Primary Tet Bengali Practice Set PDF | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট – ৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet Bengali Practice Set PDF | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট - ৩

Primary Tet Bengali Practice Set – প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট : সুপ্রিয় বন্ধুরা আজকে এই পর্বটিতে আমরা একটি Primary Tet Bengali Practice Set প্রদান করলাম। যেটি তোমাদের আগামী প্রাইমারি টেট পরীক্ষার জন‍্য খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক Primary Tet Bengali Practice Set টি।

Primary Tet Bengali Practice Set :

নিচের গদ্যাংশটি পড়ে প্রশ্নগুলির সঠিক উত্তর দিন

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক , আমাদের পুরাতন বিচিত্র উৎসব – কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে , সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে – তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে না। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে , এবং হয়তো সূক্ষ্মরূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল।

কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ কুরিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না , কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে , দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার , কুমোর , ধোপা , নাপিত , হাড়ি , ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল- কাহাকেও বাদ দিলে চলিত না।

1. পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আমাদের পুরাতন বিচিত্র উৎসব কলা-

A. পুনরুজ্জীবিত হয়েছে
B. বিলুপ্ত হয়েছে
C. পরিবর্তিত হয়েছে
D. উন্নত হয়েছে

উত্তর : বিলুপ্ত হয়েছে

2. উৎসবের প্রাণ-

A. আনন্দ
B. হিসাবপত্র
C. মন্ত্রপাঠ
D. কারুকলা

উত্তর : আনন্দ

3. পূর্বে উৎসবগুলিতে দেনাপাওনার সম্বন্ধ –

A. আদৌ ছিল না
B. প্রবল ছিল
C. হয়তো ছিল
D. কিঞ্চিত ছিল

উত্তর : প্রবল ছিল

4. ফলাহার শব্দটি –

A. সন্ধিবদ্ধ পদ
B. প্রত্যয় নিষ্পন্ন পদ
C. সমাসবদ্ধ পদ
D. শব্দদ্বৈত

উত্তর : সন্ধিবদ্ধ পদ

5. পূর্বে দাতা গ্রহীতার মধ্যে –

A. কোনো সম্বন্ধ ছিল না
B.বৈরীতা ছিল
C. মধুর সম্বন্ধ ছিল
D. আর্থিক সম্বন্ধ ছিল

উত্তর : মধুর সম্বন্ধ ছিল

6. তখনকার দিনে উৎসবাঙ্গে সমাজের সমস্ত শ্রেণীর মর্যাদা –

A. ছিল না
B. বিলুপ্ত হয়েছিল
C. সুনির্দিষ্ট ছিল
D. None

উত্তর : সুনির্দিষ্ট ছিল

7. প্রতিক্ষণ একটি কি শব্দটি ?

A. সন্ধিবদ্ধ পদ
B. প্রত্যয় নিষ্পন্ন পদ
C. সমাসবদ্ধ পদ
D. ধাতু নিষ্পন্ন পদ

উত্তর : সমাসবদ্ধ পদ

8. মহা + ঋষি = মহর্ষি এই সন্ধির সুত্র কি ?

A. অ + ঋ = অর্
B. আ + ঋ = অর্
C. অ + রেফ = অর্
D. আ + রেফ = অর্

উত্তর : আ + ঋ = অর্

9. সাত ভাই চম্পা জাগো রে এখানে বিশেষণ পদ কোনটি ?

A. জাগো
B. চম্পা
C. ভাই
D. সাত

উত্তর : সাত

10. চাতক কাতরে ডাকে  চাতকের কারক ও বিভক্তি কি ?

A. কর্মকারকে শূন্য বিভক্তি
B. করণ কারকে শূন্য বিভক্তি
C. কর্তৃকারকে শূন্য বিভক্তি
D. অপাদান কারকে শূন্য বিভক্তি

উত্তর : কর্তৃকারকে শূন্য বিভক্তি

11. গীত অম্বর যাহার = পীতাম্বর -এটি কি সমাস ?

A. দ্বিগু সমাস
B. অব্যয়ীভাব সমাস
C. কর্মধারয় সমাস
D. বহুব্রীহি সমাস

উত্তর : বহুব্রীহি সমাস

12. অষ্ট > আট এটি কোন্ শব্দের উদাহরণ ?

A. তদ্ভব
B. তৎসম
C. অর্ধ তৎসম
D. দেশি শব্দ

উত্তর : তদ্ভব

13.‘ অপু ’ চরিত্রটি কোন্ উপন্যাসের ?

