Food Si GK Practice Set -7 | ফুড সাব ইন্সপেক্টর জিকে

টেলিগ্ৰামে জয়েন করুন
  • ToFood Si GK Practice Set -7 | ফুড সাব ইন্সপেক্টর জিকে

Food Si GK Practice Set -7 : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে ( WBPSC ) Food Si GK Practice Set -7 টি সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি। এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর প্রদান করা হলো। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। 

Food Si GK Practice Set -7 :

1. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

A. স্যাডেল শৃঙ্গ
B. ডায়াবোল শৃঙ্গ
C. কার নিকোবর
D. উপরের কোনোটিই নয়

উত্তর : A

2. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত ?

A. হুগলি
B. হলদি
C. সুবর্ণরেখা
D. রূপনারায়ণ

উত্তর : D

3. নিচের কোনটি ছোঁয়াচে রোগ ?

A. যক্ষ্মা
B. হাঁপানি
C. স্ট্রোক
D. ডায়াবেটিস

উত্তর : A

4. ‘Discovery Of India’ বইটি কে লিখেছেন?

A. সর্দার প্যাটেল
B. অটল বিহারী বাজপেয়ী
C. জওহরলাল নেহেরু
D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : C

5. G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

A. নয়াদিল্লি
B. গুজরাট
C. তামিলনাডু
D. মহারাষ্ট্র

উত্তর : B

6. কত সময়ের জন্য আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে ?

A. 6 মাস
B. 12 মাস
C. 24 মাস
D. কোন সর্বোচ্চ মেয়াদ নেই

উত্তর : D

7. ‘ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লীগ’-এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C. আনন্দ মোহন বোস
D. রাসবিহারী বোস

উত্তর : D

8. নিচের মধ্যে কে “আজাদ হিন্দ ফৌজ” এর প্রতিষ্ঠাতা ?

A. রাজবিহারী বসু
B. সুভাষ চন্দ্র
C. বীর সাভারকর
D. চন্দ্রশেখর আজাদ

উত্তর : A

9. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ?

A. সুইজারল্যান্ড
B. সংযুক্ত আরব আমিরাত (UAE)
C. দক্ষিণ আফ্রিকা
D. ব্রাজিল

উত্তর : A

10. মানবদেহের কোন অংশকে আমাদের শরীরের ‘Chemical Factory’ বলা হয় ?

A. ফুসফুস
B. যকৃত
C. কিডনি
D. পাকস্থলী

উত্তর : B

11. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন –

A. ছয় মাস
B. তিন মাস
C. এক বছর
D. দুই বছর

উত্তর : A

12. কিছু নরম পানীয় যা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে বলে দাবি করে। পানীয় তে নিচের কোনটি উপস্থিত থেকে এই কাজে সাহায্য করে ?

A. কার্বন ডাই অক্সাইড
B. বাইকার্বোনেট লবণ
C. উভয় (A) এবং (B)
D. কার্বন ডাই অক্সাইড এবং চুন

উত্তর : B

13. ষোলটি মহাজনপদের মধ্যে কয়টি গঙ্গা উপত্যকায় অবস্থিত ছিল ?

A. 8
B. 9
C. 10
D. 11

উত্তর : C

14. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে ?

A. গ্রামের উন্নয়নে
B. শহরের উন্নয়নে
C. শিল্পের উন্নয়নে
D. রেলের উন্নয়নে

উত্তর : A

15. মানুষের মধ্যে কত জোড়া অটোজোম দেখা যায় ?

A. 23
B. 22
C. 46
D. 44

উত্তর : B

16. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়?

A. গ্রাফাইট
B. জীপসাম
C. জিঙ্ক
D. লেড

উত্তর : B

17. ভিনিগারের রাসায়নিক নাম কি ?

A. সোডিয়াম নাইট্রেট
B. লঘু অ্যাসিটিক অ্যাসিড
C. ক্লোরাইড অফ্ লাইম
D. ক্যালশিয়াম

উত্তর : B

18. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য 1946 সালে ‘Break down Plan’ প্রস্তাব করেন কে ?

A. উইনস্টন চার্চিল
B. ভাইসরয় লর্ড ওয়াভেল
C. লর্ড মাউন্টব্যাটন
D. ক্লিমেন্ট অ্যাটলি

উত্তর : B

19. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?

A. ফিরোজ শাহ তুঘলক
B. মহম্মদ বিন তুঘলক
C. আলাউদ্দিন খলজি
D. সিকান্দার লোদি

উত্তর : C

20. ‘গোলামগিরি’ গ্রন্থটি কে লেখেন ?

A. স্যার সৈয়দ আহমেদ খান
B. রামমোহন রায়
C. জ্যোতিবা ফুলে
D. বি আর আম্বেদকার

উত্তর : C

আরও দেখুন :

Food Si GK Practice Set-6 

1 thought on “Food Si GK Practice Set -7 | ফুড সাব ইন্সপেক্টর জিকে”

Leave a Comment