বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা , শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা,শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম :

ভারতবর্ষের একটি লম্বা বৃস্তিত ইতিহাস রয়েছে যেখানে বিভিন্ন রাজবংশের উত্থান ও পতনের সাক্ষী রয়েছে । ভারতে প্রাচীন ও মধ্যযুগের অনেক রাজবংশ রাজত্ব করেছিল এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ  হল নন্দ বংশ, মৌর্য বংশ, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, দাস বংশ, প্রতিহার বংশ, ইত্যাদি বংশ দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিল ভারতের মাটিতে । আজকের আলোচনা বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা , শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম সম্পর্কে।

প্রাচীন ও মধ্যযুগের এই বংশ গুলির বিশেষ অবদান যা WBP, KP , RRB, WBCS,UPSC বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম :

রাজবংশপ্রতিষ্ঠতাশ্রেষ্ঠ রাজাশেষ রাজা
নন্দ বংশমহাপদ্ম নন্দধননন্দধননন্দ
হর্ষঙ্ক বংশবিম্বিসারঅজাতশত্রুনাগদশক
শিশুনাগ বংশশিশুনাগশিশুনাগমহানন্দিন
মৌর্য বংশচন্দ্রগুপ্ত মৌর্যঅশোকবৃহদ্রথ
কুষান বংশপ্রথম কদফিসেসকনিস্কদ্বিতীয় বাসুদেব
গুপ্ত বংশশ্রীগুপ্তসমুদ্রগুপ্তবিষ্ণুগুপ্ত
সাতবাহন বংশসিমুকগৌতমীপুত্র সাতকর্নিযজ্ঞশ্রী সাতকর্নি
পুষ‍্যভূতি বংশপ্রভাকরবর্ধনহর্ষবর্ধনহর্ষবর্ধন
পাল বংশগোপালদেবপালগোবিন্দ পাল
সেন বংশসামন্ত সেনবিজয় সেনকেশব সেন
প্রতিহার বংশহরিচন্দ্রপ্রথমভোজরাজ‍্যপাল
চালুক‍্য বংশপ্রথম পুলকেশীদ্বিতীয় পুলকেশীদ্বিতীয় কীর্তবর্মন
রাষ্ট্রকূট বংশদন্তিদূর্গতৃতীয় গোবিন্দচতুর্থ ইন্দ্র
পল্লব বংশপ্রথম সিংহবর্মনপ্রথম নরসিংহ বর্মনঅপরাজিত বর্মন
চোল বংশবিজয়ালয় চোলপ্রথম রাজেন্দ্র চোল,প্রথম রাজরাজ চোলতৃতীয় রাজেন্দ্র চোল
চান্দেলা বংশনান্নুকাযশোবর্মনহামিরবর্মন
দাস বংশকুতুবউদ্দিন আইবকইলতুৎমিসকায়ুমার্স
খলজি বংশজালালউদ্দিন ফিরোজ খলজিআলাউদ্দিন খলজিনাসিরুদ্দিন খসরু
তুঘলক বংশগিয়াসউদ্দিন তুঘলকফিরোজশাহ তুঘলকনাসিরুদ্দিন মামুদ শাহ
সৈয়দ বংশখিজির খাঁমোবারক শাহআলাউদ্দিন আলম শাহ
লোদি বংশবহুলুল লোদিসিকন্দর লোদিইব্রাহিম লোদি

 

বিভিন্ন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. সাতবাহন বংশের প্রতিষ্ঠতা কে ?

উ: সিমুক

2.হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?

উ: বিম্বিসার

3.প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উ: মিহির ভোজ

4. নন্দ বংশের প্রতিষ্ঠতা কে ?

উ: মহাপদ্মনন্দ

5. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উ: বিম্বিসার

6. পল্লব বংশের প্রতিষ্ঠতা কে ?

উ: প্রথম নরসিংহ বর্মন

7. গুপ্ত বংশের শেষ রাজা কে ?

উ: বিষ্ণুগুপ্ত

8. মৌর্য বংশের শেষ রাজা কে ?

উ: বৃহদ্রথ

9. নন্দ বংশের শেষ রাজা কে ?

উ: ধননন্দ

10. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উ: সমুদ্রগুপ্ত

 

আরও পড়ুন :

সেন বংশের প্রশ্ন উত্তর 

গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উত্তর 

মুঘল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর 

● গুরুত্বপূর্ণ সভ‍্যতা 

 

 

7 thoughts on “বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা , শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম”

Leave a Comment