EVS Mock Test in Bengali | পরিবেশ বিদ‍্যা মকটেস্ট পর্ব -১

টেলিগ্ৰামে জয়েন করুন

EVS Mock Test in Bengali | পরিবেশ বিদ‍্যা মকটেস্ট পর্ব -১

EVS Mock Test in Bengali – পরিবেশ বিদ‍্যা মকটেস্ট : Tet EVS Mock Test – প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যা মকটেস্ট প্রদান করলাম। এই Evs Mock Test in Bengali প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামী দিনে টেট পরীক্ষা দিতে চলেছো তাদের জন‍্য অবশ্যই এই পরিবেশ বিজ্ঞান মকটেস্ট – EVS Mock Test in Bengali এর পর্ব গুলি খুব হেল্পফুল হবে।

সুপ্রিয় পরীক্ষার্থী তোমরা এই মকটেস্ট গুলিতে অংশগ্ৰহণের মাধ‍্যমে তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। চলো দেখে নেওয়া যাক Evs Mock Test in Bengali এর পর্বটি।

EVS Mock Test in Bengali :

1. পৃথিবীতে জীব সৃষ্টি হয় আনুমানিক কত বছর আগে ?

A. 240 কোটি বছর আগে
B.450 কোটি বছর আগে
C. 350 কোটি বছর আগে
D. 220 কোটি বছর আগে

উত্তর : C

2. নিচের কোন্‌টি স্বাভাজী

A. মাছ
B. সবুজ উদ্ভিদ
C. ছত্রাক
D. স্বর্ণলতা

উত্তর : B

3. পৃথিবীর বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কী ?

A. জোয়ারভাটার শক্তি
B. সৌরশক্তি
C. বিদ্যুৎ শক্তি
D. জল শক্তি

উত্তর : B

4. কোনটি একটি অপ্রচলিত শক্তির উৎস ?

A. কয়লা
B.সৌরশক্তি
C. পেট্রোলিয়াম
D. ডিজেল

উত্তর : B

5. কলেরা হল একটি কি বাহিত রোগ ?

A. মাটিবাহিত রোগ
B. বায়ুবাহিত রোগ
C. জলবাহিত রোগ
D. ছোঁয়াচে রোগ

উত্তর : C

6. কোনটি হল বাস্তুতন্ত্রের একটি বিয়োজক ?

A. শৈবাল
B. প্রাণী
C. ব্যাকটেরিয়
D. ছত্রাক

উত্তর : C

7. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তরটি কোনটি ?

A. আয়নোস্ফিয়ার
B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. ট্রপোস্ফিয়ার
D. থার্মোস্ফিয়ার

উত্তর : C

8. গলগন্ড রোগ দেখা দেয় কিসের কারণে ?

A. তামার অভাব
B.আয়োডিনের অভাব
C. সোডিয়ামের অভাবে
D. ক্যালসিয়ামের অভাবে

উত্তর : B

9. বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় ?

A. 28 ফেব্রুয়ারি
B. 5 জুন
C. 23 মার্চ
D. 11 জুলাই

উত্তর : A

10. ম্যালেরিয়ার জীবাণুর নাম কি ?

A. ভাইরাস
B. ছত্রাক
C. ব‍্যাকটেরিয়া
D. প্রোটোজোয়া

উত্তর : D

11. CFC এর পূর্ণ নাম কি ?

A. ক্লোরোফ্লুওরো কার্বন
B. কারসিনোজেনিক ফ্লুরাইড কম্পাউন্ড
C. কার্বন ফ্লুরো কার্বন
D. কোনটিই নয়

উত্তর : A

12. ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে ?

A. 1974 সালে
B. 1984 সালে
C. 1964 সালে
D. 1994 সালে

উত্তর : B

13. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ
B. কেরালা
C. হিমাচলপ্রদেশ
D. মধ‍্যপ্রদেশ

উত্তর : B

14. রিও ঘোষণা বলতে বোঝায়

A. বসুন্ধরা সম্মেলন
B. স্টকহোমস সম্মেলন
C. রামসার সম্মেলন
D. কিওটো সম্মেলন

উত্তর : A

15. শব্দের নিরাপদ মাত্রা কত ?

A. 85 ডেসিবেল
B. 75 ডেসিবেল
C. 65 ডেসিবেল
D. 90 ডেসিবেল

উত্তর : C

16. প্রাথমিক স্তরের শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের কি করা উচিত ?

A. শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া
B. শিক্ষার্থীর কৌতুহল নিরসন করা
C. শিক্ষার্থীকে প্রশ্ন করা থেকে বিরত থাকা
D. কোনোটিই নয়

উত্তর : B

17. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে

A. পরিবেশের সঙ্গে পরিচিত করানো উচিত
B. পরিষ্কার – পরিচ্ছন্নতা সম্পর্কে জানানো দরকার C. প্রাক্ষোভিক সচেতনতা দরকার
D. উপরের সবগুলিই

উত্তর : B

18.পরিবেশ শিক্ষার শুরু করা উচিত কোথা থেকে ?

