Primary Tet Bengali Questions Answer PDF | প্রাইমারি টেট বাংলা প্রশ্ন উত্তর – পর্ব- ১

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet Bengali Questions Answer PDF | প্রাইমারি টেট বাংলা প্রশ্ন উত্তর - পর্ব- ১

Primary Tet Bengali Questions Answer PDF – প্রাইমারি টেট বাংলা প্রশ্ন উত্তর : Tet Bengali Question Paper – পশ্চিমবঙ্গ টেট বাংলা প্রশ্নপত্র টি প্রদান করলাম। এই Bengali Question For Tet Exam এর প্রশ্নোত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামী দিনে প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছো তাদের জন‍্য Tet Question Paper Bengali – প্রাইমারি টেট বাংলা MCQ প্রশ্ন উত্তর গুলি খুবই গ্ৰহনযৌগ‍্য হবে পরীক্ষার জন‍্য। চলুন দেখে নেওয়া যাক Primary Tet Bengali Questions Answer – বাংলা টেট প্রশ্ন উত্তর গুলি।

Primary Tet Bengali Questions – প্রাইমারি বাংলা প্রশ্ন : গুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি আর উন্নত করতে পারবে। নীচে Primary Tet Question Paper in Bengali PDF ডাউনলোড লিঙ্কটি প্রদান করা হল তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক Primary Tet Bengali Questions Answer গুলি।

Primary Tet Bengali Questions Answer :

1. সিন্ধু ‘ শব্দটির অর্থ  কি ?

A.নদী
B. দেশ
C. সমুদ্র
D. মহাদেশ

উত্তর : C

2. কবি মনের সাধ মেটাতে চান কিভাবে ?

A. ভ্রমণ করে
B.  ভিক্ষা করে
C. পৃথিবী পরিক্রমা করে
D.  ভ্রমণবৃত্তান্ত পড়ে

উত্তর : D

3. এখানে কোন আয়োজনের কথা বলা হয়েছে ?

A. সৌন্দর্যের
B. বিশাল বিশ্বের
C. ভ্রমণের
D. কর্মের

উত্তর : B

4. কবির মন আবদ্ধ হয়ে রয়েছে

A. ভ্রমণবৃত্তান্তে
B. বিশ্বে
C. ক্ষুদ্র গৃহকোণে
D. চিত্ররূপময়তায়

উত্তর : C

5. এখানে কীসের দীনতার কথা বলা হয়েছে ?

A. ভ্রমণের
B. জ্ঞানের
C. সৌন্দর্য পিপাসার
D. ভ্রমনবৃত্তান্তের

উত্তর : B

6. বই – টই কী জাতীয় শব্দ ?

A. অনুগামী শব্দ
B. অনুকার শব্দ
C. শব্দদ্বৈত
D. ধ্বন‍্যাত্মক শব্দ

উত্তর : B

7. শিরঃ + ছেদ = ?

A. শিরছেদ
B. শিশ্বেদ
C. শিরচ্ছেদ
D. শিরশ্ছেদ

উত্তর : D

8. শীতকালে দিন ছোটো রেখাঙ্কিত পদটি কোন কারক ?

A. কর্মকারক
B. অধিকরণ কারক
C. অপাদান কারক
D. করণ কারক

উত্তর : B

9. স্মৃ + তব্য = ?

A. স্মরণীয়
B. স্মর্তব্য
C. স্মৃতি
D. স্মরণ

উত্তর : B

10. শ্বেতবর্ণের পদ্ম একটি

A. ইন্দিবর
B. শতদল
C. পুন্ডরীক
D. কোকোনদ

উত্তর : C

11. মতন কী ধরণের অব্যয় ?

A. পদান্বয়ী
B. সমুচ্চয়ী
C. ধন‍্যাত্মক
D. অনন্বয়ী

উত্তর : A

12. আমি বসে বসে শিখছি ক্লিয়ার কাল কি ?

A.পুরাঘটিত বর্তমান
B. নিত্য বর্তমান
C. বর্তমান অনুজ্ঞা
D. ঘটমান বর্তমান

উত্তর : D

13. টুনটুনির বই ‘ – এর লেখক কোন ব‍্যক্তি ?

A. সুকুমার রায়
B. সত্যজিৎ রায়
C. উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
D. লীলা মজুমদার

উত্তর : C

14. রবীন্দ্রনাথ কোন্ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান ?

A. গীতাঞ্জলি
B. বলাকা
C. সোনার তরী
D গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ- Song Offerings .

উত্তর : D

15. বাংলা ভাষা শিক্ষাদানের সামাজিক দিক কোনটি ?

