পরিমাপ কাকে বলে ? পরিমাপের ধারণা ও ব‍্যবহার

টেলিগ্ৰামে জয়েন করুন

সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বটিতে আপনাদের সাথে আলোচনা করলাম পরিমাপ কাকে বলে এবং পরিমাপের ধারণা সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ‍্যটি।

পরিমাপ কাকে বলে ? পরিমাপের ধারণা ও ব‍্যবহার

পরিমাপ কাকে বলে :

পূর্বনির্দিষ্ট বা স্বীকৃত নিয়মের ভিত্তিতে কোনো প্রাকৃতিক বিষয়ের প্রতি সংখ্যা আরোপ করার পদ্ধতিই হল পরিমাপ।

দৈনন্দিন জীবনে পরিমাপের ধারণা ও ব্যবহারের ব্যাখ্যা :

ধরা যাক , একটি রুলার বা স্কেলের সাহায্যে একটি পেনসিলের দৈর্ঘ্য নির্ণয় করে পাওয়া গেল 10 সেমি। এক্ষেত্রে , রুলারের ওপর নির্দিষ্ট ব্যবধানে অঙ্কিত একটি পূর্বনির্দিষ্ট ও সুবিধাজনক দৈর্ঘ্যের পরিমাণকে একটি প্রমাণ দৈর্ঘ্য বলে বিবেচনা করা হয়েছে , যার মানের 10 গুণই হল পেনসিলটির দৈর্ঘ্যের সমান। অর্থাৎ, ‘দৈর্ঘ্য’- এই প্রাকৃতিক বিষয়টির প্রতি 10 সংখ্যাটি সুনির্দিষ্ট নিয়মের (প্রমাণ দৈর্ঘ্য হিসাবে একটি নির্দিষ্ট দূরত্বকে 1 সেমি বলে নির্বাচন) প্রেক্ষিতে আরোপ করা সম্ভব হয়েছে। এখানে 10 সংখ্যাটিকে বলা হয় পরিমাপের সাংখ্যমান এবং সেমি হল দৈর্ঘ্যের একটি একক।

নির্দিষ্ট ও স্বীকৃত একক মানের প্রাকৃতিক বিষয় বা বৈশিষ্ট্যের সঙ্গে একই জাতীয় একটি অজানা ভৌতরাশির মানের তুলনা করার পদ্ধতিই হল পরিমাপ।

আরও পড়ুন :

ভৌতরাশি কাকে বলে এবং প্রকারভেদ ? 

রাশিবিজ্ঞান কাকে বলে ? রাশিবিজ্ঞানের কাজ, ধারণা ও উপযোগিতা ?

1 thought on “পরিমাপ কাকে বলে ? পরিমাপের ধারণা ও ব‍্যবহার”

Leave a Comment