Food Si GK Practice Set-10 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-10 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই Food Si GK Practice Set-10 পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জি.কে প্রশ্ন উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে, যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si GK Practice Set-10 এর প্রশ্ন উত্তর গুলি।

Food Si GK Practice Set-10 :

1. দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?

A. সিরাজউদ্দৌলা
B. মীরকাসিম
C. মীরজাফর
D. নজম-ইদ-দৌল্লা

উত্তর : B

2. আর্যরা সর্বপ্রথম কোথায় বসতি স্থাপন করে ?

A. সিন্ধু উপত্যকা
B. কাশ্মীর
C. গুজরাট
D. পাঞ্জাব

উত্তর : D

3. রীতি অনুযায়ী ভারতে প্রতিবছর কোন তারিখে বাজেট পেশ করা হয় ?

A. 31 জানুয়ারি
B. 1 ফেব্রুয়ারি
C. 28 ফেব্রুয়ারী
D. 1 মার্চ

উত্তর :

4. কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানীর মধ্যে একটি ছিল পুরুষপুর
অপরটি কি ?

A. পাটলিপুত্র
B. উজ্জয়িনী
C. মথুরা
D. তক্ষশিলা

উত্তর : C

5. নিম্নলিখিত ধাতু গুলির মধ্যে কোনটির উল্লেখ ঋকবেদে নেই ?

A. সোনা
B. তামা
C. সীসা
D. ব্রোঞ্জ

উত্তর : C

6. আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল ?

A. বনসম্পদ
B. ঘোড়া
C. গরু
D. হাতি

উত্তর : C

7. বঙ্গভঙ্গের ফলে কোন দুটি প্রদেশের সৃষ্টি হয় ?

A. পূর্ববঙ্গ ও বিহার
B. পূর্ববঙ্গ ও আসাম
C. পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ
D. বিহার ও পশ্চিমবঙ্গ

উত্তর : B

8. প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয় ?

A. পৃথ্বীরাজ চৌহান
B. মহম্মদ ঘোরী
C. সুলতান মামুদ
D. ইলতুৎমিস

উত্তর : B

9. দাদু কে ছিলেন ?

A. মধ্যযুগের একজন ভক্তিবাদী সাধু
B. একজন ধর্মযাজক
C. বাবার বাবা
D. কোনোটিই নয়

উত্তর : A

10. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করা হয় ?

A. 12
B. 16
C. 18
D. 22

উত্তর : C

11.‘কংগ্রেস’ শব্দটি গৃহীত হয়েছে কোথা থেকে ?

A. উত্তর আমেরিকার ইতিহাস
B. ব্রিটিশ কমনওয়েলথ
C. আয়ারল্যান্ডের ইতিহাস
D. মার্কিন সাংসদ (কংগ্রেস)

উত্তর : A

12. রাজ্য ও জেলার মধ্যে সমন্বয়সাধন করার প্রধান দায়িত্বটি কার
উপর ন্যস্ত ?

A. মুখ্যমন্ত্রী
B. জেলাশাসক
C. রাজ্যপাল
D. বিভাগীয় কমিশনার

উত্তর : C

13. সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয় ?

A. দ্বিতীয় পুলকেশী
B. চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর : D

14. কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?

A. 1945
B. 1925
C. 1920
D. 1922

উত্তর : B

আগের পর্ব :

Food Si GK Practice Set-9

Leave a Comment