Primary Tet EVS Mock Test-7 | প্রাইমারি টেট পরিবেশ মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet EVS Mock Test-7 | প্রাইমারি টেট পরিবেশ মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে WB Primary Tet EVS Mock Test-7 সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক Primary Tet EVS Mock Test-7 এর প্রশ্ন উত্তর গুলি।

Primary Tet EVS Mock Test-7 :

1. বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কী ?

A. উৎপাদক
B. খাদক
C. সৌরশক্তি
D.  বিয়োজক

উত্তর : C

2. ক্লোরিন হল একটি ― এর উদাহরণ।

A. Macro element
B. Micro element
C. Trace element
D. কোনটিই নয়

উত্তর : A

3. বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

A. কর্ণাটক
B. উত্তর প্রদেশ
C. পশ্চিমবঙ্গ
D. রাজস্থান

উত্তর : A

4. কোনটি বায়োডিগ্রেডেবল ?

A. শাকসবজি
B. প্লাস্টিক ব্যাগ
C. অ্যালুমিনিয়াম ফয়েল 
D. সবগুলি

উত্তর : A

5. গ্রিন হাউস নিয়ন্ত্রণের জন্য চুক্তি 1997 খ্রিস্টাবে যেটি হয়েছে সেটি হল-

A. বার্লিন ম্যান্ডেট
B. কিয়োটো চুক্তি
C. গ্যাট চুক্তি
D. কোনোটিই নয়

উত্তর : B

6. Sericulture বলতে বোঝায় ?

A. মৎস্য চাষ
B. রেশমচাষ
C. হাঁস-মুরগি পালন
D. কোনোটিই নয়

উত্তর : B

7. শৈবাল কোন্ ধরনের উদ্ভিদ ?

A. পরভোজী
B. মিথজীবী
C. পরজীবী
D. স্বভোজী

উত্তর : D

8. পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম JFM (Joint Forest Management) ধারণার সূত্রপাত হয় ?

A. পশ্চিম মেদিনীপুর
B. হাওড়া
C. কলকাতা
D. নদিয়া

উত্তর : A

9. EPA-এর পুরো কথাটি হল-

A. Environmental Protection Act
B. Environmental Protection energy
C. Environment Protection Act
D. Environment Protection Energy

উত্তর : A

10. গঙ্গার জলদূষণ নিয়ন্ত্রণের জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়-

A. 1983 খ্রিস্টাব্দে
B. 1984 খ্রিস্টাব্দে
C. 1985 খ্রিস্টাব্দে
D. 1986 খ্রিস্টাব্দে

উত্তর : C

11. নিজ বাসভূমির মধ্যে প্রাণীর জীবনধারণের উপায়কে কি বলে ?

A. নিফা
B. মেরিন
C. নীসে বা নিচ্
D. ব্যাসিয়াল

উত্তর : C

12. খরজলে থাকে –

A. ক্যালশিয়ামঘটিত লবণ
B. ম্যাগনেশিয়ামঘটিত
C. উভয়ই
D. কোনোটিই নয়

উত্তর : C

13. প্রকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য—

A. শিক্ষকের পাঠদান পদ্ধতি উন্নত হওয়া প্রয়োজন
B. পরিবেশ বিদ্যাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করা দরকার
C. প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন
D. পরিবেশবিদ্যাকে পাঠক্রমে অন্তর্ভুক্ত না করাই ভালো

উত্তর : C

14. একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত―

A. পরিবেশ সম্পর্কে
B. সাহিত্য, গণিত, বিজ্ঞান সম্পর্কে
C. স্বাস্থ্য সম্পর্কে
D. A ও C উভয়ই ঠিক

উত্তর : C

আরও দেখুন :

● Primary Tet EVS Mock Test-6

Leave a Comment