Primary Tet Practice Set Bengali PDF | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট -2

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet Practice Set Bengali | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট -2

Primary Tet Practice Set Bengali PDF – প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট : আজকের পর্বটিতে West Bengal Primary Tet Practice Set Bengali কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করা হল। তোমরা যারা আগামী দিনের প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য Primary Tet Practice Set Bengali – প্রাইমারি প‍্যাকটিস সেট টি খুবই গুরুত্বপূর্ণ।

Primary Tet Practice Set Bengali – প্রাইমারি বাংলা প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি আরও উন্নত করতে পারবে। সুতরাং হার দেরি না করে চলুন দেখে নেওয়া যাক WB Primary Tet Practice Set in  Bengali এই প্রশ্নোত্তর গুলি।

Primary Tet Practice Set Bengali :

অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিন :

গোয়ালানির নাম হীরা -গাইটির নাম কুনি । হীরার একটি একমাসের ছেলে , গাইটির একটি একমাসের বাছুর।
হীরা দুধ বেচতে চলে যায় গড়ের পাহাড় ভেঙে বর্গী রাজাকে। কুনি গাই – এর টাটকা দুধ রাজা খায় , বাছুরটা কাঁদতে থাকে । হীরার মনে কোনোদিন ব্যথা বাজে না বাছুরের জন্যে , দুধ দুইবার বেলায় কুনি – গাই থেকে বাছুরকে ডাকে ! ছুটে আসতে চায় দুধ খেতে , হীরা তাকে ফিরিয়ে দেয় , খোঁটায় বেঁধে রাখে।

বাছুর তার মাকে পায় না , কাঁদতে থাকে দুধের জন্যে । হীরা সেদিকে নজরই দেয় না , সকাল বিকাল দুধ দুয়ে নিয়ে যায় বেচতে বর্গীর কেল্লায় । সেখান থেকে ফিরে আসে সন্ধ্যার সময় । প্রথমে নিজের ছেলেকে দুধ খাওয়ায় , ঘুম পাড়ায় , তারপর বাছুরকে নিয়ে কুনির কাছে ধরে , বাছুর তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে । কিন্তু দুধ পায় একটুখানি , কুনি বাছুরের গা চেটে তাকে ঘুম পারায় । বাছুর থাকে উপবাসী , দুধ খায় বর্গীরাজা ।

1. হীরার সঙ্গে কুনির মিল আছে কোথায় ?

A. হীরার একটি একমাসের ছেলে , কুনির একটি একমাসের বাছুর
B.প্রভু – ভৃত্যের
C. কুনিগাই – এর দুধ হীরার ছেলে খায়
D. কুনিগাই – এর দুধ বিক্রি করে হীরার সংসার চলে

উত্তর : হীরার একটি এক মাসের ছেলে, কুনির একটি এক মাসের বাছুর।

2. কুনি গাই – এর টাটকা দুধ কে খায় ?

A. হীরা ও তার ছেলে
B. বর্গী রাজা
C. কুনির বাছুর
D. কুনি নিজে

উত্তর : বর্গী রাজা

3. কুনি গাই – এর বাছুর দুধ পায় না কিসের জন‍্য ?

A. হীরার দারিদ্র্যের জন্য
B. হীরার ছেলের জন্য
C. বর্গী রাজার জন‍্য
D. খোঁটায় বেঁধে রাখার জন‍্য

উত্তর : হীরার দারিদ্র্যের জন‍্য

4. নজর শব্দের আক্ষরিক অর্থ কি ?

A. কুদৃষ্টি
B. দৃষ্টি
C. শুভদৃষ্টি
D. শোনদৃষ্টি

উত্তর : দৃষ্টি

5. কিসের জন‍্য বাছুর মায়ের কোলে ঝাঁপিয়ে পরে ?

A. ভালোবাসার জন্য
B. ঘুমাবার জন্য
C. গা চাটার জন‍্য
D. দুধের জন‍্য

উত্তর : দুধের জন‍্য

6. টাটকা শব্দটির বিপরীতার্থক শব্দ কি ?

A. বাসি
B. ভেজাল
C. খারাপ
D. খাঁটি

উত্তর : বাসি

7. নীচের কোনটি একটি আবেগসূচক অব্যয়ের উদাহরণ ?

A. কী
B. মরি মরি
C. হয়তো
D. যেন

উত্তর : মরি মরি

8. ‘ কাজল কালো ‘ – একটি সমাসের উদাহরণ ?

A. কর্মধারয় সমাস
B. দ্বিগু সমাস
C. দ্বন্দ্ব সমাস
D. বহুব্রীহি সমাস

উত্তর : কর্মধারয় সমাস

9. নিম্নের কোন্‌টি সন্ধিবদ্ধ পদ নয় ?

A. সন্ন্যাসী
B.কদন্ন
C. ধাত্ববয়ব
D. সমাহার

উত্তর : সমাহার

10. বেলাকে অতিক্রম –

A. বেলাতীত
B. উদ্‌বেল
C. বেলাবেলি
D. বেলাশেষ

উত্তর : উদবেল

11. বক ধার্মিক – এর প্রকৃত অর্থ  কি ?

A. ভণ্ড
B. সাধু
C. ধূর্ত
D. বোকা

উত্তর : ভন্ড

12. শিশু নিজমনে কথা বলে নিজ ‘ শব্দটি কি এখানে ?

A. সম্বন্ধবাচক সর্বনাম
B. আত্মবাচক সর্বনাম
C. ব‍্যক্তিবাচক সর্বনাম
D. প্রশ্নবাচক সর্বনাম

উত্তর : আত্মবাচক সর্বনাম

13. ‘ আবার তোরা মানুষ হ ‘ এটি ক্লিয়ার কোন্ কাল ?

