প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ancient Middle Ages Questions Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : Ancient Middle Ages Questions Answers সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে এখান থেকে বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাঠ হল প্রাচীন মধ্যযুগ । আর অপেক্ষা না করে চলো দেখে নেয়া যাক প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি।

প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :

1.কৈলাস মন্দির কোথায় অবস্থিত ?

উ: ইলোরা

2. চোল বংশের কোন সম্রাট প্রথম সিংহল জয় করেছিল ?

উ: প্রথম রাজরাজ

3. খাজুরাহোর মন্দির কারা তৈরি নির্মাণ করেছিল ?

উ: চান্দেলা

4. ৭৩৮ খ্রিস্টাব্দে আরবরা কাদের কাছে পরাজিত হয়েছিল ?

উ: প্রতিহার দের কাছে

5. রামচরিত গ্রন্থটির রচয়িতা কে ?

উ: সন্ধ্যাকর নন্দী

6. সূর্য মন্দির কোথায় অবস্থিত ?

উ: কোণারক

7. মধ্যযুগে লিঙ্গরাজ মন্দির কোথায় নির্মিত হয়েছিল ?

উ: ভুবনেশ্বর

8. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

উ: গোপাল

9. পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পন্ডিতের নাম কি ছিল ?

উ: অতীশ দীপঙ্কর

10. দশকুমার চরিতম এর রচনাকার    কে ?

উ: দন্ডী

11. ১০০৯ খ্রিস্টাব্দে ওয়াইহিন্দ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উ: আনন্দপাল এবং মহম্মদ গজনী

12. পুরী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে করেন ?

উ: অনন্ত বর্মন

13. গীতগোবিন্দ এর রচনা কে করেন ?

উ: জয়দেব

14. দক্ষিণ ভারতের টাক্কোলাম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ?

উ: রোল এবং রাষ্ট্রকূট

15. কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল ?

উ: ১১৯১ সালে

16. বিখ্যাত মহাকাব্য রামায়ণ এর তামিল ভাষার অনুবাদ কে করেছিলেন ?

উ: কম্বন

17. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উ: ধর্মপাল

18. মহাবলীপুরমের সাতটি প্যাগোডা কোন রাজাদের শিল্প কলার পরিচয় ?

উ: পল্লব

19. সোমনাথ মন্দির যেটি মহম্মদ রজনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটি কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ?

উ: শিব

20. ভারতের চার প্রান্তে চারটি মঠ নির্মাণ করেছিলেন কে ?

উ: শঙ্করাচার্য

21. বীজগণিতের অবদানের জন্য বিখ্যাত ছিলেন কোন ব্যক্তি ?

উ: ভাস্কর

22. মহাবলিপুরমের সপ্তরথী মন্দির কে নির্মাণ করেছিলেন ?

উ: নরসিংহ বর্মন

23. কোন চোল রাজা বাংলা জয় করেন ?

উ: প্রথম রাজেন্দ্র চোল

24. গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি এবং বিখ্যাত জৈন মন্দির কোথায় অবস্থিত ?

উ: শ্রবণবেলগোলা

25. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে প্রথম এই তত্ত্ব কে আবিষ্কার করেছিল ?

উ: আর্যভট্ট

26. আদি শঙ্করাচার্য চারটি মঠ স্থাপন করেছিলেন এই মঠ গুলির অবস্থান কোথায় ?

উ: বদ্রীনাথ, দ্বারকা, পুরী, শৃঙ্গেরী

27. খালিমপুর তাম্রলিপি থেকে পাল বংশের কোন রাজার সম্পর্কে আমরা জানতে পারি ?

উ: ধর্মপাল

28. ইন্দোচীন অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠিত দুটি রাজ্যের নাম কি ছিল ?

উ: চম্পা ও কম্বোজ

29. কোন কারণে চোল সাম্রাজ্য সর্বাধিক পরিচিত লাভ করেছিলেন ?

উ: গ্ৰাম সভা

30. পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্তা নেতা কে ছিলেন ?

উ: দিব‍্য

আরও পড়ুন : 

মৌর্য পরবর্তী যুগ এবং গুপ্ত পূর্ববর্তী যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সেন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

হর্ষঙ্ক বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

2 thoughts on “প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Ancient Middle Ages Questions Answers”

Leave a Comment