Food Si GK Practice Set-12 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-12 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই Food Si GK Practice Set-12 পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জি.কে প্রশ্ন উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-12 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-12 :

1. কোন বৌদ্ধ সম্মেলনে মহাবিভাষ্য ধর্মগ্রন্থটি সংকলিত হয় ?

A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ

উত্তর : D

2. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয় ?

A. দীনবন্ধু মিত্র
B. মধুসূদন দত্ত
C. রেভারন্ড লং
D. কালীপ্রসন্ন সিংহ

উত্তর : C

3. কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লে-তে যাওয়া যায়?

A. বানিহাল পাস
B. মানা পাস
C. জোজিলা পাস
D. পিরপাঞ্জাল পাস

উত্তর : B

4. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?

A. নীলগিরি
B. আরাবল্লী
C. বিন্ধ্য
D. হিমালয়

উত্তর : A

5. কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ গুলিকে কি বলে ?

A. তাল
B. দুন
C. ভাবর
D. ধান্দ

উত্তর : A

6. নিচের কোনটি এককহীন রাশি ?

A. আপেক্ষিক গুরুত্ব
B. আপেক্ষিক তাপ
C. উষ্ণতা
D. পারমানবিক গুরুত্ব

উত্তর : A

7. কস্টিক সোডার সঙ্গে কি মিশিয়ে সাবান তৈরি হয় ?

A. নারকেল তেল
B. লিনসিড তেল
C. পেট্রোলিয়াম
D. কাঠবাদাম তেল

উত্তর : A

9. এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

A. সুজা-উদ-দৌল্লা ও ইংরেজ
B. সিরাজ-উদ-দৌল্লা ও ইংরেজ
C. মিরজাফর ও ইংরেজ
D. মিরকাশিম ও ইংরেজ

উত্তর : A

10. মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রি: শুরু হয়েছিল ?

A. 1926
B. 1927
C. 1928
D. 1929

উত্তর : D

11. দানসাগর ও উদ্ভুতসাগর’ এর রচয়িতা কে ?

A. গোপাল
B. লক্ষন সেন
C. বল্লাল সেন
D. দেবপাল

উত্তর : C

12. ভারতে তামাকের প্রচলন করেছিলেন কারা ?

A. ইংরেজরা
B. পর্তুগীজরা
C. ফরাজীরা
D. মিশরীয়রা

উত্তর : B

14. শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় ?

A. 70 খ্রিস্টাব্দ
B. 75 খ্রিস্টাব্দ
C. 78 খ্রিস্টাব্দ
D. 80 খ্রিস্টাব্দ

উত্তর : C

15. একটি অসামাঙ্গ ফুলের নাম কি?

A. ধুতুরা
B. মটর
C. জবা
D. চন্দ্রমল্লিকা

উত্তর : B

13. আইন অমান্য আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড মিন্টো
C. লর্ড আরউইন
D. লর্ড রিপন

উত্তর : C

আগের পর্ব :

Food Si GK Practice Set-11 

3 thoughts on “Food Si GK Practice Set-12 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট”

Leave a Comment