চলন ও গমন কাকে বলে ? চলন ও গমনের MCQ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

চলন ও গমন কাকে বলে ? চলন ও গমনের MCQ প্রশ্ন

চলন ও গমন : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে চলন ও গমন সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি। যেমন চলন কাকে বলে ? গমন কাকে বলে ? যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে।

চলন কাকে বলে :

যখন কোন জীব একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সাহায্যে তার দৈহিক চাহিদা গুলি পূরণ করে থাকে তখন তাকে বলা হয় চলন। এই চলন সাধারণত উদ্ভিদ দেহে বেশি লক্ষ্য করা যায়।

গমন কাকে বলে :

যখন কোন একটি জীব একটি নির্দিষ্ট জায়গার ভিতর আবদ্ধ না থেকে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের সাথে সাথে স্থান পরিবর্তনের মাধ্যমে তার বাহ্যিক ও অভ্যন্তরীণ দৈহিক চাহিদা পূরণ করে তাকে গমন বলে।

চলন ও গমনের প্রধান কারণ গুলি হল :

আত্ম রক্ষা করা, খাদ্য সংগ্রহ করা, জনন, জীবন যাপনের উদ্দেশ্যে স্থান পরিবর্তন করা প্রভৃতি।

চলন ও গমনের MCQ প্রশ্ন উত্তর :

1. কুমড়ো গাছের কান্ডের রোমের কোষে কোন চলন দেখা যায় ?

উ: সারকুলেশন

2. রোটেশন চলন দেখা যায় কোন উদ্ভিদের ?

উ: পাতা শ‍্যাওলা 

3. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্যোদয়ের সাথে সাথে বুঁঁজে যাওয়ার কারণ কি ?

উ: ফটোন‍্যাস্টি চলনের জন‍্য । 

4. লজ্জাপতি পাতাকে স্পর্শ করলে নুইয়ে পড়ার কারণ কি ?

উ: সিসমোন‍্যাস্টি চলনের জন্য । 

5. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি ?

উ: অক্সিন

6. কেসকোগ্ৰাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন কে ?

উ: জগদীশচন্দ্র বসু

7. জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয় থাকে ?

উ: উত্তেজিতা 

8. দেহের সবথেকে বড় পেশীর নাম কি ?

উ: সারটোরিয়াস

9. দেহের সবথেকে ছোট পেশীর নাম কি ?

10. সূর্যশিশির ,কলসপত্রী ইত্যাদি পতঙ্গভূক উদ্ভিদের কোন চলন দেখাতে পাওয়া যায় ?

উ: কেমোন‍্যাস্টিক চলন 

11. হাড় সম্পর্কিত বিদ্যা কে কি বলা হয়?

উ: অস্টিওলজি

12. শামুকের গমন অঙ্গের নাম কি ?

উ: গ্লাইডিং

13. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উ: সিউডোপোডিয়া

14. আলোর তীব্রতা নির্ভর উদ্ভিদ চলন কে কি বলা হয় ?

উ: ফটোন‍্যাস্টিক চলন

15. পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং অন্ধকারে বুঁজে যায় এটি কোন ধরনের চলন ?

উ: ফটোন‍্যাস্টিক

16. উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয় কোন চলনের কারণে ?

উ: জিওট্রপিক চলনের কারণে

17. কেঁচোর গমন পদ্ধতি কে কি বলে ?

উ: ক্লিপিং

18. বনচাঁড়াল উদ্ভিদের কোন চলন দেখা যায় ?

উ: প্রকরণ চলন

19. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কোন পাখনা ?

উ: পুচ্ছ পাখনা

20. গমনে সহায়ক পেশীটির নাম কি ?

উ: ঐচ্ছিক পেশী 

21. উদ্দীপকের গতিপথ অনুসারে কোন বক্রচলন হয় ?

উ: ট্রপিক চলন

22. ঢিউলিপি ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঁজে যায় এটি কোন প্রকার চলন ?

উ: থার্মোন‍্যাস্টি চলন

23. তির্যকা আলোকবর্তী চলন দেখা যায় উদ্ভিদের কোথায় ?

উ: পাতায় 

24. সপুষ্পক উদ্ভিদের শাখামূলের চলন কোন প্রকারের ?

উ: তীর্যক অভিকর্ষবর্তী

25. নিদ্রাচলন দেখা যায় কোন গাছের পাতায় ?

উ: তেঁতুল গাছের পাতায় 

26. হেলিওট্রাফিক চলন বলে কোন কোন প্রকার চলন কে ?

উ: ফটোট্রপিক 

27. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?

উ: সিটা 

28. আমিবার গমন অঙ্গের নাম কি ?

উ: ক্ষণপদ

29. জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিতে হয় এটি কোন ধরনের চলন ?

উ: ফটোন‍্যাস্টিক চলন

30. আলোর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন কে কি বলা হয় ?

উ: ফটোট‍্যাকটিক চলন

আরও পড়ুন : 

 হরমোন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ? 

● 100 + বাংলা জিকে প্রশ্ন ও উত্তর

অভিযোজন কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ?

1 thought on “চলন ও গমন কাকে বলে ? চলন ও গমনের MCQ প্রশ্ন উত্তর”

Leave a Comment