বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ PDF | Various historical conspiracy cases

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ PDF

আজকের আলোচনা ভারতীয় ইতিহাসের  বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা   সম্পর্কে। যে কোন রকম সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস থেকে বেশি পরিমাণে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সুতরাং ভারতীয় ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ গুলি দেখে নাও।

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা :

ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে ভারতের ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা দেখা দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানের জন্য ভারতীয় বিপ্লবীরা তারা নিজেদের তড়িৎ পন্থায় যুদ্ধ করেন। ভারতীয় স্বাধীনতার জন্য বিপ্লবী আন্দোলনগুলি ছিল ভূগর্ভস্থ।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মধ্যপন্থী, চরমপন্থী নেতৃত্ব এবং ভারতীয় যুবকরা বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় বিপ্লবীরা ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে তারা নিজেদের পন্থা অবলম্বন করে লড়াই করেছিল এই নিবন্ধে আমরা একটি বিখ্যাত বিভিন্ন ষড়যন্ত্র মামলার তালিকা প্রকাশ করলাম যা ভারতে ব্রিটিশ শাসনের অবসানের অবদান রেখেছিল।চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ গুলি।

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা :

লাহোর ষড়যন্ত্র মামলা (প্রথম)

সময় : 1915

কারণ : বিপ্লবী রাসবিহারী বসু উত্তর ভারতের বিভিন্ন সামরিক শিবিরে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করে। এই পটভূমিতে তার সহকর্মী বিষ্ণু গনেশ পিংলে লাহোরের সেনা শিবিরে বোমা ও কার্তুজ  সহ ধরা পড়ে যার ফলস্বরূপ লাহোর ষড়যন্ত্র মামলা।

অভিযুক্ত ব‍্যক্তি ও ফলাফল : কাতার সিং , বিষ্ণু গনেশ পিংলে সহ ১৭ জনের ফাঁসি হয়। এবং রাজবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান।

মুজফফরপুর যড়যন্ত্র মামলা

সময় : 1908 সাল ।

কারণ : কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় এই মামলা শুরু করা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী

ফলাফল : প্রফুল্ল চাকী আত্মহত্যা করেছিলেন এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল।

আলিপুর বোমা মামলা

সময় : 1908-09

কারণ : কলকাতার মুরারিপুকুর বাগান বাড়িতে বিপ্লবীদের গুপ্ত ঘাঁটি ছিল। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তাদের গুপ্ত ঘাটি ও বোমা উদ্ধার করে এবং বিপ্লবীরা ধরা পড়ে ও আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, কানাইলাল দত্ত, সত্যেন বসু ও উল্লাশকর দত্ত সহ মোট ৩৪ জন বিপ্লবী অভিযুক্ত হয়।

ফলাফল : অরবিন্দ ঘোষ বাদে বাকি বিপ্লবীদের ফাঁসি হয়েছিল।

কাকোরি ষড়যন্ত্র মামলা

সময় : 1925

কারণ: বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা গুলির মধ্যে অন্যতম ছিল কাকোরি ষড়যন্ত্র মামলা। বিপ্লবী ভগৎ সিংহের নির্দেশে বিপ্লবী রামপ্রসাদ বিসমিলা উত্তরপ্রদেশের কাকোরি রেলস্টেশনে ট্রেন ডাকাতি করার  পরিপেক্ষিতে এই মামলা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা, রাজেন্দ্রনাথ লাহিড়ী, যোগেশ চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ সান্যাল।

ফলাফল : রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা, রাজেন্দ্রনাথ লাহিড়ীর ফাঁসি এবং যোগেশ চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ সান্যালের যাবতজীবন কারাদণ্ড হয়েছিল।

হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা

সময় : 1910 সাল।

কারণ : ১৯১০ সালে ইন্সপেক্টর সামসুল আলমের হত্যার কারণে ।

অভিযুক্ত ব‍্যক্তি : যতীন মুখোপাধ্যায় ও নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

ফলাফল : ৩৪ জনের ফাঁসি এবং যতীন মুখোপাধ্যায় ও নরেন্দ্রনাথ ভট্টাচার্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

নাসিক ষড়যন্ত্র মামলা

সময় : 1910-11

কারণ : দামোদর বিনায়ক সাভারকরের পরিকল্পনা মত মদনলাল ধিংড়া কার্জন উইলিকে এবং অনন্তলক্ষণ কানহেরে নাসিকের ডিএম জ্যাকসনকে হত্যা করার কারণে এ মামলা হয়েছিল।

অভিযুক্ত ব‍্যক্তি : অনন্তলক্ষণ কানহেরে, কৃষ্ণগোপাল কার্ভে, নারায়ন দেশপান্ডে, দামোদর সাভারকার প্রমূখ।

ফলাফল : অনন্তলক্ষণ কানহেরে, কৃষ্ণগোপাল কার্ভে, নারায়ন দেশপান্ডের ফাঁসি এবং দামোদর সাভারকারের 26 বছর কারাদণ্ড হয়েছিল।

তিনেভেলি ষড়যন্ত্র মামলা

সময় : 1911-15

কারণ : মাদ্রাজের বিপ্লবী চিদাম্বরণ পিল্লাই ও তুতিকোরিন তিনেভেলিতে সরকারবিরোধী কার্যকলাপ শুরু করে। তারা ইংরেজ ম্যাজিস্ট্রেট অ্যাশকে কে হত্যা করার কারণে এই মামলা হয়েছিল।