A. নিম্ন প্রাথমিক স্তর
B. উচ্চ প্রাথমিক স্তর
C. নিম্ন মাধ্যমিক স্তর
D. উচ্চ মাধ্যমিক স্তর

উত্তর : A

19. একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত কোন সম্পর্কে ?

A. পরিবেশ সম্পর্কে
B. সাহিত্য , গণিত , বিজ্ঞান সম্পর্কে
C. স্বাস্থ্য সম্পর্কে
D. a ও c উভয়ই

উত্তর : D

20. প্রাথমিকে পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষোপকরণ কি ?

A. টেক্সট বই
B. ইন্টারনেট
C. রেফারেন্স বই
D. উপরের সবগুলি

উত্তর : A

21. পরিবেশ বিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায় ?

A. পরিবেশগত সম্পদের উৎস সম্পর্কে তথ্যসংগ্রহে
B. সম্পদ ব্যবহারের ক্ষেত্রে
C. সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে
D. সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে

উত্তর : C

22. প্রাথমিক শিক্ষান্তরে পরিবেশ শিক্ষার পাঠক্রম প্রণয়নে –

A. শিক্ষার্থীদের বয়স বিবেচিত হওয়া প্রয়োজন
B. শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সমস্যাগুলি বিবেচনা করা উচিত
C. শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন
D  উপরের সবগুলি

উত্তর : D

23. পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্নের কিসের ?

A. বিজ্ঞানের
B. সাহিত্যের
C. সমাজবিজ্ঞানের
D. সবগুলির

উত্তর : D

24. প্রাথমিক পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত কেন ?

A. বিভিন্ন বিষয় নিয়ে ছোটো করে বক্তব্য
B. চিত্রের মাধ্যমে ছোটো করে বর্ণনা
C. চিত্রের প্রয়োজন নেই
D. বর্ণনাধর্মী লেখা

উত্তর : B

25. প্রাথমিক স্তরের শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের উচিত হল –

A. শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া
B. শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা
C. শিক্ষার্থীকে প্রশ্ন করা থেকে বিরত থাকা
D. কোনোটিই নয়

উত্তর : B

26. পরিবেশ শিক্ষায় পাঠদানের ক্ষেত্রে শিক্ষক – শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি হবে ?

A. শিক্ষার্থীদের মূল্যায়ন করা
B.  শ্রেণিতে বক্তৃতা দান করা
C. শিখনের কাজ সংগঠিত করা
D. শিক্ষার্থীদের যত্ন নেওয়া

উত্তর : C

27. একজন শিক্ষক পরিবেশ শিক্ষা বিষয়ে ক্লাসটেস্ট নেওয়ার জন্য কী ধরনের প্রশ্ন নির্বাচন করবেন ?

A. নৈর্ব্যক্তিক
B. রচনাধর্মী
C. সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন
D. a ও b উভয়ই

উত্তর : D

28. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কীভাবে অনুকরণের মাধ্যমে শিখনকে ব্যবহার করবেন ?

A. পরিবেশ শিক্ষায় শিক্ষক যা বলবেন নিজের আচরণেও তা প্রতিফলিত হবে
B. শিক্ষার্থীরা যাতে অন্ধঅনুকরণ না করে , সে ব্যাপারে শিক্ষক লক্ষ রাখবেন
C. পরিবেশ সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে দলবদ্ধভাবে কাজ করে , শিক্ষক সেই ব্যবস্থা করবেন
D. উপরের সবকটিই

উত্তর : D

29. সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা হবে

A. সমস্যাটিকে সামগ্রিকভাবে উপস্থাপন করা
B. সমস্যাটির জটিলতা হবে মাঝারি ধরনের
C. সমস্যাটির মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকবে
D. উপরোক্ত সবগুলিই

উত্তর : D

30. একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোন্‌টি সর্বাধিক গুরুত্বপূর্ণ ?

A. শ্রেণিতে শৃঙ্খলা বজায় রাখা
B. একজন সুদক্ষ বক্তা হওয়া
C. শিক্ষার্থীদের অসুবিধাগুলি দূর করা
D. উপরের সবগুলিই

উত্তর : D

আরও পড়ুন : 

পরিবেশ বিদ‍্যা পেডাগজি প্রশ্ন উত্তর

প্রাইমারি টেট ইংরাজি মকটেস্ট পর্ব-১

প্রাইমারি টেট বাংলা মকটেস্ট পর্ব-১ 

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব-১

1 thought on “EVS Mock Test in Bengali | পরিবেশ বিদ‍্যা মকটেস্ট পর্ব -১”

Leave a Comment