Primary Tet Bengali Mock Test Part-4 | প্রাইমারি টেট বাংলা মকটেস্ট পর্ব-৪

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet Bengali Mock Test Part-4 | প্রাইমারি টেট বাংলা মকটেস্ট পর্ব-৪

Primary Tet Bengali Mock Test Part-4 – প্রাইমারি টেট বাংলা মকটেস্ট : সুপ্রিয় শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার আরও একটি Primary Tet Bengali Mock Test পর্ব নিয়ে হাজির হলাম। এই মকটেস্টে গুরুত্বপূর্ণ কিছু প্রাইমারি টেট বাংলা MCQ প্রশ্ন উত্তর প্রদান করা হল। চলুন দেখে নেওয়া যাক আজকের Primary Tet Bengali Mock Test পর্বটি।

Primary Tet Bengali Mock Test :

1. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান করা কিভাবে উচিত ?

A. বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য অনুসৃত পদ্ধতির দ্বারা
B. বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষক বা শিক্ষিকার দ্বারা
C. বিশেষ বিদ্যালয়ে
D. অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে

উত্তর : D

2. মনের মানচিত্রায়ন বলতে কি বোঝায় ?

A. মনের ক্রিয়া সংক্রান্ত আলোচনা
B. মনের ছবি আঁকা
C. কোনো অ্যাডভোরের পরিকল্পনা
D. বোঝার সামর্থ্য বিকশিত করার পদ্ধতি

উত্তর : D

3. শিশুদের বৌদ্ধিক বিকাশের চারটি ভিন্ন স্তরকে চিহ্নিত করেছেন কোন মনোবিদ ?

A. এরিকসন
B. পিয়াজেঁ
C. স্কিনার
D. থার্স্টোন

উত্তর : B

4. নীচের বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয় ?

A. দৈহিক গঠন
B. জ্ঞান
C. দক্ষতা
D. পরিণমন

উত্তর : A

5. কোন বিষয়টি শিশুর জন্মগত প্রবৃত্তির চিহ্ন নয় ?

A. সৃজনশীল ধারণা
B. অন্যদের সঙ্গে দ্বন্দ্ব
C. জানার ইচ্ছা
D. প্রকাশভঙ্গির অভিনবত্ব

উত্তর : B

6. কোন ক্ষেত্রটিতে শিশুর বা শিক্ষার্থীর প্রজ্ঞার উন্নয়ন সর্বাপেক্ষা ভালোভাবে নির্দেশ করা যায় ?

A. গৃহ ও পরিবার
B. ব্যায়ামাগার
C. খেলার মাঠ
D. বিদ্যালয় ও শ্রেণিকক্ষের পরিবেশ

উত্তর : D

7. কোথায় শিশুদের প্রাক্ষোভিক সংগতিরিধান ফলপ্রসূ হয় ?

A. শ্রেণি শিক্ষণে
B. শৃঙ্খলার ক্ষেত্রে
C. শিশুর ব্যক্তিত্ববিকাশের ক্ষেত্রে
D. সবগুলি

উত্তর : D

8. কোনটি শিশুদের বৌদ্ধিক জ্ঞানগত বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ?

A. প্রত্যক্ষণ
B. পর্যবেক্ষণ
C. সংবেদন
D. চিন্তন

উত্তর : B

9. বিকাশগত অবস্থার কোন দশায় শিশুর অপরিমিত দৈহিক বিকাশ সম্পন্ন হয় ?

A. শৈশবকাল
B. বয়ঃসন্ধিকাল
C. প্রাপ্তবয়স্ককাল
D. বাল‍্যকাল

উত্তর : A

10. শিশুদের বুদ্ধির স্যাম্পলিং তত্ত্বের প্রবক্তা কে ?

A. স্পিয়ারম্যান
B. থাস্টোন
C. গিলফোর্ড
D. থমসন

উত্তর : D

11. বাল্যকালের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নীচের কোন্ বিষয়টি সম্পর্কযুক্ত নয় ?

A. ছেলেদের মধ্যে মেয়েদের প্রতি আকর্ষণ
B. ছেলেময়েদের মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়ে প্রত্যাশা
C. লিঙ্গভিত্তিক দল তৈরি
D. দল গঠন বা গ্যাং ফর্মেশন

উত্তর : A

12. মনোবিদ স্পিয়ারম্যানের মতে বুদ্ধির ধারণাটি কি ?

A. নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া
B.বিমূর্ত ধারণাটি চিস্তনের ক্ষমতা
C. সম্পর্ক ও আন্তঃসম্পর্কের প্রশিক্ষণ
D. None

উত্তর : C

13. পিঁয়াজের তত্ত্বানুযায়ী প্রাক্ ধারণামূলক স্তরের ব্যাপ্তি কি ?

