স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

স্নায়ুতন্ত্র কাকে বলে

প্রাণী দেহের এমন একটি তন্ত্র আছে যার সাথে বাইরের যে কোন উদ্দীপনা যেমন তাপ, তাপ, আলো ইত্যাদি প্রাণী দেহ গ্রহণ করতে পারে এবং এই উদ্দীপনার সাহায্যে সাড়াও দিতে পারে যার ফলে পরিবেশের সঙ্গে প্রাণী দেহের একটি যোগাযোগ মাধ্যম গড়ে ওঠে আর একেই বলা হয় স্নায়ুতন্ত্র বা Nervous system ।

পড়ুন : অভিযোজন কাকে বলে ?

স্নায়ুন্ত্রের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর গুলো দেখে নেওয়া যাক যেগুলি তোমাদের খুবই কাজে লাগবে ।

স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. স্নায়কোষের দীর্ঘ প্রবর্ধককে কি বলা  হয় ?

উ: অ্যাক্সন

2. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া ?

উ: 12 জোড়া 

3. মানুষের দৃষ্টি হল ?

উ: দ্বিনেত্র

4. কান্না, হাসি, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি মানসিক আবেগ মস্তিষ্কের কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে ?

উ: হাইপোথ‍্যালামাস

5. স্নায়ুতন্ত্রের ধারক কোষটির নাম কি ?

উ: নিউরোগ্লিয়া

6. অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ ?

উ: রড কোষ 

7. লাল ও সবুজ রং দেখতে পায় না কোন প্রাণী ?

উ: কুকুর 

8. মস্তিস্কের সবথেকে বড় অংশের নাম কি ?

উ: সেরিব্রাম 

9. মস্তিষ্কের প্রকোষ্ঠকে কি বলা হয় ?

উ: ভেন্ট্রিকল

10. যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে কি বলে?

উ: মায়েপিয়া বলে 

11. কানের ভারসাম্য রক্ষা করে কে ?

উ: অটোলিথ 

12. দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?

উ: কানের স্টেপিস

13. মানুষের সব থেকে বড় করোটিয় স্নায়ুর নাম কি ?

উ: ভেগাস

14. করপাস ক‍্যালোসাম কোথায় অবস্থিত ?

উ: গুরু মস্তিষ্কে

15. কত বছর বয়সে মানুষের প্রেস বায়োপিয়া দেখা যায় ?

উ: 40 এর ঊর্ধ্বে

16. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি কি বলা হয় ?

উ: নিউরন বলে

17. মেনিনজিস আবরণীটি কতো স্তর বিশিষ্ট ?

উ: তিনস্তরীয়

18. মস্তিষ্কের ভেতরের আবরণীটির নাম কি ?

উ: পায়ামেটার 

19. মস্তিষ্কের ওজন কত কেজি হয় সাধারণত ?

উ: প্রায় 1.6 কেজি

20. মানুষের মস্তিষ্কে সুষুস্মা স্নায়ুর সংখ্যা কত জোড়া ?

উ: 31 জোড়া 

21. মানুষের স্নায়ু স্পন্দনের গতি সেকেন্ডে কত মিটার পর্যন্ত হয় ?

উ: 100-200 মিটার পর্যন্ত

22. যেসব ব্যক্তিরা মৌলিক রং গুলি দেখতে পায় না তাদের কি বলে ?

উ: বর্ণান্ধ বলে

23. মানুষের চোখের জল নির্গত না হলে কোন রোগটি দেখা দেয় ?

উ: গ্লুকোমা । এই রোগে মানুষ অন্ধ হয়ে যায়

24. দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোন মস্তিষ্ক ?

উ: লঘু মস্তিষ্ক

25. মানুষের চোখে রড কোষের সংখ্যা কত গুলি ?

উ: প্রায় 11 কোটি 

26. দেহের বৃহত্তম অস্থির নাম কি ?

উ: ফিমার

27. জিভের স্বাদ গ্রহণের বর্ণনা ?

উ: জিভের সামনে মিষ্টি, পিছনে তেতো, মাঝে নোনতা, দুই পাশে টক স্বাদ গ্রহণে ব্যবহৃত হয় ।

28. মানুষের সবথেকে বড় স্নায়ু কোনটি ?

উ: সায়াটিক নার্ভ

29. দুটি নিউরনের সংযোগস্থল কে কি বলা হয় ?

উ: সাইন্যাপস বলে

30. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থল কে কি বলে ?

উ: ব্লাইড স্পট

আরও পড়ুন :

অভিব্যক্তি কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ?

হরমোন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ?

Leave a Comment