হরমোন কাকে বলে এবং হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ?

টেলিগ্ৰামে জয়েন করুন

হরমোন কাকে বলে এবং হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

হরমোন কাকে বলে :

যে জৈব রাসায়নিক পদার্থ কোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তক্ষরা গ্রন্থি নিশ্রিত হয়ে বিশেষ উপায়ে পরিবাহিত হয়ে জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তিও কাজ কর্মের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয় তাকে বলা হয় হরমোন ।

পড়ুন : সন্ধি কাকে বলে এবং প্রকারভেদ

হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :

1. হরমোন কথাটি কোথা থেকে এসেছে ?

উ: গ্রিক শব্দ হরম‍্যাসিন বা হরমাও থেকে এসেছে ।

2. হরমোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

উ: 1905 খ্রীঃ বেলিস এবং স্টারলিং

3. নিজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটির নাম কি ?

উ: জিব্বেরেলিন

4. উদ্ভিদের কোন হরমোনটি  বার্ধক্যরোধকারী ?

উ: কাইনিন

5. নারকেলের দুধে যে হরমোনটি পাওয়া যায় তার নাম কি ?

উ: কাইনিন

6. কোন হরমোনটিকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় ?

উ: ইনসুলিন

7. ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ?

উ: ফ্লোরিজেন

8. ডিম্বাশয় নিশ্রিত একটি হরমোনের নাম কি ?

উ: ইস্ট্রোজেন

9. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় কোন হরমোন ?

উ: IAA

10. ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কোন হরমোনকে ?

উ: থাইরক্সিন

11. কোন হরমোনটি রক্ত শর্করা কমাতে সাহায্য করে ?

উ: ইনসুলিন

12. আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোন এর নাম কি ?

উ: 2, 4―D

13. কোন হরমোনের সাহায্যে ব্যাঙ্গাচি ব্যাঙে রূপান্তরিত হয় ?

উ: থাইরক্সিন

14.জরুরীকালীন হরমোন বলা হয় কাকে?

উ: অ্যাড্রিনালিনকে

15. ACTH খরিত হয় কোন গ্রন্থি থেকে ?

উ: পিটুইটারি গ্রন্থি থেকে

16. BMR বাড়ায় কোন হরমোন ?

উ: থাইরক্সিন

17. কোন হরমোনের অধিকক্ষরণে গাইটার বা গলগন্ড রোগ হয় ?

উ: থাইরক্সিন

18. বড়দের মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের অভাব জনিত কারণে ?

উ: থাইরক্সিন

19. উদ্ভিদের সস‍্যে ও ফলে কোন হরমোন পাওয়া যায় ?

উ: সাইটোকাইনি

20. মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে যাওয়াকে কি বলে ?

উ: গ্লুকোসুরিয়া 

21. শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগটি হয় ?

উ: ক্রেটিনিজম

22. ডায়াবেটিস মেলিটাস রোগটি কোন হরমোনের অভাবে দেখা দেয় ?

উ: ইনসুলিন

23. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় ?

উ: পিটুইটারি গ্রন্থিকে

24. খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন ?

উ: জিব্বেরেলিন

25. ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?

উ: অক্সিন

26. GH এর অভাবে কোন রোগটি হয় ?

উ: বামনত্ব

27. গোনাড কাকে বলে ?

উ: শুক্রাশয় ও ডিম্বাশয়কে

28. লোকাল হরমোন কাকে বলা হয় ?

উ: টেস্টেস্টেরন

29. রাসায়নিক দূত কাকে বলা হয় ?

উ: হরমোনকে

30. জরায়ু সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে কোন হরমোন ?

উ: অক্সিটোসিন

31. প্রথম আবিষ্কৃত হরমোন টির নাম কি ?

উ: সিক্রিটিন

32. ফাইটোহরমোন কাকে বলা হয় ?

উ: উদ্ভিদ হরমোন গুলিকে বলা হয়

33. একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম কি ?

উ: জিব্বেরেলিন

34. STH অধিক ক্ষরণের ফলে ফলে কোন রোগটি হয় ?

উ: গ্ৰেভস

35. মিশ্রগ্রন্থি কাকে বলা হয় ?

উ: অগ্নাশয়কে

36. একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি ?

উ: অ্যাবসিসিক অ্যাসিড

37. জুভেনাইল হরমোন দেখা যায় ?

উ: পতঙ্গের 

38. হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

উ: অ্যাড্রিনালিন

39. মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয়  ?

উ: পিটুইটারি নির্যাস

40. গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন ?

উ: প্রোজেস্টেরন

আরও পড়ুন : বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম