হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন

টেলিগ্ৰামে জয়েন করুন
হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন
হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন

১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি ইরাবতী নদীর তীরে অবস্থিত । এই হরপ্পা সভ্যতা থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের দেওয়া হলো ।

হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন :

1. হরপ্পা সভ্যতার আবিষ্কৃত সালটি কত ?

উ: 1921 সাল। 

2. হরপ্পা সভ্যতার কালসীমা কত ছিল ?

উ: 3000 – 1500 খ্রিস্টপূর্বাব্দ

3. হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন কে ?

উ:দয়ারাম সাহানি

4. হরপ্পা সভ্যতা একটি কি ধরনের সভ্যতা ছিল ?

উ: নগর কেন্দ্রিক

5. হরপ্পা সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না ?

উ: ঘোড়ার ব‍্যবহার জানতে না । 

6. হরপ্পা সভ্যতায় কোন লিপির ব্যবহার ছিল ?

উ: সিন্ধু লিপি

7. কোন বন্দরের সাথে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলতো ?

উ: লোথাল বন্দরের সাথে

8. হরপ্পা সভ্যতাটি কোন যুগের সভ্যতা ?

উ: তাম্র প্রস্তর যুগের

9. ভারতের প্রাচীনতম সভ্যতা টির নাম   কি ?

উ: সিন্ধু সভ্যতা

10. কোন সভ্যতার লোকেরা পৃথিবীতে প্রথম তুলো চাষ করেছিল ?

উ: সিন্ধু সভ্যতার লোকেরা

11. হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

উ: ইরাবতী বা রাভি নদীর তীরে।

12. হরপ্পা সভ্যতার লোকেরা বাণিজ্যকে কি বলতো ?

উ: মেহুলা

13. হরপ্পা সভ্যতায় একমাত্র পুরুষ দেবতার নাম কি ছিল ?

উ: পশুপতি বা আদিশিব

14. হরপ্পা সভ্যতার মৃতদেহকে কটি পর্যায়ে সৎকার করা হতো ?

উ: তিনটি পর্যায়ে

15. হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালি বঙ্গানের অর্থ কি ছিল ?

উ: কাল কঙ্কন

16. হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল ?

উ: কৃষি ও পশুপালন

17. অল্প সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুর নির্মিত ?

উ: ব্রোঞ্জ ধাতু

18. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিঞ্জ‍্য করত ?

উ: মেসোপটেমিয়ার সঙ্গে

19. হরপ্পা সভ্যতার লোকেরা কোন গুরুত্বপূর্ণ ফসল গুলো উৎপাদন করতো ?

উ: গম, বার্লি এবং সরিষা

20. হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ  কোথায় খোদিত রয়েছে ?

উ: মহেঞ্জোদারো

আরও পড়ুন : 

সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন 

2 thoughts on “হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত ইতিহাসের mcq প্রশ্ন”

Leave a Comment