কি বলে ?

A. পরিবার
B. মহাজাতি
C. প্রজাতি
D. উপ-মহাজাতি

উত্তর : D

12. ভেস্টিবিউল কোন দুটি অঙ্গের মধ্যবর্তী স্থান ?

A. উপরের এবং নিচের ঠোঁটের
B. উপরের এবং নিচের চোয়ালের
C. ঠোঁট এবং চোয়ালের
D. মুখের ভিতরের উপরের এবং নীচের তালুর

উত্তর : C

13. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

A. চিলকা
B. ডাল
C. উলার
D. পুলিকট

উত্তর : C

14. টাকার অবমূল্যায়ন নিচের কোনটির পক্ষে সহায়ক ?

A. জাতীয় আয়
B. সঞ্চয়
C. রপ্তানি
D. অল্প খরচে আমদানি

উত্তর : B

আগের পর্ব :

Food Si GK Practice Set-10

Leave a Comment