Food Si GK Practice Set-14 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-14

Food Si GK Practice Set-14 : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই Food Si GK Practice Set-14 পর্বটিতে গুরুত্বপূর্ণ কিছু জি.কে প্রশ্ন উত্তর নিয়ে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে, যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Mock Test এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-14 :

1. G.M.T. এবং I.S.T.-এর মধ্যে পার্থক্য কি ?

A. 2 ঘন্টা 30 মিনিট
B. 5 ঘন্টা 30 মিনিট
C. 6 ঘন্টা 30 মিনিট
D. 4 ঘন্টা 30 মিনিট

উত্তর : B

2. বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?

A. কানাডা
B. রাশিয়া
C. চিন
D. অস্ট্রেলিয়া

উত্তর : C

3. ডোলড্রামসের অর্থ কি ?

A. একটি শান্ত জলবায়ু অঞ্চল
B. একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল
C. একটি শীতল জলবায়ু অঞ্চল
D. একটি শুষ্ক জলবায়ু অঞ্চল

উত্তর : B

4. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে ?

A. সাইক্লোন
B. টর্নেডো
C. টাইফুন
D. হারিকেন

উত্তর : C

5. ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কি ?

A. লাল
B. হলুদ
C. সাদা
D. কালো

উত্তর : D

6. স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি ?

A. চিরহরিৎ অরণ্য
B. পর্ণমোচী অরণ্য
C. দীর্ঘ তৃণভূমি
D. সরলবর্গীয় অরণ্য

উত্তর : D

7. বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ?

A. ভূমধ্যসাগরীয় অঞ্চল
B. মৌসুমী অঞ্চল
C. নিরক্ষীয় অঞ্চল
D. নাতিশীতোষ্ণ অঞ্চল

উত্তর : A

8. ‘রামসর সাইট’ কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল ?

A. জলাভূমি
B. তৃণভূমি
C. বনভূমি
D. উপত্যকা

উত্তর : A

9. লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত ?

A. রবি
B. যমুনা
C. গোমতি
D. গঙ্গা

উত্তর : C

10. কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প ?

A. গঙ্গা ও ভাগীরথী
B. গঙ্গা ও কোশী
C. গঙ্গা ও পুনর্ভবা
D. গঙ্গা ও ময়ূরভঞ্জ

উত্তর : A

11. ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি যুক্ত কিসের সাথে ?

A. গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসকরণ এর সাথে
B. মৎস্য উৎপাদনের সাথে
C. জল সংরক্ষণ এর সাথে
D. নীল উৎপাদনের সাথে

উত্তর : B

12. পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি ?

A. পিচাভরম
B. ভিতকণিকা
C. পিতারা
D. সুন্দরবন

উত্তর : D

13. ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে ?

A. অসম
B. হিমাচলপ্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. মেঘালয়

উত্তর : C

14. গরমপানি স্যাঙচুয়ারী কোথায় অবস্থিত ?

A. গ্যাংটক, সিকিম
B. কোহিমা, নাগাল্যান্ড
C. দীপু, অসম
D. জুনাগড়, গুজরাট

উত্তর : C

আগের পর্ব :

Food Si GK Practice Set-13

Leave a Comment