অভিযুক্ত ব‍্যক্তি ও ফলাফল : চিদাম্বরণ পিল্লাই, শুব্রক্ষনীয় শিব , ধর্মরাজ আইয়ার ও ভেঙ্কাটেশ্বর আইআর সহ 14 জনকে গ্রেফতার করা হয়।

রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা

সময় : 1913

কারণ : বড়লাট লর্ড হার্ডিঞ্জ এবং শ্রীহট্টের ম্যাজিস্ট্রেট গর্ডন সাহেবকে হত্যার কারণে এই মামলা হয়েছিল।

অভিযুক্ত ব‍্যক্তি : অমৃতলাল হাজরা, দীনেশ চন্দ্র সেনগুপ্ত, চন্দ্রশেখর দে, কালিপদ ঘোষ, উপেন্দ্রনাথ রায় চৌধুরী, খগেন্দ্রনাথ চৌধুরী প্রমুখ।

দিল্লি ষরযন্ত্র মামলা

সময় : ১৯১২ সালে বিপ্লবী  রাসবিহারী বসুর নির্দেশে বিপ্লবী বসন্ত বিশ্বাস দিল্লিতে বড়লাট লর্ড হার্ডিজের উপর বোমা মামলা করে এই পরিপেক্ষিতেই এই মামলা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : বসন্ত বিশ্বাস, আমীর চাঁদ,অবোধবিহারী, রাসবিহারী বসু প্রমুখ।

ফলাফল : বসন্ত বিশ্বাস, আমীর চাঁদ,অবোধবিহারীর ফাঁসি হয় এবং  রাসবিহারী বসু অজ্ঞাতবাসে যান।

বরিশাল ষড়যন্ত্র মামলা

সময় : 1913- 15

কারণ : ১৯১২-১৪ সাল পর্যন্ত ১৪ টি সশস্ত্র রাজনৈতিক ডাকাতির পরিপ্রেক্ষিতে মামলা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : মদনমোহন ভৌমিক, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, প্রতুল চন্দ্র গাঙ্গুলী, রমেশ চন্দ্র চৌধুরী প্রমুখ।

ফলাফল : অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হয়।

হিন্দু ষড়যন্ত্র মামলা

সময় : 1914

কারণ : প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ শাসনের উচ্ছেদের পরিপ্রেক্ষিতে মামলা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : লালা হরদয়াল

ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলা

সময় : 1915

কারণ : মাভেরিক নামক জাহাজে করে ভারতে অস্ত্র আনা আনা হচ্ছিল। জাহাজটি উড়িষ্যার উপকূলে অস্ত্রসহ ধরা পড়ায় এই মামলা শুরু হয়।

অভিযুক্ত ব্যক্তি ও ফলাফল : বুড়িবালামের তীরে  সম্মুখ যুদ্ধে বাঘাযতীন এর মৃত্যু হয়। নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত ফাঁসি হয়।

রেশমি রুমিল ষরযন্ত্র মামলা 

সময় : 1916

কারণ : কাবুলে বিপ্লবীরা রেশমি রুমালে করে চিঠিপত্র আদান প্রদান করত গিয়ে তা ধরা পড়ে এই মামলার সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তি : বরকতুল্লা, মৌলনা ওবেদুল্লা, মহেন্দ্র প্রতাপ, মামুদ হাসান প্রমূখ অভিযুক্ত হন।

কানপুর ষড়যন্ত্র মামলা

সময় :1924

কারণ : চারজন কমিউনিস্ট বিপ্লব বিরোধী নেতাদের কার্যকলাপের জন্য এই মামলা হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : মুজফফর আহমেদ, এস এ ডাঙ্গে, সওকত ওসমানি ও নালিনী গুপ্ত প্রমুখ ব্যক্তি।

ঢাকা ষড়যন্ত্র মামলা

সময় : 1928

কারণ : ঢাকায় একটি রাজনৈতিক ডাকাতিকে কেন্দ্র করে এই মামলা শুরু হয়।

অভিযুক্ত ব‍্যক্তি : পুলিনবিহারী দাস, ভূপেশ চন্দ্র নাগ, শ্যামসুন্দর চক্রবর্তী, কৃষ্ণ কুমার মিত্র, সুবোধ মল্লিক সহ ৪২ জন অভিযুক্ত হন।

লাহোর ষড়যন্ত্র মামলা (দ্বিতীয়)

সময় : 1929

কারণ : বিপ্লবী ভগৎ সিং ১৯২৮ সালে লাহোরের ইন্সপেক্টর সন্ডার্সকে হত‍্যা করে । ১৯২৯ সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির পার্লামেন্টের সামনে বোমা নিক্ষেপ করে ও সাহারামপুরে বোমা তৈরি কারখানা আবিষ্কার করেন এই সূত্র ধরেই এই মামলা হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তি ও ফলাফল : ভগৎ সিং, শুকদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত প্রমুখের ফাঁসি হয়। বিপরী বাঘাযতীন দাস ৬৪ দিন অনশন করে প্রান ত্যাগ করে।

মীরাট ষড়যন্ত্র মামলা

সময় : 1929-33

কারণ : দিল্লির আইনসভার সামনে বোমা নিক্ষেপকে কেন্দ্র করে এই মামলা হয়েছিল।

অভিযুক্ত ব‍্যক্তি : এস এ ডাঙ্গে, মুজফফর আহমেদ, এস এস জোশ সহ 35 জন বিপ্লবী অভিযুক্ত হন।

আরও পড়ুন : 

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা তালিকা

 

PDF Details

File Name : বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা
Language : বাংলা
Size: 91 KB 
Clik Here To Download

1 thought on “বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ PDF | Various historical conspiracy cases”

Leave a Comment