কোষ ও কলা mcq প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

কোষ ও কলা mcq প্রশ্ন

সুপ্রিয় বন্ধুরা,                                  আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা কোষ ও কলা mcq প্রশ্নোত্তর নিয়ে । এ কোষ ও কলা mcq প্রশ্নোত্তর গুলি তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোষ ও কলা mcq প্রশ্ন :

1. কোষের আবিষ্কারক কোন বিজ্ঞানী ছিলেন ?

উ: রবার্ট হুক

2. নিউক্লিয়াসের আবিষ্কারক কোন বিজ্ঞানী ছিলেন ?

উ: রবার্ট ব্রাউন

3. প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন ?

উ: অনটন ভন লিউংহয়েক

4. প্রাণী কোষের বাইরে যে পর্দাটি থাকে তার নাম কি ?

উ: প্লাজমা পর্দা

5. কোষ সম্পর্কিত অধ্যায়নকে কি বলা হয় ?

উ: সাইটোলজি

6. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

উ: মাইট্রোকন্ডিয়াকে

7. কোষের মস্তিষ্ক নামে পরিচিত কে ?

উ: নিউক্লিয়াস

8. প্রোটিন সংশ্লেষের সহায়ক উপাদান টির নাম কি ?

উ: রাইবোজোম

9. কোষের সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয় ?

উ: লাইসোজোমকে

10. নিউক্লিয়াসের বিভাজন কি নামে পরিচিত ?

উ: ক‍্যারিওকাইনেসিস

11. প্রোটোপ্লাজম এর নামকরণ করেন কোন বিজ্ঞানী ?

উ: পারকিনজি

12. সব থেকে ছোট কোষটির নাম কি ?

উ: মাইকোপ্লাজমা

13. সব থেকে বড় প্রাণী কোষের নাম কি ?

উ: মানুষের স্নায়ুকোষ

14. সবথেকে বড় এককোষী সামুদ্রিক শৈবালের নাম কি ?

উ: অ্যাসিটাবুলেরিয়া

15. আয়তনে বৃহৎ প্রাণীকোষের নাম কি ?

উ: উটপাখির ডিম

16. কোয়ান্টোজোম লক্ষ্য করা যায় কোথায় ?

উ: ক্লোরোপ্লাস্টে

17. খালি চোখে দেখা যায় না এমন একটি কোষের সাইজ কত মাইক্রন ?

উ: 100 মাইক্রন

18. কোষ বিভাজিত হতে পারে না কোন দশায় ?

উ: G 0( শূন‍্য ) দশায়

19. কোন আবরণীকে টোনোপ্লাস্ট বলা  হয় ?

উ: ভ‍্যাকুয়ল

20. নিউক্লিয় অ্যাসিডের মুখ্য উপাদান টির নাম কি ?

উ: সালফার

21. কোষ তত্ত্ব প্রদান করা হয় কারণ    দ্বারা ?

উ: শ্লেইডেন এবং শোয়ান 

22. কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কোন কলা ?

উ: পার্শ্বস্থ ভাজ কলা

23. ক্লোরোপ্লাস্টে যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় ?

উ: ক্লোরেনকাইমা বলে

24. কাণ্ড বা মূলের অগ্রভাগে কোন ভাজক কলা থাকে ?

উ: অগ্রস্থ ভাজক কলা

25.প্রাণী কোষের বাইরের আবরণি থাকে তার নাম কি ?

উ: কোষ পর্দা

26. কোষ পর্দা কি দিয়ে গঠিত ?

উ: প্রোটিন ও লিপিড দিয়ে

27. গাছের পাতার রং সবুজ কিসের জন্য হয় ?

উ: ক্লোরোপ্লাস্টের জন‍্য

28. ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি থাকে ?

উ: ম্যাগনেসিয়াম

29. ফল এবং বীজের বিভিন্ন রকমের রং কিসের জন্য হয় ?

উ:ক্রোমোপ্লাস্ট

30. গাছের পাতার রং হলুদ হওয়ার কারণ কি ?

উ:ক্যারিওটিনয়েড থাকার জন্য

31. ট্রাফিক পুলিশ অফ দা সেল নামে কাকে অভিহিত করা হয় ?

উ: গলগি বডি

32. ফ্লোয়েম কলার মৃত তন্তুটির নাম কি ?

উ: Bust তন্তু / Floyem তন্তু

33. কোন কলার জন্য আপেল ও ন‍্যাসপাতির শক্ত ভাগ সৃষ্টি হয় ?

উ:স্কেলেরেনকাইমা

34. প্রধান সালোকসংশ্লেষ কারী কলাটির নাম কি ?

উ: প্যারেনকাইমা

35. জাইলেম তন্তু বা কাষ্ঠল তন্তু মূলত কয় প্রকার ?

উ: দুই প্রকার

36. জাইলেম ও ফ্লোয়েম হলো এক প্রকার কি কলা ?

উ: জটিল স্থায়ী কলা

37. উদ্ভিদকোষের গলগি বডি কে কি বলা হয় ?

উ: ডিকটিওজোম বলে 

38. বংশগতির ধারক ও বাহক কে ?

উ: ক্রোমোজোম

39. রক্ত একপ্রকার কি কলা ?

উ: তরল যোগ কলা

40. কোষের DNA এর গঠন কে আবিষ্কার করেন ?

উ: ওয়াটসন ও ক্লিক

আরও পড়ুন :

চলন ও গমন কাকে বলে ? চলন ও গমনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ? 

হরমোন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ? 

1 thought on “কোষ ও কলা mcq প্রশ্ন ও উত্তর”

Leave a Comment