ভৌত রাশি কাকে বলে | ভৌত রাশি কয় প্রকার ও কী কী

টেলিগ্ৰামে জয়েন করুন

সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বটিতে তোমাদের সাথে শেয়ার করলাম ভৌত রাশি কাকে বলে এবং ভৌত রাশির প্রকারভেদ সম্পর্কে।

ভৌত রাশি কাকে বলে | ভৌত রাশি কয় প্রকার ও কী কী

ভৌত রাশি কাকে বলে :

পরিমাপযোগ্য যে-কোনো প্রাকৃতিক বিষয়কেই সাধারণভাবে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বা এককথায় রাশি বলা হয়।

উদাহরণ : একটি পাত্রে রাখা কিছু পরিমাণ জলের ভর , আয়তন , ঘনত্ব , উষ্ণতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলিকে উপযুক্ত পরিমাপক ব্যবস্থার সাহায্যে পরিমাপ করা সম্ভব। সুতরাং এগুলির সবকটিই হল ভৌতরাশি।

মান ও অভিমুখের ধারণার ওপর নির্ভর করে ভৌতরাশিকে দুটি শ্রেণিতে বিভক্ত করা হয় যথা ১. স্কেলার রাশি ও ২. ভেক্টর রাশি।

১. স্কেলার রাশি : শুধুমাত্র মানের উল্লেখ বা নির্দেশের সাহায্যে যেসকল রাশিকে বর্ণনা করা যায়, কোনো অভিমুখের ধারণার প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে।

যেমন : ভর , চাপ , আয়তন , তাপ , তড়িদাধান , তড়িৎপ্রবাহমাত্রা প্রভৃতি।

২. ভেক্টর রাশি : মান ও দিক-এই দুটি বৈশিষ্ট্যের সাহায্যেই যে-সকল ভৌতরাশিকে সঠিকভাবে বর্ণনা করা যায় এবং যে-সকল রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে করা যায় না, নির্দিষ্ট কতকগুলি জ্যামিতিক নিয়ম অনুসারেই কেবলমাত্র করা সম্ভব হয় তাদের বলা হয় ভেক্টর রাশি।

যেমন : সরণ , বেগ , ত্বরণ , বল , তড়িৎক্ষেত্রপ্রাবল্য , চৌম্বক আবেশ প্রভৃতি।

আরও পড়ুন :

রাশিবিজ্ঞান কাকে বলে ? রাশিবিজ্ঞানের কাজ, কারণ ও উপযোগিতা ?

Leave a Comment