Food Si GK Practice Set-8 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-8 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই Food Si GK Practice Set-8 পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-8 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-8 :

1. কোন মুসলিম নেতা নারীদের পর্দা প্রথার বিরোধিতা করেছেন ?

A. সৈয়দ আহমেদ
B. আব্দুল রসুল
C. লিয়াক‍ খাঁ
D. আব্দুর গফফর খাঁ

উত্তর : A

2. হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল ?

A. বাংলাদেশ
B. কানপুর
C. এলাহাবাদ
D. মহারাষ্ট্র

উত্তর : D

3. ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা গিয়েছিল ?

A. মহারাষ্ট্র
B. বাংলা
C. পাঞ্জাব
D. রাজস্থান

উত্তর : A

4.1921-এ মোপলা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল ?

A. আসাম
B. কাশ্মীর
C. কেরালা
D. উত্তর-পূর্ব ভারত

উত্তর : C

5. স্বাধীনতা যুদ্ধের সময় কে ডেকান শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন ?

A. বাল গঙ্গাধর তিলক
B. দাদাভাই নৌরজি
C. জি.কে. গোখলে
D. এম. জি. রানাডে

উত্তর : D

6. ভার্নাকুলার প্রেস এক্ট কে করিয়েছিলেন ?

A. লর্ড মায়ো
B. লর্ড লিটন
C. লর্ড রিপন
D. লর্ড কার্জন

উত্তর : B

7. কে বলেছিলেন “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?

A. মহাত্মা গান্ধী
B. বিপিনচন্দ্র পাল
C. গোপালকৃষ্ণ গোখলে
D. বাল গঙ্গাধর তিলক

উত্তর : D

8. বালগঙ্গাধর তিলক কোন সংবাদপত্র এনেছিলেন ?

A. যুগান্তর
B. দেশভক্তি
C. কেশরী
D. ক্রান্তি

উত্তর : C

9. আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে রক্ষা করেন ?

A. উমেশচন্দ্র ব্যানার্জি
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
C. বিপিনচন্দ্র পাল
D. চিত্তরঞ্জন দাস

উত্তর : D

10. শ্রী অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত ?

A. তামিলনাড়ু
B. কর্ণাটক
C. রামেশ্বরম
D. পন্ডিচেরী

উত্তর : D

11. কে গান্ধীজিকে ‘অর্ধ উলঙ্গ ভিক্ষুক’ বলে অভিহিত করেছিলেন ?

A. মাউন্টব্যাটেন
B. হেস্টিংস
C. উইনস্টন চার্চিল
D. জিন্নাহ

উত্তর : C

12. কে ভারতের স্বাধীনতার পর ভারতের জাতীয় কংগ্রেস কে সমাপ্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ?

A. সি. রাজাগোপালাচারী
B. আচার্য জে. বি. কৃপালিনী
C. মহাত্মা গান্ধী
D. জয়প্রকাশ নারায়ন

উত্তর : C

13. নিচের কোন বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্ব সম্মতি ছাড়া পার্লামেন্টে উত্থাপন করা যায় না ?

A. অর্থবিল
B. কোনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন
C. ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যায়ের প্রস্তাব
D. উপরের সবগুলিই

উত্তর : D

14. কোন রাজ্যের বিধানসভা গঠনের জন্য ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন ?

A. 10 জন
B. 20 জন
C. 50 জন
D. 60 জন

উত্তর : D

আরও দেখুন :

Food Si Gk Practice Set -7 

1 thought on “Food Si GK Practice Set-8 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট”

Leave a Comment