সিন্ধু সভ‍্যতা, সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন | Indus Civilization, History Mcq In Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

Table of Contents

সিন্ধু সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন | Indus Civilization, History Mcq In Bengali

সিন্ধু সভ‍্যতা যাকে আমরা সিন্ধু উপত্যকা সভ্যতা বা হরপ্পা সভ্যতাও বলে থাকি । এই সভ্যতাটি মূলত একটি ব্রোঞ্জ যুগকেন্দ্রিক সভ্যতার নিদর্শন , যা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সস্কৃতির উদাহরণ । পৃথিবীর তিনটে প্রাচীনতম সভ্যতার মধ্যে মিশর প্রদেশের সিন্ধু সভ্যতার বিস্তৃতি সবচেয়ে বেশি ছিল ।

সিন্ধু সভ‍্যতার ইতিহাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

সিন্ধু সভ‍্যতা আবিষ্কার সংক্রান্ত বিবরণ :

1920 সালে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই সভ্যতার নিদর্শন তথ্য আবিষ্কৃত করা হয়েছিল, যেটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত । এই সভ্যতাটির ক্ষেত্রে সিন্ধু নদী বরাবর বিস্তৃত ছিল যা যা বর্তমান সময়ে উত্তর-পূর্ব আফগানিস্তান থেকে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত । হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতাকে সিন্ধু সভ্যতার প্রধান দুটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে গণ্য করা হয়।

হরপ্পা ও মহেঞ্জোদারো সভ‍্যতা :

হরপ্পা : 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন যা পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশের রাভি বা  ইরাবতী নদীর তীরে অবস্থিত । এই সভ্যতাটি পাকিস্তানের অন্যতম সুরক্ষিত শহর ছিল যেখানে, বালি এবং কাদা মাটির তৈরি  অনেক বহুতল ছাদসহ   25,500 জন লোকের বসবাস ছিল এই  370 একর জমি জুড়ে বৃস্তিত সভ্যতাটিতে।

মহেঞ্জোদারো : 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেছিলেন, যেটি মূলত লারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত । এই সভ্যতায় মোরগ লড়াই ও বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিশাল নগর পরিকল্পনা ।

সিন্ধু সভ‍্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :

1. সিন্ধু সভ‍্যতা একটি কোন যুগের সভ্যতার উদাহরণ ?

উ: তাম্র ব্রোঞ্জ যুগের

2. সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটির নাম কি ছিল ?

উ: লোথাল

3. সিন্ধু সভ‍্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ?

উ: জন মার্শাল

4. সিন্ধু সভ্যতার লিপি গুলি যে পদ্ধতিতে লেখা হতো তার নাম কি ?

উ: বৌস্টফেডন পদ্ধতিতে

5. সিন্ধু সভ্যতার লিপি গুলি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো ?

উ: প্রথম লাইন  ডান দিক থেকে বাম দিকে, এবং দ্বিতীয় লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো ।

6. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার করতে জানতো না ?

উ: লোহা

7. সিন্ধু যুগের বাড়ি গুলি মূলত কি দিয়ে তৈরি করা হতো ?

উ: ইট

8. সিন্ধু যুগীর সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল ?

উ: কৃষিকাজ

9. সিন্ধু যুগীয় সভ্যতায় বৃহৎ স্নানাগারটির নিদর্শন কোথায় মেলে ?

উ: মহেঞ্জোদারোতে

10. সিন্ধু সভ্যতায় কালিবঙ্গান এর অবস্থান কোথায় ?

উ: রাজস্থানে অবস্থিত

11. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ?

উ: মেহেরগড় সভ্যতা

12. পৃথিবীর প্রথম কোন সভ্যতার মানুষেরা তুলোর চাষ করেছিলেন ?

উ: সিন্ধু যুগীয় সভ্যতার মানুষেরা

13. প্রথম কাঠের লাঙলের সন্ধান পাওয়া গিয়েছে কোন স্থানে ?

উ: কালিবঙ্গানে

14 . সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?

উ: ভোগাবর নদীর তীরে

15. সিন্ধু সভ‍্যতা অবক্ষয় বা ধ্বংসের প্রধান কারণ কি ছিল ?

উ: বন্যা ও পরিবেশের পরিবর্তন

16. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি কোন ধাতুর তৈরি ?

উ: তামা ও ব্রোঞ্জ

17. হরপ্পা সভ্যতায় পশু হিসেবে সম্মান করা হতো কাকে ?

উ: ষাঁড়কে

18. হরপ্পা সভ্যতার কোন শহরটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে?

উ: ধোলাভিরা

19. সুমেরু সভ্যতার লোকেরা সিন্ধু সভ্যতা কে কি নামে ডাকত ?

উ: মেলুহা নামে

20. পাথরের নির্মিত নটরাজ মূর্তির সন্ধান পাওয়া গেছে কোথায় ?

উ: হরপ্পা সভ্যতায়

21. পোড়া চুড়ির সন্ধান পাওয়া গেছে কোথায় ?

উ: কালিবঙ্গান

22. মেঝেতে ডিজাইন করা টালি বসানোর তথ্য কোথায় পাওয়া গেছে ?

উ: কালিবঙ্গানে

23. কোন দেশের সাথে হরপ্পা সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলত ?

উ: সুমেরু

24. হরপ্পা কথাটির আক্ষরিক অর্থ কী বোঝায় ?

উ: পশুপতির খাদ্য

25. হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল ?

উ: দ্রাবিড়

26. মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ কি ?

উ: মৃতের স্তুপ

27. সিন্ধু যুগের সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল কোথায় অবস্থিত ?

উ: গুজরাটে অবস্থিত

28. হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন কে ?

উ: চার্লস ম‍্যাসন

29. সমকালীন তাম্র যুগের কোন সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য মেলে ?

উ: মেসোপটেমিয়া সভ্যতা

30. সিন্ধু বাসীদের বাণিজ্যের জন‍্য ব‍্যবহৃত উপকূল কোনটি ছিল ?

উ: মারাকান উপকূল

31. সিন্ধু যুগীয় সভ্যতার আদিবাসী মানুষের প্রধান খাদ্য শস্য কি ছিল ?

উ: গম

32. হরপ্পা সভ্যতার কোন স্থানে একটি ঘোড়ার সন্ধান পাওয়া গেছে ?

উ: সুরকোটাডা

33. হরপ্পা সভ্যতার সীলমোহর গুলি মূলত কোন পাথর দ্বারা নির্মিত হতো ?

উ: স্টিবেটাইট

34. কোথায় প্রত্যন্ত জল নিকাশি ব্যবস্থার সন্ধান মেলে ?

উ: মহেঞ্জোদারোতে

35. হরপ্পা যুগায় সভ্যতার বাটখারা গুলির আকার কেমন ছিল ?

উ: আয়তকার

 

আরও পড়ুন : চোল বংশ সম্পর্কিত প্রশ্ন

ভিডিও : সিন্ধু সভ‍্যতা সম্পর্কিত

1 thought on “সিন্ধু সভ‍্যতা, সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন | Indus Civilization, History Mcq In Bengali”

Leave a Comment