A. আরও বেশি ভাষা শিক্ষাদান
B. ভাষার সরলীকরণ
C. ঐতিহ্যকে চেনা ও আঞ্চলিক ভৌগোলিকগত যোগাযোগ নিবিড় করা
D. এগুলির কোনোটিই নয়

উত্তর : C

16. বিদ্যালয়স্তার শিক্ষার্থীদের সময় সারণিতে হাতের লেখার ক্লাস থাকা প্রয়োজন এর কারণ কি ?

A. অবসর কাটানোর পদ্ধতি
B. সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে ব্যাবহারিক গুরুত্ব
C. শিক্ষার্থীর সৃজনশীলতা এবং সামর্থ্য বাড়ানোর জন্য
D. উপরের সবগুলি

উত্তর : C

17. মৌখিক পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি ?

A. পরীক্ষা ব্যবস্থার সহায়ক
B. তাৎক্ষণিক ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি
C. গড় পাস করানোর জন্য
D. এগুলির কোনোটিই নয়

উত্তর : B

18. একটি শ্রেণিকক্ষে বিপন্ন পরিবেশ বলতে কি বোঝায় ?

A. অপরিচ্ছন্নতা
B. বিশৃঙ্খলতা
C. শিক্ষার্থীদের অনুপস্থিতি
D. এগুলির কোনোটিই নয়

উত্তর : C

19.অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতির নাম কি ?

A. লিপ রিডিং
B. ব্রেইল
C. স্পর্শ পদ্ধতি
D. ওষ্ঠ পদ্ধতি

উত্তর : B

20. গ্রামার শব্দটি এসেছে কোন শব্দ থেকে ?

A. ইংরেজি শব্দ থেকে
B. গ্রিক শব্দ থেকে
C. ল্যাটিন শব্দ
D. ফরাসি শব্দ

উত্তর : B

21. উপভাষায় লেখা গানকে কি বলা হয় ?

A. লোকগীতি
B. ছান্দস
C. উপক্রমণিকা
D. ভাসান

উত্তর : A

22. কত বছর বয়সে শিশুর শব্দভান্ডার দ্রুত হারে বৃদ্ধির পেতে থাকে ?

A. 1 বছর বয়সে
B. 2 বছর বয়সে
C. 3 বছর বয়সে
D. 4 বছর বয়সে

উত্তর : D

23. কোন পাঠের ক্ষেত্রে মানস – দৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে ?

A. সরব পাঠে
B. নীরব পাঠে
C. স্বাদনা পাঠে
D. চর্বণা পাঠে

উত্তর : A

24. শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষাশিক্ষার অত্যাবশ্যকীয় বিষয় হল –

A. শব্দার্থের জ্ঞান
B. ধ্বনিতত্ত্বের জ্ঞান
C. উচ্চারণ
D. রসবোধ

উত্তর : D

25. যদি কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে নিষ্ক্রিয় অবস্থায় থাকে , তাহলে আপনি শিক্ষক হিসেবে কী করবেন ?

A. তাকে সক্রিয় হতে সাহায্য করবেন
B. তাকে ধমক দেবেন
C. তাকে আরামদায়ক অভিজ্ঞতা দেবেন
D.  যাতে সে শ্রেণিকক্ষের কার্যাবলিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে , তার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন

উত্তর : D

26. মানুষ মাতৃভাষারূপে যে ভাষা শেখে তা কোন ভাষা ?

A. কথ্যভাষা
B. লেখ্যভাষা
C. মুখের ভাষা
D. চলিতভাষা

উত্তর : C

27. বাংলা ভাষায় ‘ ব্যাকরণ ‘ শব্দটি এসেছে কোন ভাষা থেকে ?

A. সংস্কৃত ভাষা থেকে
B. ল্যাটিন ভাষা থেকে
C. প্রাকৃত ভাষা থেকে
D. পালি ভাষা

উত্তর : A

28. শিক্ষিত জনসমাজে ব্যবহৃত মার্জিত কথ্যভাষার স্বীকৃত তথা মানারূপ হল –

A. সাধুভাষা
B. চলিতভাষা
C. কথ্যভাষা
D. লেখ্যভাষা

উত্তর : B

29. প্রাথমিক স্তরে কবিতা শিক্ষার পদ্ধতি কি ?

A. গান
B. অভিনয়
C. ব‍্যাখ‍্যা
D. a ও b উভয়ই

উত্তর : D

30. আলোচ‍্য উদ্ধৃতিতে কোন পিপাসার কথা বলা হয়েছে ?

A. জ্ঞান পিপাসা
B. ভ্রমন পিপাসা
C. সৌন্দর্য পিপাসা
D. চিত্ররূপময়তা

উত্তর : B

আরও পড়ুন : 

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব -১ 

PDF DOWNLOAD ZONE

File Name : Primary Tet Bengali Questions Answer
Language : বাংলা 
Size: 88 KB
Clik Here To Download