Primary Tet Bengali Practice Set -5 | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট-৫

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet Bengali Practice Set -5 | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট-৫

Primary Tet Bengali Practice Set : সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা 2022 টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আরও একটি Primary Tet Bengali Practice Set -5 – প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট-৫ শেয়ার করলাম ।

Primary Tet Bengali Practice Set :

আলচ‍্য কবিতাটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিন

গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম – কিনাঙ্ক – কঠিন যাদের নির্দয় মুঠিতলে
এস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে
বন্য – শ্বাপদ – সংকুল জরা – মৃত্যু – ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে।
এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর – শিশু
তারাই গাহিল নব প্রেমগান ধরণী – মেরীর যীশু

1. কাদের গান গাওয়া হয়েছে এখানে ?

A. মেরী – যীশুর
B. কৃষকদের
C. শ্রমজীবী মানুষদের
D. বর্বর মানুষদের

উ: C

2. ফরমান শব্দের অর্থ কি ?

A. আদেশনামা
B. উপদেশ
C. অনুরোধ
D. পুরস্কার

উ: A

3. একসময় পৃথিবী কেমন ছিল-

A. ফুলফলে কুসুমিতা
B. গতিময়
C. বন‍্যা-শ্বাপদ-সংকুল
D. স্থির

উ: C

4. প্রেমগান শব্দটি একটি কি পদ ?

A. সন্ধিবন্ধ পদ
B. প্রত্যয় নিষ্পন্ন পদ
C. সমাসবদ্ধ পদ
D. কারকবদ্ধ পদ

উ: C

5. যাযাবর কাদের বোঝায় ?

A. যারা ভূপর্যটন করে
B. যারা কাজের উদ্দেশ্যে ঘুড়ে বেড়ায়
C. যারা শিক্ষামূলক ভ্রমণ করে
D.  যারা ধর্মপ্রচার করে

উ: B

6. অমর করিয়া বর দেহ দাসে সুবরদে ‘— এখানে উত্তমপুরুষ নির্দেশক শব্দ কোনটি ?

A. অমর
B. দেহ
C. দাসে
D. সুবরদে

উ: C

7. অন্তর হতে বিদ্বেষ বিষ নাশঝ, পদটি কোন কারক ?

A. কর্মকারক
B. অপাদান কারক
C. অধিকরণ কারক
D. করণ কারক

উ: B

8. ব্যাকরণ জানেন যিনি – বহুপদটির একপদীকরণ কোনটি ?

A. ব্যাকরণবিদ
B. ব্যাকরণজান্তা
C. ব‍্যাকরণজ্ঞ
D. বৈয়াকরণ

উ: D

9. সাহিত্য সম্রাট নামে পরিচিত কে ?

A. রবীন্দ্রনাথ ঠাকুরকে
B. মধুসূদন দত্তকে
C.  সত্যজিৎ রায়
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উ: D

10. নীচের কোনটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুসাহিত্য গ্রন্থ

A. ক্ষীরের পুতুল
B. দাদামশায়ের থলে
C. ঠাকুমার ঝুলি
D. আবোল তাবোল

উ: A

11. বাংলা শিশু সাহিত্যের কিংবদন্তী শিশু পত্রিকা ‘ সন্দেশ ‘ – এর প্রতিষ্ঠাতা কে করেন ?

A. সুকুমার রায়
B. লীলা মজুমদার
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
D. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উ: D

12. মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ কার্যত অধিক গুরুত্বপূর্ণ ?

A. কর্মভিত্তিক শিক্ষণ পদ্ধতি
B. ক্রীড়াভিত্তিক শিক্ষণ পদ্ধতি
C. আরোহ পদ্ধতি
D. অবরোহ পদ্ধতি

উ: C

13. ধ্বনিবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি ?

A. ধ্বনির শরীরতত্ত্ব
B. ধ্বনির অর্থতত্ত্ব
C. ভাষায় ধ্বনির ব্যাবহারিক বিচার – বিশ্লেষণ
D. ধ্বনি পরিবর্তন

উ: A

14. লিখন একটি কি ধরনের ক্রিয়া ?

A. যান্ত্রিক ক্রিয়া
B. দৈহিক ক্রিয়া
C. মানসিক ক্রিয়া
D. তিনটির সম্বনিত ক্রিয়া

উ: D

15. ভাষার শিক্ষাদান এবং ভাষার সমস্যা দুটিই

A.  ব্যস্তানুপাতী
B. সহযোগী
C. বিপরীতধর্মী
D. সমানুপাতিক

উ: D

16. কবিতা আবৃত্তির আদর্শ পাঠ কেমন হবে ?

A. নীরব পাঠ
B. অভিনয় করা
C. মুখস্থ করানো পাঠ
D. সরব পাঠ

উ: D

17. আপনার ক্লাসে একজন শিক্ষার্থী দূর থেকে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পারছে না , শিক্ষক হিসেবে আপনি কী করবেন ?

A. তাকে সামনের বেঞ্চে বসাবেন
B.  তার দেখতে না পাওয়ার প্রকৃত কারণ জানবেন
C. প্রকৃত কারণ জানার পর অভিভাবককে চিকিৎসা করানোর কথা বলেবন
D. সবগুলি

উ: D

18. বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতি কোনটি ?

A. বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা
B. বাঙালিকে মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা
C. বাংলা ভাষাভাষি অধিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা
D. সবগুলি

উ: D

19. নাটকের ভাষা সংলাপময় এর কারণ কি ?

A. কথা বলার ভাষা
B. চরিত্রের গতিময়তা তৈরি করে
C. দ্বন্দ্ব সংঘাত দৃষ্টি করে
D. অভিনয়

উ: B

20. বাংলা ভাষা শিক্ষককে ব্ল্যাকবোর্ড ব্যবহার যথাযথভাবে করতে হলে কি করতে হবে ?

A. হাতের লেখা সুন্দর ও সুস্পষ্ট হওয়া প্রয়োজন
B. রঙিন চক ব্যবহার প্রয়োজন
C. সাদা বোর্ড ব্যবহার করা প্রয়োজন
D. সবগুলি

উ: A

আরও দেখুন : মকটেস্ট পর্ব – 4 

Leave a Comment