Food Si GK Practice Set-9 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-9 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে Food Si GK Practice Set-9 সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-9 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-9 :

1. ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. বিপাশা নদী
B. চম্বল নদী
C. শতদ্রু নদী
D. মহানদী

উত্তর : C

2. ম্যানডি প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. বিপাশা নদী
B. চম্বল নদী
C. শতদ্রু নদী
D. মহানদী

উত্তর : A

3. চম্বল উপত্যকা প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. বিপাশা নদী
B. চম্বল নদী
C. শতদ্রু নদী
D. মহানদী

উত্তর : B

4. দামোদর উপত্যকা প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. বিপাশা নদী
B. দামোদর নদী
C. শতদ্রু নদী
D. মহানদী

উত্তর : B

5. হিরাকুঁদ প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. বিপাশা নদী
B. দামোদর নদী
C. শতদ্রু নদী
D. মহানদী

উত্তর : D

6. রিহান্দ প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. শোন নদী।
B. কোশী নদী
C. ময়ূরাক্ষী নদী
D. ভীমা নদী

উত্তর : A

7. কোশী প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. শোন নদী।
B. কোশী নদী
C. ময়ূরাক্ষী নদী
D. ভীমা নদী

উত্তর : B

8. ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. শোন নদী
B. কোশী নদী
C. ময়ূরাক্ষী নদী
D. ভীমা নদী

উত্তর : C

9. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. কৃষ্ণা নদী
B. কোশী নদী
C. ময়ূরাক্ষী নদী
D. ভীমা নদী

উত্তর : A

10. টাটা হাইডাল স্কীন কোন নদীর উপর নির্মিত ?

A. কৃষ্ণা নদী
B. কোশী নদী
C. ময়ূরাক্ষী নদী
D. ভীমা নদী

উত্তর : D

11. ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. তুঙ্গভদ্রা
B. সরাবতী
C. গঙ্গা নদী
D. কুমারী

উত্তর : C

12. সরাবতী হাইডাল প্রজেক্ট কোন নদীর উপর নির্মিত ?

A. তুঙ্গভদ্রা
B. সরাবতী
C. ঘাটপ্রভা
D. কুমারী

উত্তর : B

13. ঘাটপ্রভা প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. তুঙ্গভদ্রা
B. সরাবতী
C. ঘাটপ্রভা
D. কুমারী

উত্তর : C

14. ভদ্রা প্রকল্প কোন নদীর উপর নির্মিত ?

A. তুঙ্গভদ্রা
B. সরাবতী
C. ভদ্রা
D. কুমারী

উত্তর : C

আরও দেখুন :

Food SI GK Practice Set-8

2 thoughts on “Food Si GK Practice Set-9 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট”

Leave a Comment