স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য আলোচনা করো

টেলিগ্ৰামে জয়েন করুন

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে তোমাদের সামনে উপস্থাপন করলাম স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য সম্পর্কে। চলো একনজরে বিস্তারিত আলোচনাটি দেখে নেওয়া যাক।

স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য আলোচনা করো

স্কেলার রাশি : যে সব প্রাকৃতিক রাশির শুধুমাত্র মান আছে কোনো দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। উদাহরণ হিসেবে – দৈর্ঘ্য , ভর , সময় , জনসংখ্যা , নদীর গভীরতা , দ্রুতি , কাজ প্রভৃতি।

ভেক্টর রাশি : যে সমস্ত প্রাকৃতিক রাশির মান এবং দিক দুই ই আছে তাদেরকে দিক রাশি বা ভেক্টর রাশি বলে। উদাহরণ হিসেবে – সরন , বেগ , ত্বরণ , মন্দন , বল , ওজন ইত্যাদি দিক রাশি।

স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য :

স্কেলার রাশি ভেক্টর রাশি
যে রাশির শুধুমাত্র মান আছে ,  কিন্তু অভিমুখ নেই এমন রাশিকে স্কেলার রাশি বলে । উদাহরণ – ভর , সময় , চাপ , উষ্ণতা ইত্যাদি। মান ও অভিমুখ দুই-ই বর্তমান এবং যাদের যোগ বা বিয়োগ বিশেষ সংযোজন সূত্র মেনে করতে হয় এমন রাশিগুলিই ভেক্টর রাশি হিসেবে পরিচিত । উদাহরণ – ক্ষেত্রফল , বল , ভরবেগ , সরণ ইত্যাদি।
মানের পরিবর্তন হলে এই রাশির পরিবর্তন ঘটে। মান বা অভিমুখ দুই-ই পরিবর্তনে এই রাশির পরিবর্তন ঘটে।
শুধুমাত্র সাংখ্যমানের যোগ বা বিয়োগ দ্বারাই এই রাশির যোগ বা বিয়োগ সম্ভব। মানের সঙ্গে অভিমুখও বিবেচনা করতে হয় বলে ভেক্টর রাশির যোগ শুধুমাত্র সাংখ্যমানের যোগ বা বিয়োগ দ্বারা নয় , নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়।
দুটি স্কেলার রাশির গুণফল সর্বদাই প্রকৃতিগত ভাবে স্কেলার রাশি হয়। দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হয়ে থাকে। যেমন- কৃতকার্য = বল x সরণ (স্কেলার গুণন); কৌণিক ভরবেগ = ব্যাসার্ধ ভেক্টর × ভরবেগ (ভেক্টর গুণন)।
আরও পড়ুন :

পরিমাপ কাকে বলে ? পরিমাপের ধারণা ও ব‍্যবহার ?

Leave a Comment