ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ PDF|বিভিন্ন ষোড়শ মহাজনপদের রাজধানী, বর্তমান অবস্থান | Indian 16 Mahajanapadas

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ

ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ🙁Indian 16 Mahajanapadas) প্রাচীন ভারতের ইতিহাসের দিকে তাকালে আমরা অবশ্যই মহাজনপদের অস্তিত্ব লক্ষ্য করতে পায়। প্রাচীন ভারতে মোট ১৬ টি মহাজনপদ ছিল। মহাজনপদ  গুলি ছিল ১৬ টি রাজ্য যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে দ্বিতীয় নগরায়নের সময় পর্যন্ত পর্যন্ত বিদ্যমান ছিল।

ষোড়শ মহাজনপদ গুলি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গঠিত হয়েছিল। এই মহাজন পদগুলির বিশেষ বৈশিষ্ট্য ছিল রাজ্য গঠন। মহাজনপদের উত্থানের সাথে সাথে উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাস আরো সুস্পষ্ট হয়ে ওঠে। ষোড়শ মহাজনপদ গুলিতে রাজতন্ত্র ও প্রজাতন্ত্র উভয়ই ছিল। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ তালিকা টি তোমাদের দেখা অবশ্যই প্রয়োজন।

ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ :

 মহাজনপদরাজধানীবর্তমান অবস্থান
1অবন্তীউজ্জয়িনী (উত্তরের রাজধানী) মহিষমতি (দক্ষিণের রাজধানী)মালব
2অঙ্গচম্পাপূর্ব বিহার
3অশ্মকপোটানা/পোটালিগোদাবরী উপত্যকা
4কুরুহস্তিনাপুর (মহাভারতের কালে),ইন্দ্রপ্রস্থদিল্লি
5কোশলশ্রাবস্তীঅযোধ্যা
6কাশীবারাণসীবেনারস
7কম্বোজরাজপুরদক্ষিণ-পশ্চিম কাশ্মীর
8গান্ধারতক্ষশীলাপেশোয়ার ও রাওয়ালপিন্ডি
9চেদীশুকতিমতীবুন্দেলখন্ড
10পাঞ্চালঅহিছত্র ( উঃ রাজধানী), কাম্পিল‍্য (দঃ রাজধানী)বেরিলি-বদায়ুন অঞ্চল
11বৃজ্জিবৈশালীউত্তর বিহার
12বৎসকৌশাম্বীএলাহাবাদ
13মল্লকুশীনারা এবং পাবাগোরখপুর
14মগধপ্রথমে রাজগৃহ, পরে পাটলিপুত্রদক্ষিণ বিহার
15মৎসবিরাটনগরজয়পুর
16শূরসেনমথুরামথুরা

আরও পড়ুন :

হরপ্পা সভ‍্যতা সম্পর্কিত প্রশ্ন উত্তর

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা

বিভিন্ন ঐতিহাসিক ষরযন্ত্র মামলা 

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের ষোড়শ মহাজনপদ সমূহ
Language : বাংলা
Size : 35 KB 
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় ?

উ: বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তরনিকা

2. মহাজনপদ শব্দের অর্থ কি ?

উ: বৃহৎ রাজ‍্য

3. মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন কে ?

উ: উদয়িন

4. বিম্বিসার কোন মহাজনপদটিকে দখল করেছিলেন ?

উ: অঙ্গ

5. রাজা প্রসেনজিৎ কোন মহাজনপদে রাজত্ব করেছিলেন ?

উ: কোশল

6. গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল ?

উ: অশ্মক

7. তক্ষশীলা কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ?

উ: সিন্ধু ও ঝিলাম

8. গৌতম বুদ্ধ কোন মহাজনপদে প্রায়ত হয়েছিলেন ?

উ: মল্ল

Leave a Comment