দিল্লির দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | delhi sultanate period easy bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

 দিল্লির দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । delhi sultanate history | delhi sultanate dynasties

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় ভাই ও বোনেরা , আজকের আলোচনা দিল্লির সুলতানি যুগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বংশ দাস বংশ নিয়ে । এই Delhi sultanate question answer- দাস বংশের প্রশ্ন উত্তর এর পর্বে দাস Empire থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর তোমাদেরকে দেওয়া হল যেগুলি তোমাদের খুবই কাজে লাগবে ।

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :

 

1. দাস বংশের প্রতিষ্ঠাতা নাম কি ?

উ: কুতুবউদ্দিন আইবক

2. দাস বংশের শ্রেষ্ঠ সুলতানের নাম কী ?

উ:  ইলতুৎমিস  । অনেকে বলেন গিয়াসউদ্দিন বলবন

3. দাস বংশের শেষ সুলতান কোন ব্যক্তি ছিলেন ?

উ: কায়কোবাদ

4. কত খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতান উপাধি ধারণ করেছিলেন ?

উ: 1208 খ্রিস্টাব্দে

5. আইবক কথার আক্ষরিক অর্থ কি ?

উ: দাস

6. দাস বংশের কোন সুলতান পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান ?

উ: কুতুবউদ্দিন আইবক

7. দিল্লির প্রাঙ্গণে অবস্থিত বিখ্যাত  কুতুব মিনার এর নির্মাণকাজ শুরু করেছিলেন কোন দাস সুলতান ?

উ: কুতুবউদ্দিন আইবক

8. কুতুব মিনারের নির্মাণকার্য কে শেষ করেছিলেন কোন দাস সুলতান ?

উ: ইলতুৎমিস

9. কুতুবউদ্দিন আইবক এর মৃত্যুর পর দাস বংশের সিংহাসনে কে বসে ছিলেন ?

উ: আরাম শাহ

10. দিল্লির দাস বংশের কোন সম্রাট লাখবক্স নামে পরিচিত ছিলেন ?

উ: কুতুবউদ্দিন আইবক

11. দিল্লির দাস  যুগের চতুর্থ সুলতানের নাম কি ?

উ: রুকন উদ্দিন ফিরোজ

12. আড়াই দিন কা ঝোপড়া এর নির্মাতা কোন দাস সম্রাট ছিলেন ?

উ: কুতুবউদ্দিন আইবক

13. চল্লিশা বা চল্লিশ চক্রের প্রবর্তন করেন কোন দাস সম্রাট ?

উ: ইলতুৎমিস

14. কোন দাস সম্রাট ইক্তা প্রথা এর প্রবর্তন করেছিলে ?

উ: ইলতুৎমিস

15. গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল ?

উ: উলুঘ খাঁ

16. কোন দাস সম্রাট সিজদা ও পাইবস নীতি চালু করেছিলেন ?

উ: গিয়াসউদ্দিন বলবন

17. কোন দাস  সম্রাটের উপাধি ছিল মালিক ?

উ: কুতুবউদ্দিন আইবক

18. দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক এর মৃতদেহ কোথায় সমাধিস্থ করা হয় ?

উ: লাহোরে

19. কোন দাস সম্রাট খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি লাভ করেছিলেন ?

উ: ইলতুৎমিস

20. দাস বংশের কোন সম্রাট তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন ?

উ: ইলতুৎমিস

21. টঙ্কা ও জিতল  নামক মুদ্রার প্রচলন করেছিলেন কোন দাস সম্রাট ?

উ: ইলতুৎমিস

22. কত সালে রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন ?

উ: 1236 সালে

23. দিল্লির একমাত্র মুসলিম মহিলা সুলতানি শাসক কে ছিলেন ?

উ: সুলতানা রাজিয়া

24. ভারতের তোতাপাখি নামে পরিচিত কোন ব্যাক্তি ?

উ: আমির খসরু

25. নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে ?

উ: কুতুবউদ্দিন আইবক এর নির্দেশে বক্তিয়ার খলজি ধ্বংস করেন ।

আরও পড়তে ক্লিক করুন : দিল্লির গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

2 thoughts on “দিল্লির দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | delhi sultanate period easy bengali”

Leave a Comment