A. জন্ম থেকে 2 বছর
B. 7 থেকে 11 বছর
C. 4 থেকে 7 বছর
D. 12 থেকে 16 বছর

উত্তর : C

14. শ্রেণিকক্ষে কোনো একজন শিশু যদি কোনো একটি প্রশ্নের ভুল উত্তর দেয় , সেই ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার করণীয় কী ?

A. শিশুটিকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করা
B. অন্য একজন শিশুকে প্রশ্নটি জিজ্ঞাসা করা
C. উত্তর না দিতে পারার জন্য শিশুটিকে ভর্ৎসনা করা
D. উত্তরটি কেন ভুল , সেটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া

উত্তর : D

15. শিক্ষণের পদ্ধতিতে প্রেষণা হল-

A. শিশুদের মধ্যে শিখনের আগ্রহ সঞ্চার করে
B. শিশুকে সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই চিন্তা করতে শেখায়
C. শিক্ষণের নতুন পদ্ধতিকে পুরাতন পদ্ধতির থেকে পৃথক করে
D. শিশুর স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে

উত্তর : A

16. শ্রেণিতে আপনি লক্ষ্য করলেন একটি শিশু বেশ বুদ্ধিমান- আপনি কি করবেন-

A. তার প্রতি অনুগৃহীত থাকবেন
B. তার বাবা – মাকে তার মেধার বিষয়ে অবগত করবেন
C. তাকে বেশি পরিমাণে বাড়ির কাজ দেবেন না
D. তাকে উৎসাহ দেবেন যাতে সে আরও উন্নতি করে

উত্তর : D

17. যদি একজন শিশু অদ্ভুত পোশাক পরে শ্রেণিকক্ষে আসে , তাহলে আপনি শিক্ষক হিসেবে কী করবেন ?

A. শিশুটিকে শ্রেণিকক্ষের বাইরে চলে যেতে বলবেন
B. তাকে নিয়ে মজা করবেন
C. তাকে পরামর্শ দেবেন এই জাতীয় পোশাক পরে শ্রেণিকক্ষে না আসতে
D. তার দিকে কোনোপ্রকার মনোযোগ দেবেন না

উত্তর : C

18. আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কীরকম ব্যবহার করবেন ?

A. গুরুজনের মতো
B. বন্ধুর মতো
C. পিতার মতো
D. সাধারণ ব্যক্তির মতো

উত্তর : B

19. আপনার মতে শিক্ষকতা হল একটি

A. সৃজনশীল কাজ
B. দক্ষতামূলক কাজ
C. ব্যবস্থাপনার কাজ
D. সেবামূলক কাজ

উত্তর : B

20. শ্রেণিতে পড়ানো শুরু করা যেতে পারে কিভাবে ?

A. গল্প বলার মধ্য দিয়ে
B. প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে
C. a এবং b দুটিই
D. None

উত্তর : C

21. শিক্ষকতা পেশায় যোগদান করা উচিত কাদের ?

A. অর্থনৈতিক দিক থেকে দুর্বল
B. উচ্চকণ্ঠে কথা বলতে পারদর্শী
C. পরিশ্রমী ও উৎসর্গীকৃত মানুষ
D. মেধাবী

উত্তর : C

22. ‘ স্কুলছুট ’ সমস্যাটির সমাধান করা যায় কিভাবে ?

A. আর্থিক সাহায্যদানের মাধ্যমে
B. বিদ্যালয় পরিবেশকে বিদ্যার্থীর উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে
C. শিক্ষক – শিক্ষিকাদের সহানুভূতিমূলক আচরণের মাধ্যমে
D. None

উত্তর : B

23. শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলে আপনি কী করবেন ?

A. পুনরায় বলার সুযোগ দেবেন
B. তার উত্তরটি ভুল বলে তাকে বসিয়ে দেবেন
C. সঠিক তথ্য দেবেন
D. None

উত্তর : C

24. পূর্বে গতানুগতিক শিক্ষাব্যবস্থায় যে জ্ঞানমূলক বিষয়টি বিদ্যালয়ে পড়ানো হত না , সেটি হল –

A. পরিবেশ শিক্ষা
B. জীবনবিজ্ঞান
C. গণিত
D. ভাষাশিক্ষা

উত্তর : A

25. বিদ্যার্থীরা শ্রেণিকক্ষে কোন্ ধরনের শিক্ষকদের অধিক শ্রদ্ধা করে ?

A. যারা খুবই সাধারণভাবে থাকে
B. যারা ছাত্রছাত্রীদের শাস্তি দেন
C. যারা সাদাবস্ত্র পরিধান করেন
D. যারা নিজ নিজ বিষয়ে পারদর্শিতা দেখাতে পারেন

উত্তর : D

আরও পড়ুন : মকটেস্ট পর্ব -৩ 

1 thought on “Primary Tet Bengali Mock Test Part-4 | প্রাইমারি টেট বাংলা মকটেস্ট পর্ব-৪”

Leave a Comment