History GK Quiz Questions In Bengali PDF | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

History Gk Quiz Questions In Bengali : ইতিহাস জিকে প্রশ্ন উত্তর শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব History GK  Quiz Questions In Bengali পর্বটি যেখানে কতগুলি গুরুত্বপূর্ণ ইতিহাসের জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে যেগুলি সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আর দেরি না করে History GK Quiz Questions In Bengali এর প্রশ্ন উত্তর গুলি দেখে নাও।

History Gk Quiz Questions In Bengali PDF

History Gk Quiz Questions In Bengali

1. প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল ?

উ: ইব্রাহিম লোদী

2. শেরশাহের সমাধিস্থল কোথায় অবস্থিত ?

উ: সসারাম

3.হুমায়ূননামা কার রচনা ?

উ: গুলবদন বেগম

4. কত কোটি টাকা খরচ করে শাহাজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন ?

উ: আট

5. শিবাজি কত সালে সিংহাসনে বসেন ?

উ: 1674 সালে

6. কোন পেশোয়া নানাসাহেব নামে পরিচিত ?

উ: বালাজি বাজীরাও

7. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ‍্যে সংগঠিত হয়েছিল ?

উ: মারাঠা ও আহমেদ শাহ আলি

8. জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিল ?

উ: উইলিয়াম হকিন্স

9.তাজ-উল-মসির বইটির রচনাকার    কে ?

উ: হাসান নিজামী

10. পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে ?

উ: ধর্মপাল

11. কাকে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হয় ?

উ: নানা ফড়নবিশ

12. শিবাজী কোন যুদ্ধে মুঘলদের পরাজিত করেছিল ?

উ: সালহর

13. বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি ?

উ: ওয়ারেন হেস্টিংস

14. মুঘলদের আমলে কোন বণিকরা ভারতে প্রথম আসে ?

উ:ইংরেজ

15. ভাস্কো দা গামা কবে ভারতে পৌঁছানোর সমুদ্রে পথ আবিষ্কার করেছিল ?

উ: 1498

16. ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন ?

উ: ফ্রান্সিসকো ডি আলমেইডা

17. সেতারের জনক কাকে বলা হয় ?

উ: খুশরু খাঁ

18. বিখ্যাত সৌধ চারমিনার কোন শহরে অবস্থিত ?

উ: হায়দ্রাবাদ

19. কোনারকের সূর্যদেব মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উ: প্রথম নরসিংহ

20. কবুলিয়ৎ ও পাট্টা প্ররর্তন করেন কোন সম্রাট ?

উ: শেরশাহ

21. বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে ?

উ: আলাউদ্দিন খলজী

22. দ্বিতীয় সূর্য বর্মনের রাজত্বকালে কোন বিশাল মন্দিরের নশকা এবং নির্মাণকার্য হয়েছিল ?

উ: অঙ্কোরভাট মন্দির
23. বানীথানী কোন ধরনের চিত্রকলার সঙ্গে যুক্ত ছিল ?

উ: কিষনগড় স্কুল

24. কোন গভর্নর জেনারেল এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে টিপু সুলতান মৃত্যুবরণ করেছিল ?

উ: লর্ড ওয়েলেসলি

25. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্য কে পোষণ করতেন ?

উ: লর্ড ডাফরিন

History GK Quiz Questions In Bengali

26. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেল কে হত্যা করেন আন্দামান  দ্বীপপুঞ্জের জেলে বন্দি থাকা এক   কয়েদি ?

উ: লর্ড মেয়ো

27. নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘাতের কারণ কি ছিল ?

উ: ব্রিটিশরা দস্তকের অপব্যবহার করেছিল বলে।

28. কোন অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিল ?

উ: চার্টার অ্যাক্ট, 1833

29. কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হয়েছিল ?

উ: পলাশী

30. কত সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিল ?

উ: 1833 সালে

30. কত সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিল ?

উ: 1833 সালে

31. বাংলায় স্বাধীন সুলতানি পতন করেন কোন সম্রাট ?

উ: মুর্শিদকুলি খাঁ

32. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা করেন কে ?

উ: লর্ড ওয়েলেসলি

33. ১৮৭৯ সালে ভারতে কে থিয়োজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন ?

উ: মাদাম ভ্লাভৎস্কি এবং এইচ এস অল কোট

34 মহেঞ্জোদারোয় সিলমোহরের উপর কোন দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে ?

উ: শিবের আদি মূর্তি

35. ত্যাগ ও ধার্মিক কার্যাবলী বর্ণিত রয়েছে কোন বেদে ?

উ: যজুর্বেদে

36. ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?

উ: সর্দার বল্লভভাই প্যাটেল

36. রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা প্রভৃতি নাটক গুলির রচয়িতা কে ?

উ: হর্ষবর্ধন

37. দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখকের নাম কি ?

উ: বল্লাল সেন

38. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা ?

উ: অনন্তবর্মন

39. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল ?

উ: দাম

40. ভারতের রেলপথের জনক কাকে বলা হয় ?

উ: লর্ড ডালহৌসিকে

41. পাটলিপুত্র শহরটির প্রতিষ্ঠা করেন কে ?

উ: উদয়ন বা উদয়ভদ্র

42. ভালো সরকার স্বরাজের বিকল্প হতে পারে না উক্তিটি কে করেন ?

উ: স্বামী দয়ানন্দ

43. ভারতে ব্রিটিশরা প্রথম মাদ্রাসা নির্মাণ করেছিলেন কোথায় ?

উ: কলকাতায়

44. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে ?

উ: সন্ন্যাসী বিদ্রোহ

45. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?

উ: অ্যালান অক্টাভিয়ান হিউম

46. অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উ: 1936 সাল

47. খোদা ই খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে করেন ?

উ: খান আবদুল গফ্ফুর খান

48. জহরলাল নেহরু, রাভী নদীর তীরে কত সালে মধ্যরাতে পতাকা উত্তোলন করেছিল ?

উ: 31 ডিসেম্বর 1929

49. ভারতে সংবিধান দিবস কবে পালিত হয় ?

উ: 26 শে নভেম্বরে

50. ভারতের নাইটঙ্গল নামে পরিচিত     কে ?

উ: সরোজিনী নাইডু

আরও পড়ুন : 
PDF Details
File Name : History GK Quiz Questions In Bengali
Language : বাংলা
Size: 86 KB
Clik Here To Download

4 thoughts on “History GK Quiz Questions In Bengali PDF | ইতিহাস জিকে প্রশ্ন উত্তর”

Leave a Comment