A. ভবিষ্যৎ অনুজ্ঞা
B. ব্যক্তিবাচক সর্বনাম
C. বর্তমান অনুজ্ঞা
D. নিত্যবৃত্ত অতীত

উত্তর : বর্তমান অনুজ্ঞা

14. বিদ্যাসাগরের ‘ বর্ণপরিচয় ‘ প্রথম ভাগ কত সালে রচিত হয় ?

A. 1852 সাল
B. 1854 সাল
C. 1855 সাল
D. 1857 সাল

উত্তর : 1855 সাল

15. ‘ পদী পিসির বর্মী বাক্স কিশোর উপন্যাসটির রচয়িতা কে ?

A. সত্যজিৎ রায়
B. সুকুমার রায়
C. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
D. লীলা মজুমদার

উত্তর : লীলা মজুমদার

16. ভাষা শিক্ষার ক্লাসে একজন আদর্শ শিক্ষকের কর্তব্য কি ?

A. ভাষার ঋণাত্মক দিককে প্রাধান্য দেওয়া
B. ভাষার ধনাত্মক দিকটিকে প্রাধান্য দেওয়া
C. ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে আসার উপর জোর দেওয়া
D. ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে আসার উপর জোর দেওয়া

উত্তর : ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে আসার উপর জোর দেওয়া

17. ছড়া বলার সঠিক পদ্ধতি কি ?

A. বাকস্পন্দ ঠিক রাখা
B. স্বরক্ষেপ ঠিক রাখা
C. উচ্চারণ ঠিক রাখা
D. মাত্রা বজায় রাখা

উত্তর : বাকস্পন্দ ঠিক রাখা

18. রেমিডিয়াল টিচিং পদ্ধতি কি ?

A.গল্পবলা পদ্ধতি
B.অভিনয় পদ্ধতি
C. প্রতিকারমূলক শিক্ষা
D. প্রকল্প পদ্ধতি

উত্তর : প্রতিকারমূলক শিক্ষা

19. একজন শিক্ষক মহাশয় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন

A. পদ্ধতিগত কারণে
B. তত্ত্বগত কারণে
C. পাঠ উপস্থাপনের উদ্দেশ্যে
D. বাস্তবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে

উত্তর : বাস্তবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে

20. গদ্য পাঠের দ্বারা শিক্ষার্থীরা কোন বিষয়ে অবগত হয় ?

A. সমাস ও সন্ধি
B. লেখন শৈলী
C. পঠন অভ্যাস
D. শব্দ , প্রবাদ – প্রবচন , ভাষাশৈলী

উত্তর : শব্দ, প্রবাদ, প্রবচন, ভাষাশৈলী

21. মানসিক প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষাদান পদ্ধতি অনুসৃত হয় ?

A. লিপ রিডিং
B. ব্রেইল পদ্ধতি
C. কর্ম বিশ্লেষণ পদ্ধতি
D. সাইন রিডিং

উত্তর : কর্ম বিশ্লেষণ পদ্ধতি

22. ইংরেজি Grammar শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি ?

A. ব্যাকরণ
B. শব্দার্থতত্ত্ব
C. ধ্বনিতত্ত্ব
D. শব্দশাস্ত্র

উত্তর : শব্দশাস্ত্র

23. লিপি হল একপ্রকার-

A. ধ্বনির লিখিত রূপ
B. ভাষার লিখিত রূপ
C. অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ
D. হাতে লেখা খসড়া

উত্তর : অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ

24. ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক হয়

A. সমবেত পাঠ
B. সরব পাঠ
C. স্বাদনা পাঠ
D. নীরব পাঠ

উত্তর : সরব পাঠ

25. শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য

A. শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব বজায় রাখা
B. শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা
C. শিক্ষার্থীদের ভয় দেখানো
D. শিক্ষার্থীদের শাস্তি দেওয়া

উত্তর : শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা

26. বিদ্যালয়ে বাংলা কবিতা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কোন দিকটি প্রভাবিত করবে না বলে আপনি মনে করেন ?

A. শোনা
B. পড়া
C. কথা বলা
D. লেখা

উত্তর : লেখা

27. কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় ?

A. বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য
B. শ্রেণিকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য
C. শ্রেণিকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য
D. স্কুলছুট শিক্ষার্থীদের জন্য

উত্তর : শ্রেণিকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য

28. The Real And Natural Life Of Language is it’s Dialect মন্তব্যটি কে করেছেন ?

A. সুকুমার সেন
B. মহম্মদ শহিদুল্লাহ
C. সুনিতিকুমার চট্টোপাধ্যায়
D. ম্যাক্সমুলার

উত্তর : ম্যাক্সমুলার

29. সবচেয়ে সাধারণ অথচ বিশেষ কার্যকরী শিক্ষা সহায়ক উপাদান কোনটি নিম্নের ?

A. ব্ল্যাকবোর্ড
B. পাঠ্যপুস্তক
C. চার্ট
D. রেখাচিত্র

উত্তর : ব্ল্যাকবোর্ড

আরও পড়ুন :

প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট-১ 

প্রাইমারি টেট বাংলা পেডাগোজি প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : Primary Tet Practice Set Bengali part -2 
Language : Bengali 
Size: 102 KB
Clik Here To Download

1 thought on “Primary Tet Practice Set Bengali PDF | প্রাইমারি টেট বাংলা প‍্যাকটিস সেট -2”

Leave a Comment