অভিব‍্যক্তি কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ?

টেলিগ্ৰামে জয়েন করুন

অভিব‍্যক্তি কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ?

অভিব‍্যক্তি কাকে বলে : 

যে মন্থর ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম উদবংশীয় জীব থেকে নানান পরিবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের উন্নত ও জটিল জীবের সৃষ্টি লাভ হয় তাকেই বলা হয় অভিব্যক্তি ?

অভিব‍্যক্তির গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উ: জেনোফেন

2. অভিব্যক্তিকে “পরিবর্তনসহ বংশক্রম” বলেছেন কোন বিজ্ঞানী ?

উ: চার্লস ডারউইন

3. অভিব‍্যক্তি শব্দটির জনক কোন বিজ্ঞানী ?

উ: হার্বাট স্পেন্সার

4. ঘোড়ার অভিব্যক্তির পর্যায়টি কি ?

উ: ইউহিপ্পাস > মেসোহিপ্পাস > মেরিচিপ্পাস> প্লায়োহিপ্পাস > ইকুয়াস

5. পাখির ডানা ও প্রজাপতির ডানা কোন ধরনের অঙ্গ ?

উ: সমবৃত্তীয় অঙ্গ

6. মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?

উ: অ্যাপেন্ডিক্স

7. জীবজনি সূত্র এর প্রবক্তা কোন  বিজ্ঞানী ?

উ: হেকেল

8. জার্মপ্লাজম মতবাদের প্রবক্তার নাম কি?

উ: ভাইসম্যান

9. অস্তিত্বের জন্য সংগ্রাম এই কথাটি উল্লেখ করেন কোন বিজ্ঞানী ?

উ: চার্লস ডারউইন

10. ঘোরার প্রাচীনতম আদি পুরুষের নাম কি ?

উ: ইউহিপ্পাস

11. অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা করলেন কোন বিজ্ঞানী ?

উ: ল্যামার্ক

12. Philosophie Zoologique বইটির আবিষ্কারক কোন বিজ্ঞানী ?

উ: ল্যামার্ক

13. মিউটেশন তত্ত্ব এর প্রবক্ত হলেন কোন বিজ্ঞানী ?

উ: হুগো দ‍্যা ভ্রিস

14. তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি জাতীয় অঙ্গ ?

উ: সমসংস্থ অঙ্গ

15. প্রাকৃতিক নির্বাচন বাদ তত্ত্বের প্রবক্তা হলেন কোন বিজ্ঞানী ?

উ: ডারউইন

16. আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি?

উ: ইকুয়াস

17. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের অনুপস্থিতি গ্যাসটির নাম কি ?

উ: অক্সিজেন

18. পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব ঘটে কোথায় ?

উ: জলে

19. যোগ্যতমের উদবর্তন টির প্রবক্তা কে ?

উ: হার্বাট স্পেনসার

20. অভিব্যক্তির দুটি কারণ কি ?

উ: মিউটেশন ও অভিযোজন

আরও পড়ুন :

অভিযোজন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? 

বংশগতি কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? 

1 thought on “অভিব‍্যক্তি কাকে বলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ?”

Leave a Comment