Food Si GK Practice Set-6 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-6 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট

Food Si GK Practice Set-6 : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে WBPSC Food Si GK Practice Set-6 সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে।

Food Si GK Practice Set-6 :

1. সাহিত্যের সব্যসাচী’ কাকে বলা হয় ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. যতীন্দ্রনাথ
C. বুদ্ধদেব বসু
D. মোহিতলাল

উত্তর : C

2. ISRO পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার সাথে ?

A. ইজরায়েল
B. রাশিয়া
C. জাপান
D. আমেরিকা

উত্তর : C

3. “Phoolange” শিরোনামে বইটি কে লিখেছেন ?

A. মহেশ দেবনাথ
B. সৌমিত্র বিশ্বাস
C. লেখনাথ ছেত্রী
D. চেতন ভগত্

উত্তর : C

4. সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?

A. ৩৬৮ নং ধারা
B. ৩৭৮ নং ধারা
C. ৩৮৮ নং ধারা
D. ৩১০ নং ধারা

উত্তর : A

5. নাগর দোলায় বসে কোনো ব্যক্তির গতি কি প্রকারের গতি হয় ?

A. বক্ররৈখিক চলন
B. আবর্ত গতি
C.  মিশ্র গতি
D. কোনোটিই সঠিক

উত্তর : A

6. ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রী পরিকল্পনা চালু করে ?

A. ষষ্ঠ
B. সপ্তম
C. অষ্টম
D. নবম

উত্তর : C

7. কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

A. গুজরাট
B. ওড়িশা
C. আসাম
D. রাজস্থান

উত্তর : D

8. দিল্লির কোন সুলতানের শাসনকালে ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা চালু হয়েছিল ?

A. মহম্মদ বিন তুঘলক
B.  ফিরোজ তুঘলক
C. গিয়াসুদ্দিন বলবন
D. ইলতুৎমিস

উত্তর : C

9. মূল কান্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদ হল-

A. টেরিডোফাইটা
B. ব্যক্তবীজী
C. গুপ্তবীজি
D. শৈবাল

উত্তর : D

10. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

A. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
B. ১৮০২ খ্রিষ্টাব্দ
C. ১৭৯২ খ্রিষ্টাব্দ
D. ১৮০৯ খ্রিষ্টাব্দ

উত্তর : D

11. 2024 সালে প্যারিস অলিম্পিকের ম্যাসকট হিসাবে ঘোষিত
হলো কোনটি ?

A. Phrygian cap
B. Lawn
C. Cara
D. কোনোটিই নয়

উত্তর : A

12. আইহোল শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে ?

A. কনিষ্ক
B. দ্বিতীয় পুলকেশী
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. হর্ষবর্ধন

উত্তর : B

13. SAIL (Steel Authority of India Limited ) কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

A. ১৯৭২ খ্রিঃ
B. ১৯৭১ খ্রিঃ
C. ১৯৭৩ খ্রিঃ
D.  ১৯৭৪ খ্রিঃ

উত্তর : C

14. ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়—কিন্তু এটা হল উভয়ের সমন্বয় ‘ – কথাটি কে বলেছিলেন?

A. জওহরলাল নেহরু
B. জি বসু
C. ড. বি. আর. আম্বেদকর
D. রাজেন্দ্র প্রসাদ

উত্তর : C

15. গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন্ এককে ?

A. কিলোমিটার
B. মিটার
C. ফুট
D. আলোকবর্ষ

উত্তর : D

16. বেগ একটি―

A. ভৌতরাশি
B. প্রাকৃতিক রাশি
C. স্কেলার রাশি
D. ভেক্টর রাশি

উত্তর : D

17. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে—

A. গোদাবরী
B. কাবেরী
C. কৃষ্ণা
D. মহানদী

উত্তর : C

18. গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন –

A. বাড়ে
B. কমে
C. একই থাকে
D. বাড়তেও পারে কমতেও পারে

উত্তর : A

19. নিম্নলিখিত কোন ভিটামিনটি খুব সহজেই তাপ ও
বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়-

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

উত্তর : C

20. একটি পরিবর্তিত মৃদ্‌গত কান্ডের উদাহরণ হল-

A. গাজর
B. আলু
C. চিনাবাদাম
D. টার্নি

উত্তর : B

আরও দেখুন :

Food Si GK Practice Set-5

2 thoughts on “Food Si GK Practice Set-6 | ফুড সাব ইন্সপেক্টর জিকে মকটেস্ট”

Leave a Comment