জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর | Class 10 Life Science Gk In Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

 জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর

জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর

 

জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর : সুপ্রিয় দর্শক , আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি  জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর পর্বটি নিয়ে।  এখানে তোমরা জীবন বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর গুলি পেয়ে যাবে যেগুলি তোমাদের খুবই সাহায্যকারী হবে।

জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর :

1. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?

উ: টোকোফেরল

2. ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি ?

উ: নিয়াসিন

3. কোন ভিটামিন গুলো জলে দ্রবণীয় ?

উ: ভিটামিন B, ভিটামিন C

4. প্রাণীদেহে লোহার অভাবে কোন রোগ সৃষ্টি হয় ?

উ: রক্তাল্পতা

5 প্রাণীদেহে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কোন খাবারগুলি ?

উ: মাছ, মাংস, ডিম, ডাল

6. মানুষের শ্বাসকার্যের দুটি পর্যায়ের নাম কি ?

উ: প্রশ্বাস ও নিঃশ্বাস

7. মানব দেহের বৃহত্তম কোষ এর নাম কি ?

উ: ওভাম

8. HIV এই কথাটি সম্পূর্ণ অর্থ কি ?

উ: হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস

9. উদ্ভিদ দেহে প্রাণের অস্তিত্ব কে প্রথম প্রমাণ করেন  ?

উ: জগদীশচন্দ্র বসু

10.  সালোকসংশ্লেষের  প্রধান রঞ্জক কোনটি?

উ: ক্লোরোফিল

11. মস্তিষ্কের আবরণীকে সাধারণত কি বলা হয়ে থাকে ?

উ: মেনিনজেস

12. লঘু মস্তিষ্কের যোজকটিকে সাধারণত বলা হয় ?

উ: ভারমিস

13. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উ: ক্ষণপদ

14. কোন জায়গা থেকে ACTH ক্ষরিত হয় ?

উ: পিটুইটারি গ্রন্থি থেকে

15. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া?

উ: 31 জোড়া

16. যৌন জননের একক টির নাম কি ?

উ: গ‍্যামেট

17. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমাটিড দুটি সম্পূর্ণ আলাদা হয়ে যায় ?

উ: অ্যানাফেজ দশায়

18. মানবদেহের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি ?

উ: 46 টি

19. কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়  ?

উ: প্রোফেজ দশায়

20. র‍্যাফাইড দেখতে পাওয়া যায় কোন গাছে?

উ: ওল, কচু , কচুরিপানা

21. কোন প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া   সম্পন্ন করে থাকে ?

উ: অ্যামিবা

22. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিডটি ?

উ: ল্যাকটিক অ্যাসিড

23. কোন মাটিতে ক্যাকটাস জন্মগ্রহণ করে ?

উ: মরু জাতীয় মাটিতে

24. গলগন্ড রোগ হয় কিসের অভাব জনিত কারনে ?

উ: আয়োডিনের অনুপস্থিতিতে

25. ব্যাঙাচি রূপান্তরে সাহায্যকারী হরমোন টির নাম কি ?

উ: থাইরক্সিন

Life Science Short Questions And Answers In Bengali pdf | life science gk in bengali

 

26. পালং শাকে প্রচুর পরিমাণে কোন ভিটামিন এর উপস্থিতি থাকে ?

উ: ভিটামিন A

27. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা যায় ?

উ: ভিটামিন A

28. কুঁড়ি থেকে ফুল ফোঁটা এটি মূলত কি ধরনের চলন ?

উ: ন্যাস্টিক চলন

29. রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী ভিটামিনের নাম কি ?

উ: ভিটামিন K

30. মানবদেহের লালাগ্রন্থির সংখ্যা কটি ?

উ: 6 টি

31. ঘোড়ার বিবর্তনের সর্বপ্রথম ধাপটির নাম কি ?

উ: ইওহিপ্পাস

32. পায়রার দেহে কটি বায়ু থলি থাকে ?

উ: 9 টি

33. মৌমাছিদের ওয়াগল নিত্য কোন ইংরেজি সংখ্যার মত ?

উ:  8 এর মত

34. ক্যাটফিস বলা হয় কোন মাছকে ?

উ: শিঙি মাছকে

35. পেশিকোষে অবাত শ্বসনের ফলে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?

উ: ল্যাকটিক অ্যাসিড

36. হৃৎচক্রের স্থিতিকাল কত ?

উ: 0.8 সেকেন্ড

37. কমলা লেবুতে কোন ভিটামিন থাকে ?

উ: ভিটামিন C

38. রিকেট রোগের প্রভাব পড়ে কোথায় ?

উ: হাড়ে

39. মানুষের ত্বকের রং কিসের উপর নির্ভর করে ?

উ: মেলানিন

40. উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্যকারী  হরমোনটির নাম কি ?

উ: ফ্লোরিজেন

41. পৃথিবীর একমাত্র পক্ষী যা  পিছনের দিকে উড়তে পারে তার নাম কি ?

উ: হার্মিং বার্ড

42. অস্তিত্বের জন্য সংগ্রাম এই কথাটির প্রবক্তা কে ?

উ: ডারউইন

43. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?

উ: সিটা

44. মানুষের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি হাড় রয়েছে ?

উ: আঙুলে

45. রেবিস ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় ?

উ: জলাতঙ্ক

46. কলেরা একটি কি ঘটিত রোগ ?

উ: ব্যাকটেরিয়াঘটিত রোগ

47. মারসুপিয়াম দেখা যায় কোন প্রাণীর দেহে?

উ: ক্যাঙ্গারুর দেহে

48. তিমি মাছের গমন অঙ্গের নাম কি ?

উ: প‍্যাডেল

49.  মানুষের জিভের মধ্যভাগ কোন স্বাদ গ্রহণে ব্যবহৃত হয় ?

উ: লবণাক্ত

50. কানের ভারসাম্য রক্ষা করে কে ?

উ: অটোলিথ

আমাদের এই, জীবন বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর প্রশ্ন গুলি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন ।

আরও পড়ুন :

ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর 

ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

 

 

1 thought on “জীবন বিজ্ঞান Mcq প্রশ্ন উত্তর | Class 10 Life Science Gk In Bengali”

Leave a Comment