A. ইচ্ছামতী
B. আরণ‍্যক
C. দেবযান
D. পথের পাঁচালি

উত্তর : পথের পাঁচালি

14. অটবী শব্দের অর্থ-

A. পক্ষী
B. বন
C. বায়ু
D. বৃক্ষ

উত্তর : বন

15. তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিশুর শিখনের মূল লক্ষ্য কি ?

A. অপরিচিত শব্দ বানান করে পড়তে শেখা
B. শিক্ষকের সহায়তায় পড়তে শেখা
C.পরিচিত শব্দ বানান করে পড়তে শেখা
D.পড়ে পড়ে শেখা

উত্তর : পড়ে পড়ে শেখা

16.” Reading is the process of sight sound sence ” উক্তিটি কে করেছেন ?

A. রবীন্দ্রনাথ
B. বিবেকানন্দ
C. ড . মাইকেল ওয়েস্ট
D. গান্ধিজি

উত্তর : ড . মাইকেল ওয়েস্ট

17. যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন , তখন যে বিষয়ের উপর নজর দেবেন ?

A. ত্রুটিহীনতা এবং দক্ষতা
B. ভাষাশিক্ষার সাথে অন্তরঙ্গ যোগসূত্রতা
C. নির্ভুলতা
D. ভাষাশিক্ষার জগতে প্রবেশ করা

উত্তর : ত্রুটিহীনতা এবং দক্ষতা

18. স্বাদনা পাঠ কোন পাঠকে বলা হয় ?

A. সংবাদ পাঠকে
B. কবিতা পাঠকে
C. প্রবন্ধ পাঠকে
D. গল্প পাঠকে

উত্তর : গল্প পাঠকে

19. কোনটি একটি শিক্ষাসহায়ক উপকরণ ?

A. বেঞ
B.টেবিল
C. চার্ট
D. শ্রেণিকক্ষ

উত্তর : চার্ট

20. ভাষার আয়ত্তীকরণ হল

A. একটি সচেতন প্রক্রিয়া
B. একটি অচেতন প্রক্রিয়া
C. একটি নিয়মসর্বন্ধ প্রক্রিয়া
D. একটি স্বাভাবিক প্রক্রিয়া

উত্তর : একটি স্বাভাবিক প্রক্রিয়া

21. ফিল্ড থিয়োরির প্রবর্তক কে ?

A. প্যাভলভ
B. হোলিংওয়ার্থ
C. ওয়াটসন
D. কার্ট লিউইন

উত্তর : কার্ট লিউইন

22. ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?

A. সূত্র পদ্ধতি
B. অবরোহী পদ্ধতি
C. আলোচনা পদ্ধতি
D. আরোহী পদ্ধতি

উত্তর : আরোহী পদ্ধতি

23. Dyslexia এক ধরনের –

A. মানসিক রোগ
B. শিখন অক্ষমতা
C. শারীরিক রোগ
D. মানসিক অক্ষমতা

উত্তর : শিখন অক্ষমতা

24. শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে কেমন ?

A. সহজ ও সরল
B. দায়সারাভাবে
C. মোটামুটিভাবে
D. জটিল

উত্তর : সহজ ও সরল

25. কীসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায় ?

A. শোনা ও বলা
B. বোঝা ও দেখা
C. শোনা ও বোঝা
D. দেখা ও শোনা

উত্তর : শোনা ও বলা

26. আঞ্চলিক ভাষা কী ?

A. কোনো বিশেষ দেশে প্রচলিত ভাষা
B. এক বিশেষ ধরনের ভাষা
C. কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা
D. কোনো বিদেশি ভাষা

উত্তর : কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা

27. সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কি ?

A. শ্রবণযোগ্যতা
B. বাকপটুত্ব
C. স্পষ্টতা
D. সবগুলি

উত্তর : সবগুলি

28. লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি ?

A. গল্প বলা
B. কবিতা পাঠ করা
C. গল্প লেখা
D. নাটক শোনা

উত্তর : গল্প বলা

29. শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কি না কোন্ পাঠের দ্বারা বোঝা যায় ?

A. নীরব পাঠ
B. সরব পাঠ
C. সমবেত পাঠ
D. ধারণা পাঠ

উত্তর : সরব পাঠ

আরও পড়ুন : 

প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট -২

প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট -১

PDF DOWNLOAD ZONE

File Name : Primary Tet Bengali Practice Set 
Language : Bengali
Size: 97 KB
Clik Here To Download

1 thought on “Primary Tet Bengali Practice Set PDF | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট – ৩”

Leave a Comment