Food Si GK Practice Set-13 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-13 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই Food Si GK Practice Set-13 পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জি.কে প্রশ্ন উত্তর নিয়ে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-13 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-13 :

1. ভারত ও শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?

A. বঙ্গোপসাগর
B. কলম্বো উপসাগর
C. ক্যাম্বে উপসাগর
D. মান্নার উপসাগর

উত্তর : D

2. ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

A. শিবালিক পর্বত
B. আরাবল্লী পর্বত
C. হিমালয় পর্বত
D. সিন্ধু গাঙ্গেয় সমভূমি

উত্তর : B

3. ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি ?

A. মিনিকয় দ্বীপ
B. ব্যারেন দ্বীপ
C. নীলগিরি দ্বীপ
D. বিন্দ্য পর্বত

উত্তর : B

4. রাজস্থানে লুনি নদীর অববাহিকায় তৃণভূমির নাম কি?

A. ধুয়ান
B. ধান্দ
C. বাগর
D. রোহি

উত্তর : C

5. আরাকু ভ্যালি কোথায় অবস্থিত ?

A. সিকিম
B. হিমাচলপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরালা

উত্তর : C

6. মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. ধূপগড়
B. অমরকন্টক
C. পাঁচমাড়ি
D. মানপুর

উত্তর : B

7. নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ?

A. দামোদর উপত্যকা
B. শোন উপত্যকা
C. চম্বল উপত্যকা
D. ব্রহ্মপুত্র উপত্যকা

উত্তর : A

8. ধনেখালি কি জন্য বিখ্যাত ?

A. তাঁত শিল্পের জন্য
B. পাট শিল্পের জন্য
C. কাগজ শিল্পের জন্য
D. চর্মশিল্পের জন্য

উত্তর : A

9. যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?

A. অটোজোম
B. জেনোম
C. অলোজোম
D. নিউক্লিয়াস

উত্তর : A

10. পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয় ?

A. পরিণত বদ্বীপ
B. সক্রিয় বদ্বীপ
C. মৃত বদ্বীপ
D. রূপান্তরিত বদ্বীপ

উত্তর : C

11. স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে ?

A. মুর্শিদাবাদ
B. মালদা
C. বাঁকুড়া
D. পুরুলিয়া

উত্তর : B

12. কেরালার উপকূলভূমিকে কী বলা হয় ?

A. মালাবার উপকূল
B. কোঙ্কন উপকূল
C. করমন্ডল উপকূল
D. উত্তর সরকার উপকূল

উত্তর : A

13. সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি ?

A. সুরাট তাপ্তি
B. গান্ধীনগর
C. পোরবন্দর
D. এলাহাবাদ গঙ্গা

উত্তর : B

14. এসকোরিস বা গোল কৃমি পাওয়া যায় কোথায় ?

A. মানুষের পাকস্থলিতে
B. মানুষের ক্ষুদ্রান্তে
C. মানুষের বৃহদন্ত্রে
D. কোনোটিই নয়

উত্তর : B

আগের পর্ব :

Food Si GK Practice Set-12

1 thought on “Food Si GK Practice Set-13 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট”

Leave a Comment